নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

খুব পথ হারাতে ইচ্ছে করে

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯


খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন কোলাহল, নেই কোন লোকালয়।
রয়েছে সবুজের আবরনে ঢাকা, হাজার রঙের পাখির গান
আর শান্ত নদীর শান্ত ঢেউয়ের শান্ত কলতান।

খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন মায়ার টান, নেই পিচু ডাকের আহবান।
রয়েছে কালের সাক্ষী হাজার বছরে পুরনো বৃক্ষ, পাহাড় পর্বত আকাশ সমান
আর ঝর ঝর ঝরণার কল কল কল কলতান।

খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন পথহারা পথ শিশু, নেই তাদের খিদার আর্থনাদ।
রয়েছে সুখের সম্ভারে প্রতিটি শিশু, যেন না পাওয়ার স্বর্গ সমান
আর খিল খিল হাসিতে শিশুর কথা যেন পাখির কলতান।

খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে
যে পথের পরে নেই কোন চাওয়া না পাওয়া ক্লেস, নেই স্বপ্ন বিলিন।
রয়েছে স্বপ্নের চেয়েও বেশী পাওয়া, নেই কোন না পাওয়ার অভিমান
আর সুখ সুখ রব রব যেন সুখের কলতান।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব কল্লোল পথিক।
সর্বদা আপনার জন্য শুভ কামনা।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

নিমগ্ন বলেছেন: খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে দারুণ++++++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব নিমগ্ন।
সর্বদা আপনার জন্য শুভ কামনা।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

নুরএমডিচৌধূরী বলেছেন: খুব পথ হারাতে ইচ্ছে করে কোন এক অচেনা পথে দারুণ++++++
বেশ হয়েছে তো

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব নুরএমডিচৌধূরী।
সর্বদা আপনার জন্য শুভ কামনা।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
রফিক,
এমন অচেনা পথের দেখা যদি পেতেম, হারিয়ে যেতাম ঠিক। ভাল লাগছিল আপনার ইচ্ছেগুলো পড়তে।



*আর্তনাদ পিছু ক্লেশ

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: আমি এই পথের ঠিকানা খুজে পেলে আপনাকেও আমার সঙ্গে নেব।
রাজী আছেন তো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর +++

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব কান্ডারি অথর্ব।
সব সময় ভালো থাকুন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: অনেকভাল একটি কবিতা। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: কবিতার প্রশংসার জন্য ধন্যবাদ জনাব রক্তিম।
সর্ব সময় ভালো থাকুন।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

সুলতানা রহমান বলেছেন: চমৎকার! কিছু বানান ভুল আছে।
+

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: প্রশংসা এবং বানান ভুল ধরার জন্য ধন্যবাদ।
বানান ভুল শব্দ গুলি তুলে ধরলে আরো খুসি হতাম এবং তাৎক্ষনিক শুধরে নেওয়ার সুযোগ পেতাম।
আশা করি আগামিতে বানান শুদ্ধ করণে আপনার সাহাজ্য পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.