![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারে যার সাথে আমার ফেইস টু ফেইস প্রথম পরিচয় তিনি আমার শ্রদ্ধেয় ব্লগার মানুর রশীদ ভাই।
গত প্রায় দু-বছর যাবত ব্লগার মামুন রশীদ ভাই সামুতে নেই। জানিনা তিনি কি কারনে সামুতে নেই?
আমি প্রায় দিন উনার ব্লগে ঢুকে দেখি উনি আবার ফিরে এসেছেন কিনা আমাদের মাঝে।
আমাদের জন্য নতুন পোষ্ট করেছেন কিনা।
কিন্তু না সেই ২০১৪ ডিসেম্বরের পোস্টাই দেখি সর্বশেষ পোষ্ট ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চা ।
এতো দিন আশায় ছিলাম হয়তো শ্রদ্ধেয় প্রিয় মামুন রশীদ ভাই একদিন না একদিন আমাদের মাঝে ফিরে আসবেন।
কিন্তু আজ উনার ব্লগে ঢুকে নিরাশ হয়ে গেলাম। না আজো উনি আমাদের মাঝে ফিরে আসেননি।
কেন মামুন রশিদ ভাই আমাদের মাঝে আসছেন না নিশ্চয়ই জানা আপুর অজানা নয়। অজানা না পুরো সামু মডারেটরের।
কারন মামুন রশীদ ভাইর সাথে জানা আপু সহ সামুর পুরো মডারেশনের সু- সম্পর্ক ছিল বলে আমি জানি।
কিন্তু তবুও কেন প্রিয় মামুন রশীদ ভাই আমাদের মাঝে নেই?
আমি জানি মামুন রশীদ ভাই শুধু একা আমার শ্রদ্ধেয় প্রিয় ব্লগার নয় শতশত নতুন পুরাতন ব্লগারের প্রিয় মানুষ।
আমার আরো একজন প্রিয় ব্লগার ছিলেন যিনি আমি সামুতে আসার আগেই সামু থেকে চলে গেছেন।
তিনি হলেন সবার পরিচিত ব্লগার সুরঞ্জনা আপু।
আমি সামুতে আশার আগেই প্রিয় সুরঞ্জনা আপুর লেখা গুলি পড়তাম।
কিন্তু মন্তব্য করতে পারতামনা। কারন সামুতে নিবন্ধন না করে মন্তব্য করা যায়না।
যখন আমি সামুতে নিবন্ধন করলাম ঠিক তার কয়েক মাস আগেই সুরঞ্জনা আপু সামুতে আশা বন্ধ করে দিলেন।
তাই আর কোন দিন সেই সুরঞ্জনা আপুর নতুন লেখা আমার পড়া হয়নি। হয়নী আর আমার মন্তব্য করা।
এই তো কয়েকদিন আগেই মামুন রশীদ ভাইর ফেইসবুক গ্রুপ সিলেটের ব্লগার নামক গ্রুপে দেখি সুরঞ্জনা মেঘ নামক ব্যক্তির একটি পোস্ট। উনি উনার কম্পিউটারের একটা সমস্যা নিয়ে পোষ্ট করেছেন। আমার সন্দেহ হলো উনি হয়তো আমার সেই প্রিয় ব্লগার সুরঞ্জনা আপু। আমি উনার ইনবক্সে উনার ব্লগের উপরে লেখাটা পাঠালাম।
উনি আমাকে বললেন আপনি এই লেখা কোথায় পেলেন এটা তো আমার ব্লগের লেখা। আমার আর বুঝতে অসুবিদা হলো যে উনিই আমার সেই প্রিয় ব্লগার সুরঞ্জনা আপু। তারপর আমি আমার পরিচয় দিলাম। অনেক ক্ষন কথা হলো উনার সাথে ফেইসবুকে।
কেন মামুন রশীদ ভাইরা সামু থেকে হারিয়ে যান?
কেন হারিয়ে যান সুরঞ্জনা আপুরা?
নিশ্চয়ই উনার খুব স্বাভাবিক কারনে সামু থেকে চলে যাননি।
নিশ্চয়ই উনারা ব্যতিত হয়েই সামু থেকে চলে।
কি এমন ব্যথা যা উনারা সহ্য না করতে পেরে সামু থেকে চলে গেলেন?
যদি ব্যতিত নাই হতেন তবে কেন মামুন রশীদ ভাই উনার দশ (১০) বছরের পরিশ্রমের লেখা গুলি ডিলেট করে দিলেন?
