![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# অভাব মানুষকে লোভী করে ফেলে
আমিও তাদের একজন।
# আমার বিশ্বাসটা খুব দুর্বল।
তাই যে কাউকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি।
বিশেষ করে খুব কাছের মানুষগুলিকে।
কিন্তু কারো কাছে কোন দিন আমার বিশ্বাস এর মর্যাদা পেয়েছি বলে একটু মনে করতে পারছিনা।
কারন কোন দিন কেউই আমার বিশ্বাসের মর্যাদা দেয়নি।
বরং আমার বিশ্বাসের দুর্বলতা নিয়েই আমায় ঠকিয়েছে।
সর্বদা এখন আমি খুব বিশ্বাসহীনতায় ভূগি।
খুব কষ্ট হয় আমার এই বিশ্বাসহীনতায় ভুগতে।
তাই আজ থেকে পণ নিলাম আর কাউকে বিশ্বাস করবোনা।
আমি আর বিশ্বাস এর মাঝে বসত করে কিনারাহীন অবিশ্বাসের সাগরে সাতার কাটতে চাইনা।
অতিতে যারা আমার বিশ্বাসকে পুজি করে আমাকে অবিশ্বাসের সাগরে ডুবিয়ে মেরেছে আমি তাদেরকে আজ ক্ষমা করে দিলাম। সৃষ্টিকর্তা তুমিও তাদেরকে ক্ষমা করে দিও।
#মাঘের শেষে আবার আসছে ফাগুন
প্রকৃতি হবে আবার হাজার রঙ্গে রাঙ্গা
ফুলের বনে মধু আহরণে আবার ব্যস্ত হবে মৌমাছি
বৃষ্টি হবে আবার, তৃষ্ণার্ত মাটি মিঠাবে তৃষ্ণা।
সুরঞ্জনা তুমি আসবে কি আবার এই ফাগুনে
আসবে কি আমায় ভালবাসতে?
মিঠাবে কি এই হৃদয়ের সারে সাত বৎসরের
সারে সাত ফাগুনের প্রেম তৃষ্ণা?
#মাঘের শেষে আবার আসছে ফাগুন
প্রকৃতি হবে আবার হাজার রঙ্গে রাঙ্গা
ফুলের বনে মধু আহরণে আবার ব্যস্ত হবে মৌমাছি
বৃষ্টি হবে আবার, তৃষ্ণার্ত মাটি মিঠাবে তৃষ্ণা।
সুরঞ্জনা তুমি আসবে কি আবার এই ফাগুনে
আসবে কি আমায় ভালবাসতে?
মিঠাবে কি এই হৃদয়ের সারে সাত বৎসরের
সারে সাত ফাগুনের প্রেম তৃষ্ণা?
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: সে আর মিঠার নয় তবুও মিছে প্রয়াস।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: মিঠবে মিঠবে, তৃষ্ণা অবশ্যই মিঠবে।
+++