![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যেদিন তুমি তোমার বুকে জরিয়ে ধরে আমায় বলেছিলে
ডুব দাও তুমি স্নান করে এসো
আমি তখন ডুব দিয়ে ছিলাম, স্নান করেছিলাম
তোমার অন্তর সাগরে।
মুখে মুচকি হাসি তোমার
প্রশ্ন করেছিলে কি পেলে তুমি?
আমি বলেছিলাম ভুলে গিয়েছিলাম তার দেয়া ব্যথা
যখনি তোমার বুকে রেখেছিলাম মাথা।
তুমি বলেছিলে যখন বুক ফেটে উঠবে পুরনো ব্যথা
এসো ডুব দিও, স্নান করে নিও।
আজ এসেছে আবার সেই দিন
পুরনো নয়, নতুন ব্যথায় পুড়ে হৃদয় হচ্ছে বিরান।
আজ কোথায় ডুব দেব, কোথায় স্নান করে নেব
তোমার বুকে যে অন্যজন।
ও হে বুজেছি এখন
মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
নুর ইসলাম রফিক বলেছেন: বলেছেন: আপনার পেরনা আমাকে নতুন করে পথ চলতে শেখাবে
ধন্যবাদ
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার পেরনা আমাকে নতুন করে পথ চলতে শেখাবে
ধন্যবাদ
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
নাসরিন চৌধুরী বলেছেন: বাহ ভালইত লিখেছেন, তবে মৃত্যুই দিয়েই সব সমাধান হবে কেন?
জীবন অনেক সুন্দর ।
ভাল থাকবেন
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১
নুর ইসলাম রফিক বলেছেন: চাইলেই যদি কষ্ট গুলিকে জেরে ফেলে দেওয়া যেত
তবে আমিই হতাম পৃথিবীর শ্রেষ্ট সুখী
মৃত্যুই দিয়েই সব সমাধান হয়না হয়তো
কিন্তু সমাপ্তি তো হয়।
ভাল থাকবেন।শুভ কামনা রইলো......
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মৃত্যু সব সমাধান না
কবিতা ভালো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: মৃত্যুই দিয়েই সব সমাধান হয়না হয়তো
কিন্তু সমাপ্তি তো হয়।
ভাল থাকবেন।শুভ কামনা রইলো......
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
বাংলার পাই বলেছেন: মুখে মুচকি হাসি তোমার
প্রশ্ন করেছিলে কি পেলে তুমি?
আমি বলেছিলাম ভুলে গিয়েছিলাম তার দেয়া ব্যথা
যখনি তোমার বুকে রেখেছিলাম মাথা।-----------------চমৎকার।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।শুভ কামনা রইলো......
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬
কাওসার রহমান পলাশ বলেছেন: আজ এসেছে আবার সেই দিন
পুরনো নয়, নতুন ব্যথায় পুড়ে হৃদয় হচ্ছে বিরান।
আজ কোথায় ডুব দেব, কোথায় স্নান করে নেব
তোমার বুকে যে অন্যজন।
ও হে বুজেছি এখন
মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন।
খুব সুন্দর লাগল ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।শুভ কামনা রইলো......
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩২
অতঃপর জাহিদ বলেছেন: ভালবাসা গুলো নিজের মতো করে সাজানো যেতো!
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: কি ভাব, ঠিক বুজলাম না?
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আজ কোথায় ডুব দেব, কোথায় স্নান করে নেব
তোমার বুকে যে অন্যজন।
ও হে বুজেছি এখন
মৃত্যুই আমার একমাত্র প্রয়োজন।
মৃত্যু নয়, চাই জীবনের জয়গান !
কবিতা ভালো লেগেছে ++
আরও বেশি বেশি লিখুন !