নিশ্চয়ই খুব সাধারণ কারনে কোন ব্লগার এই কাজটি করবেনা।
শ্রদ্ধেয় মামুন রশীদ ভাই, সুরঞ্জনা আপু সহ আরো অনেক জানা অজানা সিনিয়র ব্লগার সামু থেকে হারিয়ে গেছেন।
কেন গেছেন নিশ্চয়ই জানা আপু সহ সামুর মডারেশনের অজানা নয়।
তাই আপনাদের কাছে এই নগন্যের অনুরুদ মিনতি আমাদের প্রিয় ব্লগারদের ফিরেয়ে আনুন।
আরো প্রাণবন্ত করুন আমাদের প্রিয় সামহোয়্যার ব্লগ'কে আমাদের প্রিয় ব্লগারদের পদচারনায়।
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১
নুর ইসলাম রফিক বলেছেন: মিস করার মতোই মানুষ ছিলেন মামুন রশীদ ভাই।
হয়তো অনেকেই ভুলে গেছেন উনাদের প্রিয় মামুন রশীর ভাইকে।
কিন্তু আমার পক্ষে উনাকে ভুলা সম্ভব নয় কোন দিন।
কারন উনিই একমাত্র যিনি আমাকে এই ব্লগিং এর পেরনা দিয়েছিলেন।
২| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
গেম চেঞ্জার বলেছেন: আপনি কারণটা বলেন, যেটা মনে করছেন।
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
নুর ইসলাম রফিক বলেছেন: আসলে আমি কোন কারন খুজে পাইনি।
এবং কি ধারনাও করতে পারিনি।
পারার কথাও না।
সুমন কর দাদা মন্তব্যে বলেছেন- যতটুকু মনে পড়ে, উনি বলেছিলেন জঙ্গলে গিয়েও ব্লগিং করবেন।
এবার বলুন এই মানুষটা কেন সামু থেকে চলে যেতে পারেন কারো কি ধারনা করা সম্ভব?
৩| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মামুন রশীদ ভাইকে আমিও খুব মিস করি। আমি যখন সামুতে নতুন ব্লগার, তখন উনি নিয়মিত আমার লেখা পড়তেন এবং উৎসাহব্যঞ্জক মন্তব্য করে আমাকে প্রেরণা যোগাতেন। তাঁর সাথে দুইবার ফোনে কথাও হয়েছে আমার। কেন যে তিনি চলে গেলেন!
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: ব্লগিং এ পেরনা ও উৎসাহব্যঞ্জক মন্তব্য দেওয়ার মতো সামুতে মামুন রশীদ ভাইর চেয়ে কেউ ছিলেন বলে আমার জানা নেই।
আমার ধারনা মামুন রশীদ ভাই আমার এই লেখাটা খুব গুপনে এসে দেখে যাবেন।
আর মুচকি হেসে একা একাই বল্পবেন পাগল ছেলে একটা।
৪| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
সুরঞ্জনা বলেছেন: প্রথমেই ধন্যবাদ ভাই আপনাকে। আমার মত অখ্যাত একজনের অনুপস্থিতি অনুভব করার জন্য।
সামু আমার জন্ম ক্ষেত্র, আজ আমি এই সুরঞ্জনা নামে যতটুকু পরিচিত হয়েছি, অসংখ্য মানুষের ভালবাসা, শ্রদ্ধায় শিক্ত হয়েছি তার কৃতিত্ত্ব সম্পুর্ন ভাবেই সামহোয়ার ইন ব্লগ তথা ব্লগ পরিবারের উপর বর্তায়। আজ এই সুরঞ্জনা মনের ভাব প্রকাশ করার সাহস, উৎসাহ এই ব্লগ থেকেই পেয়েছে। আমি ব্লগ থেকে প্রস্থান করিনি। " চলে যাওয়া মানেই প্রস্থান নয়"! এই সামু ব্লগের মডারেটর, ব্লগার বিশেষ করে জানার প্রতি আমার ভালোবাসা এতোটুকু কমেনি।
আমি একান্ত ব্যাক্তিগত অসুবিধার কারনে ব্লগে নিয়মিত হতে পারছিনা। তবে একেবারেই আসা বন্ধ করিনি। এখানে মাঝে মাঝেই প্রিয় মানুষগুলোকে তাদের লেখার মাধ্যমে একটু স্পর্শের আশায় ছুটে আসি। এখনো আশা করি অচিরেই আমি ব্লগে আবার ফিরে আসবো। ফিরে আসবো আমার প্রিয় ভূমিতে, আমার প্রিয় মানুষদের মাঝে। দোয়া করবেন।
এভাবে অদেখা আমাকে স্মরন করার জন্য আবারো ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা!
