নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

পাগলের প্রলাপ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

(১)আজকের দিনে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভাই বোনেরা হয়তো ভুলে গেছেন
অথবা জানেন না যে আজ জাতীয় শহীদ দিবস।
আজ আমাদের ভাই হারানোর দিন, আজ আমাদের শোকের দিন, আজ আমাদের কান্নার দিন।

(১)আমরা আমাদের সামর্থবান আত্বীয়দের খুব খরচ পাতি করে দাওয়াত খাওয়াই
আর মিছে প্রশংসা কুড়াই।
কিন্তু কোন ফকির (ভিক্ষুক) উপোষ পেটে আমাদের কাছে এক বেলার এক মুটো ভাত চাইলেই
কতো রকম হাদিস কোরআন জানা অজানা (মনগড়া) শুনাই।
মেকাপ করে চেহারা নয়, মানুষকে ভালবেসে, আসুন মানসিকতা বধলাই।

(৩)এক জনের কষ্ট দেখে হাজার হাজার জন কষ্ট পায় ঠিকি।
কিন্তু হাজার হাজার জন এর মাঝে এক জনও ঐ এক জনের কষ্ট নিবারণের এক বিন্ধুও চেষ্টা করেনা।
যদি করতো তবে আর এক জনের জন্য হাজার হাজার জনকে কষ্ট ভুগ করতে হতোনা।
সাহতো সবাই প্রাণ খুলে হাসতো।

(৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না
এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

নুর ইসলাম রফিক বলেছেন: ভাললাগা নয় ভালবাসা চাই।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

মাদিহা মৌ বলেছেন: কথা সত্যিই। অনেকেই ভুলে গিয়েছিল আজ যে - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারা এইটাকে ১৪ ফেব্রুয়ারীই ভাবছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: আমি সাধারন তো বাহিরে খুব কম যাই।
তারপর ও এই দিনে কি শহীদ মিনারে না গিয়ে পারা যায়?
চলতি পথে দেখলাম আজ যেন কিশোর কিশোরীরা ভালবাসা দিবস উজ্জাপন করছে।
আরো অনেক কিছু দেখেছি কিন্তু বলতে ইচ্ছে করছেনা।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আর আমাদের এখানে হিন্দি গান বাজাইয়া, ভাষা দিবস পালন হচ্ছে! :-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: তবে কি উনারা (যারা হিন্দি গান বাজাচ্ছেন) বুঝাচ্ছেন রফিক জব্বার বরকত শফিউলরা ভুল করেছিলেন ভাষার জন্য প্রাণ দিয়ে?

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি বলব?
আমার মনে হয় ওরা জানেই নাহ, আজ কি দিবস! :-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: একটা জানে নিশ্চয়ই সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
কিন্তু জাতীয় শহীদ দিবস তো সম্ভবত উনারা নাম ও শুনেননি।
যাই হোক এর জন্য আমি বা আমরা দ্বায়ী।
কারণ আমরা আমাদের নতুন প্রজন্মকে সে ভাবে গড়ে তুলতে পারিনি
যে ভাবে আমরা নতুন প্রজন্মকে আশা করি।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

খোলা মনের কথা বলেছেন: বাস্তব চিত্র তুলে ধরেছেন ভাই। ভাল লাগলো ভাই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: পাঠ এবং মন্তব্য এবং ভাললাগার জন্য ধন্যবাদ।
সর্বদা ভালো থাকুন।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: ভালোলাগা ও ভালোবাসা দুইটাই রেখে গেলাম। ধন্যবাদ আপনাকে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা.........

৭| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: (৪)কাউকে আপনার উপরে পূর্ণ স্বাধিনতা দেবেন না এতে আপনার স্বাধীনতা বিনষ্ট হবে।

মানুষ হিসেবে আমরা আসলেই কি অদ্ভুত হতে ভালোবাসি?

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

নুর ইসলাম রফিক বলেছেন: মানুষ হিসেবে আমরা আসলেই কি অদ্ভুত হতে ভালোবাসি?
সবারটা জানিনা বা জানতে পারবোনা কিন্তু আমি অদ্ভুত হতে ভালবাসি এটা সত্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.