![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে বাঘের কামুর খেয়ে সয়ে নিতে পাড়ে
তার কি কুকুরের কামুরে কিছু হয়?
যাকে হারিয়েছি আগেই,
তাকে কি আর হয় আবার হারানোর ভয়?
আমি ক্লান্ত সপ্নের মাঝ পথে
আমি শান্ত বাস্তবতার আগাতে।
তাই বলে আমি নিঃষ নই
আছে আমার এক সৃতির শহর।
সুখের নাম যদি মরিচিকা হয়
মরিচিকার নাম কিন্তু সুখ নয়।
মৃত দেহ যখন পুড়ায় চিতায়
দেহ খানি কি পুড়ার স্বাধ পায়?
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনিও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: মর্মকথা অসাধারণ । তবে টাইপো আছে অনেক ।
ভালো থাকবেন