০৩ রা মে, ২০১৬ রাত ৮:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: "সুরঞ্জনা ফিরে এসেছে" এই গল্পটা আমি অনেক দিন আগেই লিখে রেখেছি কিন্তু মন ভুলে এতো দিন পোষ্ট করা হয়নি। সম্ভবত আজকের এই দিনটার জন্য।
সত্যি সত্যি আজ সুরঞ্জনা ফিরে এসেছে। সে গল্পের সুরঞ্জনা নয় বাস্তব সুরঞ্জনা। সামুর সকল ব্লগারের প্রিয় সুরঞ্জনা।
সুরঞ্জনা নতুন করে আপনাকে আবারো আমাদের মাঝে আপনার চিরচেনা সামুতে স্বাগতম।
হয়তো আপনি একান্ত ব্যাক্তিগত অসুবিধার কারনে ব্লগে নিয়মিত হতে পারছেন না কিন্তু মামুন রশীদ ভাইর বেলা এমন সামান্য সমস্যা উনাকে আটকে রাখতে পারে বলে আমার এক বিন্ধুও মনে হয়না। মামুন রশীদ ভাই নিজে বললেও আমি বিশ্বাস করবোনা। কারন আমি উনাকে খুব কাছে থেকে দেখেছি। আমি উনাকে প্রথম দেখাতেই বুজতে পেরেছিলাম উনি কেমন মানুষ। কেমন ভালবাসা উনার এই সামু আর আমরা ব্লগারদের প্রতি।
আমার আপনার সাথে কোন দিন কথা হয়নি। হয়নি মুখামুখি দেখা তাই আমি আপনাকে ধরনা করার ক্ষমতা রাখিনা।
তাই খুব খুব সহজেই আপনার কথা আমি বিশ্বাস করে নিয়েছি।
আশা রাখি আপনি আবারো আমাদের মাঝে নিয়মিত হবেন।
আমাদের মতো নবীনদের পেরনা দেবেন।
আদর ভালবাসা স্নেহ মায়ায় গড়ে তুলবেন আমাদেরকে আপনার সপ্নের ব্লগার রুপে।
ক্ষমা করবেন আপনাকে আমার আপু বলে ডাকা শুভা পায়নি।
কারন আপনি আমার মায়ের বয়সি।
লেখার তারতম্ম বজায় রাখতে গিয়েই এই আপু বলে ডাকা।
আশা রাখি আমি আপনার ক্ষমার অযোগ্য নই।
৫| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: সুরঞ্জনা ফিরে এসেছে এই গল্পটা আমি অনেক দিন আগেই লিখে রেখেছি কিন্তু মন ভুলে এতো দিন পোষ্ট করা হয়নি সম্ভবত আজকের এই দিনটার জন্য।
সত্যি সত্যি আজ সুরঞ্জনা ফিরে এসেছে। সে গল্পের সুরঞ্জনা নয় বাস্তব সুরঞ্জনা। সামুর সকল ব্লগারের প্রিয় সুরঞ্জনা।
সুরঞ্জনা নতুন করে আপনাকে আবারো আমাদের মাঝে আপনার চিরচেনা সামুতে স্বাগতম।
হয়তো আপনি একান্ত ব্যাক্তিগত অসুবিধার কারনে ব্লগে নিয়মিত হতে পারছেন না কিন্তু মামুন রশীদ ভাইর বেলা এমন সামান্য সমস্যা উনাকে আটকে রাখতে পারে বলে আমার এক বিন্ধুও মনে হয়না। মামুন রশীদ ভাই নিজে বললেও আমি বিশ্বাস করবোনা। কারন আমি উনাকে খুব কাছে থেকে দেখেছি। আমি উনাকে প্রথম দেখাতেই বুজতে পেরেছিলাম উনি কেমন মানুষ। কেমন ভালবাসা উনার এই সামু আর আমরা ব্লগারদের প্রতি।
আমার আপনার সাথে কোন দিন কথা হয়নি। হয়নি মুখামুখি দেখা তাই আমি আপনাকে ধরনা করার ক্ষমতা রাখিনা।
তাই খুব খুব সহজেই আপনার কথা আমি বিশ্বাস করে নিয়েছি।
আশা রাখি আপনি আবারো আমাদের মাঝে নিয়মিত হবেন।
আমাদের মতো নবীনদের পেরনা দেবেন।
আদর ভালবাসা স্নেহ মায়ায় গড়ে তুলবেন আমাদেরকে আপনার সপ্নের ব্লগার রুপে।
ক্ষমা করবেন আপনাকে আমার আপু বলে ডাকা শুভা পায়নি।
কারন আপনি আমার মায়ের বয়সি।
লেখার তারতম্ম বজায় রাখতে গিয়েই এই আপু বলে ডাকা।
আশা রাখি আমি আপনার ক্ষমার অযোগ্য নই।
৬| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কুফা, আপনি আসার পর, ভালো ভালো ব্লগার চলে গেছেন।
তবে, মামুনুর রশীদ আমাকে একবার ব্যান খাওয়ায়ে ছিলেন। উনার এই পরিণতি হতে পারে, আমি বলেচিলাম
০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: আমি কুফা আমি মানলাম। সবাই যদি ফিরে আসেন তবে আমি চলে যাবো ১০০ ভাগ গেরান্টি দিলাম।
