![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে আমি দেখেছি প্রেমিকের মিথ্যে ভালবাসায়
সত্যকে আমি দেখেছি প্রেমিকার মিছে মায়া কান্নায়
সত্যকে আমি দেখেছি পথশিশুর কাদের বোঝায়
সত্যকে আমি দেখেছি পথে পরে থাকা উপোষ শিশুটার কান্নায়
সত্যকে আমি দেখেছি বন্দী বুকের খাচায়
সত্যকে আমি দেখেছি কেউ দিয়েছে নোনা জলে ভাসায়
সত্যকে আমি দেখেছি নিরব বোবা ভাষায়
সত্যকে আমি দেখেছি পথ হারাতে মিথ্যের চৌরাস্থায়
সত্যকে আমি দেখেছি মিথ্যেবাদীর কথায়
সত্যকে আমি দেখেছি মিথ্যের দামাচাপায়
সত্যকে আমি দেখেছি শিকল পরা পা'য়
সত্যকে আমি দেখেছি ডান্ডা বেরির আগাতে মাটি চাপায়
সত্যকে আমি দেখেছি গল্প আর কবিতায়
মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মত্যু নেই তবে কথাটি বৃথাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ নীলাপু-------
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮
রুদ্র জাহেদ বলেছেন: মানুষের মাঝে সত্য আজ মৃত প্রায়
সত্যের মত্যু নেই তবে কথাটি বৃথাই।
সুন্দর হয়েছে
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: আমি প্রশংসার কাঙাল। আপনার প্রশংসার জন্য ধন্যবাদ জনাব রুদ্র জাহেদ।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
নীলপরি বলেছেন: ভালো হয়েছে লেখাটা।
শুভকামনা ।