![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুড়িয়ে নিয়েছিলাম অনেক সুখ কাশের বনে
ধুয়ে নিয়ে গেছে আবার তা শ্রাবনের প্লাবনে।
কিঞ্চিৎ রেখে গেছে, যা শধু জ্বালা ময়
ধুয়ে নেক তাও, নেই হারানোর ভয়।
ক্লান্ত মন আজ, ক্লান্তির অম্নেষণে
পুরনো আমি সেই পুরনো কাশের বনে।
ওমা একি এই শরৎ ক্ষনে,
কাশ নেই সেই কাশের বনে।
কাশবন আজ শহর হয়েছে
ইট পাথরের দালানে হারিয়ে গেছে।
রয়ে গেছে পুরনো সেই বট গাছ
যার পিট ছিড়ে লিখে ছিলাম দেখা হবে আবার।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা রইলো...............
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +
ঈদের শুভেচ্ছা
০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও সাথে ঈদের শুভেচ্ছাও রইলো।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও সাথে ঈদের শুভেচ্ছাও রইলো।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৬
নীলপরি বলেছেন: পড়ে ভালো লাগলো । ক্লান্তির অন্যশনে লিখতে চেয়েছেন ?নাকি অন্বেশণে হবে ? ভুল ধরানোর জন্য বলিনি । কিছু মনে করবেন না । বন্ধুতপূর্ণ মতামত ।
১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩
নুর ইসলাম রফিক বলেছেন: আশা করি সর্বদা পাশে থেকে ভুল গুলি শুধরে দেবেন।
ধন্যবাদ আপনাকে............
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)