নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

রক্ত দেখেছ রক্ত

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪


রক্ত দেখেছ রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত।
একটি মাত্র অঙ্গের রক্ত।
হাহাহাহাহাহাহাহা
এই কুকুরটা আমাকে কামরাতে এসেছিল।
কুকুরটা আমার মাংসের স্বাদ নিতে এসেছিল।
আমি কুকুরটার যৌনাঙ্গ কেটে দিয়েছি।
রক্ত দেখেছো রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত ।

দেখে যাও হে পৃথিবী,
দেখে যাও হে কুকুরের দল
যৌনাঙ্গ বিহীন এই কুকুটাকে দেখে যাও।
কেমন ছটপট করছে
কেমন আর্তনাদ করছে
লুতোপুটো খাচ্ছে মাটিতে পরে।
কুকুরটা কাউকে আর কামরাবেনা
আর মাংসের স্বাদ জাগবেনা তার।
কেটে ফেলেছি তার রাক্ষুসে যৌনাঙ্গ।
রক্ত দেখেছো রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত।

আজ আমি আইন হাতে তুলে নিয়েছি
আজ আমি অপরাধী আইনের কাঠগড়ায়।
সে কি শ্রেয় নয় ধর্ষিতা না হয়ে অপরাধী হওয়া?
এর চেয়ে কি ভালো হতো আমি ধর্ষিতা হলে?
এক দল কুকুর সমালোচনা করতো আমার
আরেক দল করতো মিথ্যে অতিত রচনা।
না আজ আর কোন কুকুর ঘেউ ঘেউ করবেনা
নিজের যৌনাজ্ঞ হারানোর ভয়ে।
আর কোন কুকুরের দলের মাংসের স্বাদ জাগবেনা
নিজেদের যৌনাঙ্গ হারানোর ভয়ে।
আজ থেকে আর কোন মেয়ে ধর্ষিতা হবেনা
কেটে দেবে ধর্ষকের রাক্ষুসে যৌনাঙ্গ।
রক্ত দেখেছো রক্ত
এ এক কুকুরের রক্ত,
জ্যান্ত কুকুরের রক্ত।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: অনেক ক্ষোভ থেকে এই কবিতার জন্ম হয়েছে।

কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে যে!

আচ্ছা, এই কি যৌনাজ্ঞ হবে না যৌনাংগ হবে?

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

নুর ইসলাম রফিক বলেছেন: দাদা সঠিক বানান সম্ভবত উপরের কোনটানা।
"যৌনাঙ্গ" এটা সম্ভবত সঠিক।

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল হয়েছে.......
ধন্যবাদ, ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক ধন্যবাদ জনাব শাহরিয়ার কবীর।
আপনিও অনেক ভালো থাকুন।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: হা হা হা

যৌনাংগ এবং যৌনাঙ্গ দুটোই ঠিক।

আরো লিখুন এরকম সুন্দর কবিতা।
শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ দাদা সর্বদা ভাল থাকুন।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অজস্র ধন্যবাদ উপস্থিত প্রক্ষাপটে উপযুক্ত কবিতা লেখার জন্য। দ্রোহের কবিতা মুগ্ধ করলো মন। মুগ্ধতার সঙ্গে ভালবাসা রেখে গেলাম।।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

নুর ইসলাম রফিক বলেছেন: আমি ভালবাসার কাঙ্গাল দাদা।
আপনার ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

শ্রাবণধারা বলেছেন: হে হে হে হে ........এটা কি কবিতারে ভাই !!!!! যাক অনেক মজা পেলাম ......।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

নুর ইসলাম রফিক বলেছেন: মজা পেলেন শুনে খুসি হতে পারলাম না যে ভাই আমি।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

সোজোন বাদিয়া বলেছেন: এটি প্রতিরক্ষা বা আত্মরক্ষা নয় এটি প্রতিশোধ। তাই প্রতিকারও হতে পারে না।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

নুর ইসলাম রফিক বলেছেন: প্রতিশোধ আক্রান্ত হওয়ার পরে হয় আগে নয়।
প্রতিরক্ষা বা আত্মরক্ষা হয় আক্রমণের কালে বা একটু আগে।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

গেম চেঞ্জার বলেছেন: সমাধানের রাস্তা যেখানে বন্ধ নয় সেখানে এটা উন্মত্ততা বৈ কিছু নয়।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: একটু সহজ আর খুলে বললে খুসি হতাম।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গেম চেঞ্জার বলেছেন: আপনি একজন কবি। আর আপনি যদি না বুঝেন তাইলে জাতির কি হইপে?

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

নুর ইসলাম রফিক বলেছেন: সমাধান যেখানে ব্যর্থ
সমাধান শব্দটাই সেখানে অনার্থ।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: কোনটা কবিতা নাকী প্রতিরক্ষা বা আত্মরক্ষা/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.