![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলা ঘরে একলা আমি
বাম হাতে জলন্ত সিগারেট
ডান হাতে কলম।
হয়ে গেছে কাক ডাকা ভোর
নিরব শহর হচ্ছে চঞ্চল
সূর্যটা রক্তের মতো লাল হয়ে
উঠছে পূর্ব গগনে।
চাঁদ অনেক আগেই ডুবে গেছে।
দিনের শুরু যেখানে,
এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
ফুরায়নি কলমের কালি
ফুরায়নি লেখার কাগজ।
রয়ে গেছে বুকে জমা চাপা কান্না,
আর আবেগ প্রবনতা।
থেমে গেল ঘুমহীন যন্ত্রণার তার কাঁটা,
আর অপেক্ষার প্রহর গুনা।
কিন্তু এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
প্রিয়াকে দেব শেষ উপহার যে আংটি
রয়ে গেল তা টেবিলের কোণে।
রয়ে গেল অক্ষত পাঁচ পাঁচটি সিগারেট,
আর অগ্নি বারুদ ম্যাচ।
তবুও এখানেই কবিতা লেখার প্রহর শেষ।
পথশিশু ছোট গল্প
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
নুর ইসলাম রফিক বলেছেন: love is danger for your life.
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিভিন্ন পোষ্টে গিয়ে ক্রমাগত নিজের পোষ্টের লিংক শেয়ার করা ব্লগ নীতি মালার বিরুদ্ধ। আশা করি এই ব্যাপারে সর্তক হবেন। ধন্যবাদ
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: সতর্কবাণী জানানোর জন্য ধন্যবাদ।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে............
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে দুঃখিত ও,
আমি শুভ দিনগুলিতে একজন ব্যতিত কারো সাথে শুভেচ্ছা বিনিময় করিনা।
ভাল থাকবেন শুভ কামনা রইলো।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫
দুরন্ত পলাশ বলেছেন: ভালো লিখেছেন ।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন শুভ কামনা রইলো।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫
অর্বাচীন পথিক বলেছেন: "love is danger for your life"
আমি আপনার মত করে চিন্তা করি না। আর আমার জীবন টা "ভালবাসা" এই শব্দটার কারনেই সুন্দর।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: আমিও আপনার মত করে চিন্তা করি না। আর আমার জীবন টা "ভালবাসা" এই শব্দটার কারনেই ধ্বংসাত্মক।
তবুও শুভ দিনগুলিতে একজন ব্যতিত কারো সাথে শুভেচ্ছা বিনিময় করিনা।
আর কেউ না.........
আমার হাড়িয়ে যাওয়া সুখ পাখি সুরঞ্জনা।
জানিনা সে কোথায় আছে, কিভাবে আছে।
তবুও রইলো তার জন্য শুভ কামনা।
সে সুখি হোক ততটা, যতোটা সে কল্পনাও করেনি।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০
অর্বাচীন পথিক বলেছেন: পাওয়া না পাওয়ার মাঝেই তো জীবন। ব্যর্থ না হলে জীবন কে জানা যাই না
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: জানতে তো খুব খুব ইচ্ছে হয়।
কিন্তু জানাটা যে আমার সাধ্যের বাহিরে।
আমি যে এখানে ক্ষমতাহীন প্রেমহারা প্রেমিক মাতাল।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
অর্বাচীন পথিক বলেছেন: "বাম হাতে জলন্ত সিগারেট"
smoking is danger for your health