এবার আপনি সবাইকে ফিরিয়ে আনুন।
মামুন রশীদ ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন। আশা করি আপনি উনার নামে মিথ্যে অভিযোগ তুলছেননা।
যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে তবে আমি শিউর আপনি ব্যান খাওয়ার উপযুক্ত কাজ করেছিলেন।
৭| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মামুন ভাই দশ বছর ধরে ব্লগিং করছেন না, আপনি যে মামুন রশিদ নিকের কথা উল্লেখ করেছেন সেটা সিলেটের ব্লগার মামুন ভাইয়ের না। যাই হোক, সিলেটের ব্লগার মামুন ভাই সম্ভবত ব্যস্ততার কারণে এবং পুরাতন সব ব্লগারদের অনুপস্থিতর কারণে ব্লগে এখন নিয়মিত নন। পুরনো অনেকেই এখন সামুতে খুব অনিয়মিত। আমিও সম্ভবত দুই বছর পর আজকে সামুতে কোন কমেন্ট করলাম।
০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকে আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সামুতে সার্চ করে ভুল মামুন রশীদ ভাইকে খোজে পেয়েছি।
যা আগে কখনো হয়নি। আমি খুব শিগ্রই পোষ্টা সংশোধন করে নিচ্ছি।
আর সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবারো আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
৮| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: পোস্টে কিছুটা তথ্যের ভুল থাকায় পোষ্টাটার অল্প কিছু অংশ সংশোধন করা হয়েছে।
এই তথ্যের ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর মাননীয় মন্ত্রী মহোদয়কে ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৯| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:১৫
গেম চেঞ্জার বলেছেন: এই https://www.facebook.com/pramikmatal.suronjona আইডি কি আপনার??
@চাঁদগাজী-
আপনি কুফা থিওরীতে বিশ্বাসী??
০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকে ধন্যবাদ আমাকে খুজে বের করার জন্য।
১০| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫২
শায়মা বলেছেন: হা হা হা হা হা
চাঁদগাজী ভাইয়ার মন্তব্য শুনে না হেসে পারলাম না। (উনি আমার কমেন্ট পছন্দ করেননি; আমার নামে 'এক সাময়িক পোস্ট' দিয়েছিলেন; উনার কয়েক'শ সাপোর্টার আমাকে ব্যান করার জন্য মন্তব্য করলেন। শেষে বাধ্য হয়ে, আমিও উনার পক্ষ নিয়ে নিজের জন্য ব্যান চেয়েছিলাম। ) হা হা হা
তাই চুপচাপ বসে থাকা আর হলো না। হা হা হা আর নুর ইসলাম ভাইয়া তোমার এই মন্তব্যও (যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে তবে আমি শিউর আপনি ব্যান খাওয়ার উপযুক্ত কাজ করেছিলেন।) কম হাসির না। আসলেই চাঁদগাজী ভাইয়ার মুখ বন্ধ করার আর উপাই নাই ব্যান ছাড়া। হা হা হা
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: মেডাম শায়মা'র হাসির রহস্য খুজে পেলামনা।
নিশ্চয়ই পাগলের মতো সরি পাগলির মতো অকারনে হাসেননি।
তাই কারনাটা জানতে আমি ইচ্ছুক।
নিশ্চয়ই জানানোর মতো কোন কারন লুখিয়ে নেই আপনার মধ্যে।
১১| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
@গেম চেঞ্জার ,
" @চাঁদগাজী-
আপনি কুফা থিওরীতে বিশ্বাসী?? "
-না আমি বিশ্বাস করি না; তবে, ওল্ডি গোল্ডী ব্লগারদের দেখলে আমার ভালো লাগে, আমি একটু ইমোশানেল হবার চেস্টা করি।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৫
নুর ইসলাম রফিক বলেছেন: কথাটা নিশ্চয়ই আমার উদ্যেশ্যে ছুড়ে মারেননি?
