নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আমগো কোন চিন্তা নাই ব্যাংকে মগো টাহা নাই

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭


খেত খামারে কামলা খাটি
দিন আনি দিন খাই
এক দিন কাম না পাইলে পরে
না খায়া দিন কাটাই।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

আগের দিনে মইনা চুরায়
বেড়া কাইট্টা করতো চুরি
অহন শুনছি মইনা চুরায়
ব্যাংকে নাহি টাহা জমায়।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

মইনা চুরায় চুরি ছাড়ছে
বছর আটেক হয়া গেছে
পোলা দুইটা শিক্ষিত করছে
পোলায় নাহি অহন কলম দিয়া
কোটি কোটি টাহা করছে চুরি
রাহে জমা নাহি ব্যাংকে নিয়া।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

আমার পোলায় আমার মতো
মূর্খ মানুষ হইছেরে ভাই
তাই আমার কোন চিন্তা নাই
পোলায় আমার শিক্ষিত না হোক
চুর তো আর হয় নাই।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

চুরের টাহা চুরে নিছে
আরেক চুরার পেরেসান
আমার বড্ড হাসি পায়
চুর দেহি সরকারে চেয়েও ক্ষমতাবান।
আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

গেম চেঞ্জার বলেছেন: এই বুঝছেন আপনে? !!!!!!! B:-)

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

নুর ইসলাম রফিক বলেছেন: কিচ্ছুই তো এখনো বুঝতে পারিনি জনাব গেম চেঞ্জার।

২| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

জুনেদ আহসান বলেছেন: লেখাটি পড়ে ভালো লাগল।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

নুর ইসলাম রফিক বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
শুধু ভাল লাগা নয়, ভালবাসও চাই জনাব জুনেদ আহসান।

৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: কি!!!

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: কি টা কি আসলে জনাব অগ্নি কল্লোল?

৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

শিবলী আখঞ্জী বলেছেন: কবিতাটি অনেক ছন্দময়...

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব শিবলী আখঞ্জী।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তাইতো কই, আপনার মনে এত খুশ কিয়েরলাই...... ;)

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: গরিব তো তাই----জনাব দ্যা রয়েল বেঙ্গল টাইগার

৬| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: পকেটে টাকা না থাকলে পৃথিবীর আসাল রুপ দেখতে পাওয়া যায়।
আসল রুপ দেখা মানুষ আমারা,
তাই চিন্তা..........
ভাল লাগলো। ধন্যবাদ ভাই

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব শাহরিয়ার কবীর আপনার সুন্দর মন্তব্য ওভাল লাগার জন্য।
শুধু ভাল লাগা নয় ভালবাসাও চাই।

৭| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: আসলে অশিক্ষিত সেই যুগটাই ভাল ছিল। সেই দিনগুলিতে মানুষ টাকাপয়সার অভাব করছে ঠিক কিন্তু সুখের অভাব করে নাই।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

নুর ইসলাম রফিক বলেছেন: আমি অশিক্ষিত ভাই তবুও এই যুগের হাওয়ায় ভালো নাই
খুব স্বাদ জাগে এই যুগটাকে পাল্টাই।

৮| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার প্রতি শ্রদ্ধা ভারা ভালোবাসা অবিরত।ভাল থাকুন

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার ভালবাসা আমার বেঁচে থাকার পেরনা।

৯| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

হাসান নাঈম বলেছেন: আমগো কোন চিন্তা নাই
ব্যাংকে মগো টাহা নাই।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

নুর ইসলাম রফিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব হাসান নাঈম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.