![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈতের তাপদাহে পুড়ছে মৃতিকা নদী নালা বন
প্রেম শুন্যতায় তৃষ্ণার্ত প্রেমিক মাতালের মন।
দহনে বিভাজন উর্বর কৃষকের মাট
জল শুকায়ে উচ্চতায় কিশোরীর স্নানের ঘাট।
চৈতের তপ্ত দুপুরে নিশ্চুপ ক্লান কর্কশ কাকের দল
মেঠো পথে যেন ধর্মঘটে বন্ধ চলাচল।
অধম্য ইচ্ছা শক্তি তপ্ততায় নিছক দুর্বল
চৈতের আগমনে সূর্যই পেয়েছে পূর্ণ বল।
চৈতের পুড়া দহন এতো প্রকৃতির অভিশাপ
উজার প্রকৃতি মানুষের জেনেশুনে করা পাপ।
বৃষ্টি বৃষ্টি দাও খোদা বৃষ্টি দাও, তাজা করো প্রতি প্রাণ
ক্ষমা করো খোদা, ক্ষমা করো প্রকৃতি, নগন্যের আহবান।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব শারিয়ার কবীর।
২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬
বিজন রয় বলেছেন: প্রকৃতি অনেক ভাল।
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: কিন্তু ভাল নেই যে পৃথিবীর মানুষ গুলো।
৩| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। কবিকে অনেক ধন্যবাদ।।
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১২
নুর ইসলাম রফিক বলেছেন: পাঠককেও পাঠের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: ০২ চৈত্র আজ।
কবিতা খানি ভাল লাগায়
মনটা
হয়ে হয়ে গেল হা হা কার। ধন্যবাদ