১২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৯
অগ্নি সারথি বলেছেন: কেন মামুন রশীদ ভাইরা সামু থেকে হারিয়ে যান? - প্রশ্ন আমারো। তিনি আমারো প্রিয় ব্লগার ছিলেন। খুব কম সময়ে তার সাথে আমার সখ্যতা গড়ে উঠেছিল।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: আমার চেয়েও কম সময়ে বলে আমার মনে হচ্ছেনা।
কারন উনার সর্বশেষ পোস্ট আর আমার প্রথম পোস্টের তারিখ খুব কাছাকাছি।
১৩| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৩০
মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রফিক । পোস্ট দিয়ে স্মরণ করার জন্য সম্মানিত বোধ করছি । আমি সামু ছেড়ে যাইনি, মনে হ্য়না সামুর মায়া কখনো কাটাতে পারব । শুধু ব্যক্তিগত ব্যস্ততার জন্য নিয়মিত আসতে পারিনা । তবে যখনই সুযোগ পাই সামুতে আসি, পোস্ট পড়ি । এখানে ফিরে আসার প্রচন্ড ইচ্ছে আছে, বৈরী সময়টা একটু কাটিয়ে উঠতে পারলেই ফিরে আসব ।
যারা স্মরণে রেখেছেন, আমার বিনীত ধন্যবাদ আর কৃতগ্গতা জানবেন । @সুমন কর, @গেম চেঞ্জার, @আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই, @মাননীয় মন্ত্রী মহোদয়, @শায়মানোভা, @অগ্নি সারথি
@চাঁদগাজী, কোথাও কি কোন ভুল হলো ভাই । আমার নিয়মিত ব্লগিং সময়কালে এই নামে কোন নিকের কথা মনে পড়ছেনা । আর কারো ব্যান চাহিয়া ভ্যানভ্যান করার সৌভাগ্য বা দূর্ভাগ্য কখনোই হয়নি । আপনার ঐ সময়ের নিকের নামটা জানতে পারি কি?
@সুরন্জনা আপু, গত বছর আপনার ছেলের বিয়েতে আমরা ব্লগার ভাইয়েরা সেইরকম মজা করেছিলাম । আবারো আপনার উন্দালের দাওয়াত পাওয়ার আশায় এই ছবি শেয়ার দিলাম
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
নুর ইসলাম রফিক বলেছেন: অনেক খুসি আমি ভাই আপনি আর সুরঞ্জনা মেম আমাদের মাঝে নতুন করে ফিরে এসেছেন বলে।
কেউ আমার লেখটাকে সার্থক বলুক আর না বলুক আমি সার্থক বলে একাই স্বীকার করবো।
আমার বিশ্বাস হয়না আপনি মাঝে মাঝে আমাদের মাঝে আসেন।
যদি আসতেন নিশ্চয়ই আমার লেখা গুলি পড়ে মন্তব্য করে বলেতেন অনেক অনেক সুন্দর হয়েছে।
আরো সুন্দর সুন্দর লেখা চাই।
কই এই ধরনের কোন মন্তব্য তো পাইনি প্রায় দু-বছর যাবত।
আমি জানী ভাই আমি খুব নগন্য। তবুও আমার ডাকে যে আপনারা দুজন সারা দিয়েছেন তাদেই আমি ধন্য।
আমার মনে হচ্ছে আজ আমি সর্গ সুখি একজন।
হয়তো সর্গেও এতো সুখ নেই, আজ যতোটা সুখি মনে হচ্ছে, আমার কাছে আমাকে।
আমি আশা করি মামুন রশিদ ভাই সুরঞ্জনা মেম আমাদের ছেড়ে আর যাবেননা।
মৃত্যু অবধি থেকে যাবেন আমাদের মাঝে।
আমাদেরকে ব্লগিং এর সু-শিক্ষা আর পেরনা দিয়ে গড়ে যাবেন আপনাদের যোগ্য উত্তরসূরি রুপে।
১৪| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ফিরে আসুক পুরনো সেই সব ব্লগাররা।
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:২১
নুর ইসলাম রফিক বলেছেন: ফিরে আসুন হে প্রবীণ শ্রদ্ধেয় গুরুজনেরা এই নবীনদের ভিড়ে ।
আমরা যে আপনাদের কাছ থেকে সু-শিক্ষা আর পেরনার অভাব বোধ করছি।
১৫| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
লাল আমস্ট্রং বলেছেন: @চাঁদগাজী, আপনার তৎকালীন নিকের মহা ইডিয়টিক টাইপের কমেন্টের প্লাবনে মহাবিরক্ত হয়ে মামুন পোস্ট দিয়েছিলেন। আপনার মত নিল্লজ্জ বেশরম ব্লগার খুবই কম এই ব্লগে, এতবার ব্যান খাওয়ার পরও বারবার ফিরে এসে কি বালটা ছিড়সেন সবাই জানে দেখে, সবাই বলে না।
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার শব্দের অপব্যবহারে আমি লজ্জিত জনাব লাল আমস্ট্রং ।
যেহেতু আমি চাঁদগাজী ভাইর তৎকালীন কমেন্টের কোন কিছু জানিনা সেহেতু এই বিষয়ে আমার নাগ গলানু উচিত নয় বলে আমার মনে হচ্ছে।
চাঁদগাজী ভাইর বারবার ফিরে আসাকে আপনি নির্লজ্জ বেশরম বলেছেন।
আমার চাঁদগাজী ভাই সামুকে ভালবেসেই বারবার ফিরে এসে নির্লজ্জ বেশরম হয়ে গেছেন।
যেমনটা আমাদের বাস্তব জীবনে হয় প্রেমিক বা প্রেমিকা প্রতি বেশী ভালবাসা থাকার কারনে।
১৬| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০
লাল আমস্ট্রং বলেছেন: মামুন রশিদ একজন ভদ্রলোক ছিলেন। তারে মিস করি। @লেখক।
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
নুর ইসলাম রফিক বলেছেন: তিনি আজ আবার ফিরে এসেছেন আমাদের মাঝে। প্লীজ আপনিও অনুরোধ করুন উনি যেন আমাদের মাঝে চিরতরে থেকে যান।
আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি।
১৭| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার পোস্টের একশনতো হেব্বি! দুই জনই ফিরে এসেছে !!
