![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#আপনি ভালো মানুষ বলে সবাই আপনার কাছ থেকে ভালো মানুষের সুবিধা গুলি ভোগ করবে।
যখন আপনি অসুবিধায় পরে তাদের কাছে একটু সুবিধা চাইবেন,তখন তারা আপনাকে সার্থপর বলে আক্ষায়ীত করবে।
#অহংকার মানুষকে গুপনে গুপনে ধংষ করে দেয়।
এতো গুপনে ধংষ করে যে, যা অহংকারী ব্যক্তি নিজেও টের পায়না।
#হিংসুকের নয় হিংসার পতন হোক।
#ভালবাসা কখনো ভিক্ষা বা করুনা চেয়ে পাওয়া যায়না।
যেটা পাওয়া সেটা ভালবাসা নয় করুনা আর ভিক্ষাই বটে।
#ফেরারী পাখি হয়ে গন্তব্যহীন উড়ে চলা
লতা বৃক্ষের মতো আগাছা হয়ে বটবৃক্ষকে আকড়ে ধরার চেয়ে কি শ্রেয় নয়?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
নুর ইসলাম রফিক বলেছেন: ভাল থাকবেন...
শুভ কামনা রইলো।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭
নিলু বলেছেন: সব সময় নয়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: হয়তো..................
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
ভাল থাকবেন
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