নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

বড্ড বোকা

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

আমি না হয় অন্ধ ছিলাম তোমার মনের দৃষ্টিতে
বিশ্বাস আমার অঠুট ছিল পাওনি তুমি তা দেখতে
অন্ধ আমি ছিলাম ঠিকি তোমার প্রতি বিশ্বাসে
তোমার মনটা অন্ধ বলেই বুঝতে পারনি এই আমাকে।
সদা হাসি উজ্জ্বল মুখ খানার, আড়ালে যে বিষ মাখা
অন্ধ আমি ছিলাম বলেই, হয়নি আমার তা দেখা।
তোমার প্রেমের কাঙ্গাল ছিলাম, ছিলাম তোমার প্রেম ভুখা
প্রেমের নামে ছল করেছ, দিয়েছো তাই আমায় দোখা।
বিশ্বাস আমার তোমার প্রতি, আর তোমার ধারনা আমি বোকা
তাই গাঙ্গের জলে আমার স্বপ্ন ডুবিয়ে, খুজে পেলে তোমার সুখের দেখা।
তোমার ধারনা আমি বড্ড বোকা, তাই বোকা আমি থেকেই গেলাম
বোকার মতো তোমার আশায় একাকৃত্ব মেনে নিলাম।
ইচ্ছে করে মাঝে মাঝে তোমার সুখের মাঝে বাধার প্রাচীর হয়ে দাড়াই
বোকা আমি বড্ড বোকা, তোমার বিশ্বাস এমন বলেই বোকাই আমি থেকে যাই।
বিপ্লবি মন আমার যদি বিদ্রোহী করে তোমার সুখে হানা দেই
বোকা আমি বড্ড বোকা, তোমার বিশ্বাস ধংষ হবে নিমিষেই,
তাই বোকাই, হে বোকাই আমি, বড্ড বোকাই রয়ে যাই
আর এই বোকার মতো আয়ু রেখে পারি দিতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: অঠুট = অটুট ,একাকৃত্ব = একাকিত্ব , ধংষ = ধ্বংশ .....এরকম কয়েকটি এডিট করে নিলে বোধহয় ভালো হয় ।
ভালো হয়েছে কবিতা । শুভকামনা ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ নীলপরী আপনাকে আমার ভুল গুলি ধরিয়ে দেওয়ার জন্য।
আমি জানী আমার অনেক বানান ভুল হয়।
খুব সুযোগ পাই শুধরানোর।
শুধরানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.