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: এই জন্যই তো আমি অনেক হ্যাপি ভাই আজ।
শ্রদ্ধেয় মামুন রশিদ এবং মেম সুরঞ্জনা আজ আমার পোষ্টের কমেন্ট বক্সে।
এর চেয়ে খুসির কি থাকতে পারে সামুর নামের এই ফ্লাটফরমে।
১৮| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো আপ্নার অাহ্বানে দুজনেই সাড়া দিয়েছেন । বাই দ্যা ওয়ে, চাঁদগাজী অাঙ্কেলের মন্দব্যটা আর আপনার উত্তরটা খুব ভাল্লাগসে, শায়মাপুর মত আমিও বিনোদিত হলাম ।
০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন: চাঁদগাজী আপনার আংকেল।
শায়মাপু কি আপনার চেয়ে একটি বেশী বিনোদিত হননি।
১৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: উনি মোটামুটি বয়ষ্ক মানুষ!
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: মামুন রশিদ ভাইর কমেন্ট আছে উপরে। কমেন্ট এর সাথে একটা ছবি আছে।
ছবির বাম পাশের প্রথম নিতান্ত ভদ্র লোকটিই আমাদের প্রিয় মামুন ভাই।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১৭
নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষমা করবেন আমি সম্ভবত প্রথমবার আপনার কথা বুঝতে পারিনি।
সম্ভবত আপনি বলেছেন জনাব চাঁদগাজী মোটামুটি বয়ষ্ক মানুষ!
আমার ভুল উত্তরের জন্য আমি লজ্জিত।
২০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
@লাল আর্মস্ট্রং সাহেব,
ব্লগে তো আপনার নাম আছে, লেখেন, দেখেন কয়জন আপনার লেখা পড়েন, কয়কন মন্তব্য করেন।
আমাকে প্রতিটি ব্লগ ব্যান করেছে, কারণ আমি রাজনৈতিক বিষয় নিয়ে লিখি ও "সঠিক মন্তব্য" করি; এবং পড়ে মন্তব্য করি; আমি কখনো না পড়ে, "ভালো লেগেছে" বলিনা । আপনি ছিলে গড়ে হরিবোল।
আপনি লেখেন, নিরাশ হয়ে হারিয়ে যাবেন প্রতিবারের মতোই।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৫
নুর ইসলাম রফিক বলেছেন: এখানে আমার কোন মন্তব্য করা উচিত বলে আমার মনে হচ্ছেনা।
কিন্তু একটা কথা না বলে পারছিনা।
এটা কোন যুদ্ধক্ষেত্র নয়। এখানে ভালবাসার আবাদ করা হয় লিখনির মাধ্যমে।
হিংসে দিয়ে হিংসেকে জয় করা যায়না জনাব চাঁদগাজী।
হিংসে কে ভালবাসা দিয়ে জয় করে নিতে হয়।
বাল্যকালের জসিম উদ্দিন এর কবিতাটি নিশ্চয়ই আপনার আমার সবার মনে আছে-
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
২১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৮
আমি রুহুল বলেছেন: লাল আমস্ট্রং বলেছেন: @
চাঁদগাজী, আপনার তৎকালীন
নিকের মহা ইডিয়টিক টাইপের
কমেন্টের প্লাবনে মহাবিরক্ত
হয়ে মামুন পোস্ট দিয়েছিলেন।
আপনার মত নিল্লজ্জ বেশরম
ব্লগার খুবই কম এই ব্লগে, এতবার ব্যান
খাওয়ার পরও বারবার ফিরে এসে কি
বালটা ছিড়সেন সবাই জানে দেখে, সবাই
বলে ন।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৪৫
নুর ইসলাম রফিক বলেছেন: বলা কিছু খুজে পেলাম না বলে এই মুহূর্তে আমি দুঃখিত।
তবে নিশ্চয়ই আপনার এই কথার জবাব আমি আপনাকে জানাব কাল।
সে পর্যন্ত আশা করি অপেক্ষা করবেন জনাব আমি রুহুল ।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: নোংরা পোশাক বদল যতটা সহজ
নোংরা অন্তর বদল ততটা সহজ নয়।
২২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বিবেচনায় ব্লগের সেরা মন্তব্যকারীর একজন জনাব চাঁদগাজী । উনি সোজাসুজি কথা বলেন । কোন ভন্ডামি নেই উনার মধ্যে । যদিও উনি মাঝে মাঝে প্রচন্ড কড়াভাবে মন্তব্য করেন, অনেকের সহ্য নাও হতে পারে । তবে আমার মত সাধারণ ব্লগারেরা উনার কাছ থেকে অনেককিছু শিখতে পারে ।
