নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা লেখার প্রহর শেষ

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০



একলা ঘরে একলা আমি

বাম হাতে জলন্ত সিগারেট

ডান হাতে কলম।

হয়ে গেছে কাক ডাকা ভোর

নিরব শহর হচ্ছে চঞ্চল

সূর্যটা রক্তের মতো লাল হয়ে

উঠছে পূর্ব গগনে।

চাঁদ অনেক আগেই ডুবে গেছে।

দিনের শুরু যেখানে,

এখানেই কবিতা লেখার প্রহর শেষ।



ফুরায়নি কলমের কালি

ফুরায়নি লেখার কাগজ।

রয়ে গেছে বুকে জমা চাপা কান্না,

আর আবেগ প্রবনতা।

থেমে গেল ঘুমহীন যন্ত্রণার তার কাঁটা,

আর অপেক্ষার প্রহর গুনা।

কিন্তু এখানেই কবিতা লেখার প্রহর শেষ।



প্রিয়াকে দেব শেষ উপহার যে আংটি

রয়ে গেল তা টেবিলের কোণে।

রয়ে গেল অক্ষত পাঁচ পাঁচটি সিগারেট,

আর অগ্নি বারুদ ম্যাচ।

তবুও এখানেই কবিতা লেখার প্রহর শেষ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

বাংলার পাই বলেছেন: সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন --

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

নুর ইসলাম রফিক বলেছেন:
ধন্যবাদ আপা.........


শুভ কাননা রইলো......

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

সবকিছু আগের মত বলেছেন: বড় ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।
আপনি একজন ব্যার্থ প্রেমের কবিতা লেখক। আপনি আমার গুরু।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহা গুরু হওয়ার যোগ্যতা আমার নেই ভাই।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতায় বিরহের ছাপ স্পষ্ট!
শুভকামনা রইল

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমি যে বিরহী মানুষ তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.