নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আমার সেই সোনার গ্রাম কোথায় গেল, ফেরত চাই

০২ রা মে, ২০১৬ রাত ৮:০৭


পদ্মপাতার জল দীঘি, শান্ত নদীর ঢেউ
এই খানেতেই ছিল আগে, হারিয়ে গেল কই?
ঐ পাশেতে ধানের খ্যাত চাষ করতো চাষা
একটু দূরেই তাল গাছেতে বাধতো বাবুই বাসা।
ক্লান্ত পথিক শান্ত হতে বট তলাতেই নিতো একটু জিরায়ে
আমার সেই সোনার গ্রাম কেউকি দেবে আবার ফিরায়ে?

এই যে আমার পায়ের নিচে পিচঢালা এই পথখানা
বাদলা দিনে কাঁদার ভয়ে, মা করতো হাটতে মানা।
আজ যেখানে প্রাচীর ঘেরা আটারো তলা দালানকোঠা
তখন ছিল এই খানেতেই আমাদের প্রিয় খেলার মাটটা।
তারপাশেই বিল ছিল, মাছ দরতাম জাল টেনে
আমার সেই সোনার গ্রাম কেউকি দেবে আবার এনে?

উত্তর আঢির ঝাউ এর বনে শিয়াল রাতে দিত হাক
প্রাণ বাচাবার ভয়েই তখন মায়ের কোলে দিতাম ঝাপ।
এই এখানেই ছিল আগে মাটির বেড়ার, ছনের ঘর
বৈশাখ এলেই ঝড়ের চোটে কাপতো ঘর থরথর।
ঘর যখন পরতো ভেঙ্গে গাছের নিচে নিতাম ঠাই
আমার সেই সোনার গ্রাম কোথায় গেল, ফেরত চাই?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:




ঢাকার বস্তিতে চলে গেলে পাবেন; খরচও কমে যাবে।

০২ রা মে, ২০১৬ রাত ৮:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: আপনি কি সেখানেই আছেন?
যদি থেকে থাকেন তবে আমার জন্য একটা ঘর রেখে দেবেন।
যদি ধেরি করলে না পাই।

২| ০২ রা মে, ২০১৬ রাত ৮:১৬

শরতের ছবি বলেছেন: আপনার নস্টালজিকতার প্রকাশ টা ভাল হয়েছে ।

০২ রা মে, ২০১৬ রাত ৮:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা পাঠ ও মন্তব্যের জন্য।
আর ধন্যবাদ প্রশংসার জন্য।

সর্বদা আপনার মঙ্গল কামনা করছি।

৩| ০২ রা মে, ২০১৬ রাত ৮:২৮

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো আপনাকে ধন্যবাদ।

০২ রা মে, ২০১৬ রাত ৮:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: প্রিয় পাঠকের প্রতি কৃতজ্ঞতা।
ভালবাসা নেবেন গুপনে।

৪| ০২ রা মে, ২০১৬ রাত ৯:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সেই গ্রাম আর পাবেন না ভাই। সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে যাবে।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: শুধু রয়ে গেছে স্মৃতি টুকু হৃদয়ের সবটুকু জুরে।

৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১:৪১

বাবুনগরী বইলছি বলেছেন: সোনা মানে কি গল্ড না **? বেশরিয়তি কবিতা লেখছেইণ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৫৯

নুর ইসলাম রফিক বলেছেন: ঠিক বুঝে উঠতে পারিনি। বুঝিয়ে বললে খুসি হবো।

৬| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বাবুনগরী বইলছি বলেছেন: সোনা মানে কি গল্ড নাকি লিঙ্গ? আফনি আঘে বুঝায়া ভলেন।

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

নুর ইসলাম রফিক বলেছেন:
স্বর্ণ
gold, aurum
স্বর্ণমুদ্রা
gold
সুবর্ণ
gold
কনক
gold
নিষ্ক
gold coin, gold
গৈরিক
ocher, gold dust, gold, ochre
ত্তজ
vigor, heat, shine, gold, vigour
হরিদ্রাবর্ণ
gold
ধনসম্পদ
wealth, money, opulence, substance, affluence, gold
সোনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.