০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: স্বীকার করছি উনার থেকে অনেক কিছু শিখার আছে আমাদের মতো সাধারণ ব্লগারদের।
২৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: রফিকভাইয়া এখন অনেক ব্যাস্ত আছি তাই হাসির রহস্য আর খুলে বললাম না। বলতে গেলে রাত পার হয়ে যাবে।আর হাসি শুরু হলেও নাও থামতে পারে।
মামুনভাইয়া আরও একটা নাটক লেখার কথা ছিলো কিন্তু তুমি কথা দিয়ে কথা রাখোনি!
আর সাধু ভাইয়া তুমি পাগলকে সাকো নাড়াতে বলো কেনো!!!!!!!!!!!!!
০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:২৩
নুর ইসলাম রফিক বলেছেন: রাত পার হলেও শুনতে আমার কোন আপত্তি নাই তাই তারাতারি বলে ফেলুন।
তবে এই হাসির রহস্য বলতে গিয়ে যদি কার অপমানিত হতে হয় হবে বলার দরকার নেই শায়মাপু।
২৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:০৫
নুর ইসলাম রফিক বলেছেন: স্বীকার করছি উনার থেকে অনেক কিছু শিখার আছে আমাদের মতো সাধারণ ব্লগারদের।
২৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
@মামুন রশিদ , ভাই অনেক দিন পর আপনাকে ব্লগে দেখতে পেয়ে ভালো লাগছে
০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমি আমার প্রিয় দু-জনকে পেয়েই স্বর্গীয় সুখ অনুভব করছি।
২৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//"কোন ব্লগারের জন্য ব্যান চাইতে হয় না" , এটা বাইবেলের পহেলা আয়াত//
হাহাহা... চাঁদগাজি ভাই... আপনি যে কী না!
সুরঞ্জনাকে তো কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়েছেন.... এবার দেখুন মামুন রশিদ ফিরেন কি না।
তিনিও মাঝেমাঝে মন্তব্যে দেখা দেন। আছেন আমাদের আসেপাশেই
ধন্যবাদ... আপনার আন্তরিক আহ্বানের জন্য।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: শ্রদ্ধেয় মামুন রশিদ ভাইও (উনার মন্তব্য দেখুন উপরে) মেম সুরঞ্জনার মতো আমাদের মাঝে ফিরেছেন।
কিন্তু আমি একটু সন্ধিহান উনারা কি স্থায়ী ভাবে আমাদের মাঝে ফিরেছেন।
নাকি আমাকে সান্তনা দিতেই উনাদের এই সাময়ীক ফেরা।
২৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩৫
জুন বলেছেন: সুরঞ্জনা মামুন রশিদ এবার ফিরে আসো। অনেক মিস করি মামুন রশীদ আর তোমাকে প্রতিবার প্রতিটি লেখায়।।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: প্রিয় জুন উপরে খেয়াল করুন উনারা আমাদের মাঝে ফিরে এসে শ্রদ্ধেয় মামুন ভাই ও মেম সুরঞ্জনা এই পোস্টে মন্তব্য করেছেন।
২৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪০
শায়মা বলেছেন: মইনুলভাইয়ার কমেন্ট দেখেও না হেসে পারলাম না!!!!!!!!!!! ভাইয়া চমশার দোকানে যাও! ইউ নিজ নিউ চমশা!!!!!!! হাহাহাহাহাহা
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: আমি নব্য নতুন আমাকে শোভা পায়না প্রবীণদের নিয়ে মজা করা।
তাই আপনারাই যতো ইচ্ছা মজা ভোগ করুন।
আমি ত্যাগ করলাম।
সত্যি মনে হয় ত্যাগেই সুখ।
২৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৪২
শায়মা বলেছেন: নিড*
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: ঠিক বুঝে উঠতে পারলামনা সায়মাপু।
৩০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫২
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনার আহ্বানে তো দেখছি দু'জন ব্লগারই হাজির! বাহঃ বেশ ভাল লাগছে। তবে এটা থেকে কিন্তু একটা জিনিস বেশ স্পষ্ট হয়েছে! সামু থেকে হারিয়ে যাওয়া কোন ব্লগারই এক্কেবারে সামুকে ছাড়তে পারেন না। উনারা থাকেন, হয়তো এভাবে নয়, একটু ভিন্ন ভাবে। মানে অফলাইনেই এদিক সেদিক ঘুরঘুর করেন!
তবে পুরানো যারা সামুর অফলাইনে ঘোরা ফেরা করেন, সকলের কাছেই আমার অনুরোধ! পিছনের সকল স্মৃতি ভুলে গিয়ে আপনারা আবারও এক্টিভ হন। আমাদের সাথে মিলে আবারও ব্লগিং করেন! আমরা সবাই সামুর ব্লগার, চাই একসাথে ব্লগিং করতে, একটা পরিচ্ছন্ন ব্লগিং উপহার দিতে!
অঃ টঃ মইনুল ভাই হালকা মিসটেক করছে দেখে হাসি পাচ্ছে! মইনুল ভাই ৪ এবং ১৪ নং মন্তব্যটা দেখলেই বুঝতে পারবেন, রফিক ভাইয়ের আহ্বানে উনারা দু'জনেই সাড়া দিয়েছেন!
চাঁদগাজী ভাইয়ের দশ নাম্বার মন্তব্যে লাইক! বোঝা গেল গাজী ভাই এখন ব্লগিংয়ের পাশা পাশি বাইবেলও অধ্যায়ন করছেন! এটা আপামর ব্লগবাসির জন্য একটা সুখবর! চাঁদগাজীর জন্য তালিয়া হবে.....
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া প্রবীণ ব্লগারদের আপনি নাম ধরে হাক দিন আশা করি উনারাও ফিরবেন।
আমি নবীন তাই আমার অনেকেরই নাম জানা নেই তাই উনাদের নাম ধরে হাক দিতে পারিনি।
তবে আপনারা নিশ্চয়ই পারবেন।
৩১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নিউ চশমা লাগিয়েছি... আপনি জানলেন কীভাবে, শায়মামনি??? ও আল্লাহ! আমি তো ঠিক সেটিই করলাম!
মামুন রশিদ ভাইও মন্তব্যে ফিরেছেন.... পরে দেখতে পেলাম। উদ্যোগ আংশিক সফল বলতেই হয়
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: স্বাগতম জানান উনাদেরকে নতুন করে।
৩২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
@রয়েল বেঙ্গল টাইগার!
হালকা নয়, ভারি মিসটেক করে ফেলেছি ভাই
এর কাফফারা যে কী পরিমাণ হতে পারে... আপাতত আমি মামুন রশিদ ভাইকে ভয় পাচ্ছি!
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: তার মানে আপনার সাথে মামুন ভাইর যোগাযোগ আছে।
তবে এতো দিন উনাকে ডাকেননি কেন?
৩৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৪৪
পাহাড়ি গাংচিল বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
" মামুন রশীদ ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন। আশা করি আপনি উনার নামে মিথ্যে অভিযোগ তুলছেননা।
যদি আপনার অভিযোগ সত্যি হয়ে থাকে তবে আমি শিউর আপনি ব্যান খাওয়ার উপযুক্ত কাজ করেছিলেন। "
"কোন ব্লগারের জন্য ব্যান চাইতে হয় না" , এটা বাইবেলের পহেলা আয়াত
-উনি আমার কমেন্ট পছন্দ করেননি; আমার নামে 'এক সাময়িক পোস্ট' দিয়েছিলেন; উনার কয়েক'শ সাপোর্টার আমাকে ব্যান করার জন্য মন্তব্য করলেন। শেষে বাধ্য হয়ে, আমিও উনার পক্ষ নিয়ে নিজের জন্য ব্যান চেয়েছিলাম।
-সব ব্লগার ফেরত আসুক, ব্লগারেরা বাংলার আসল শিক্ষত জেনারেশন
এই বুইড়া বালপাকনায় নতুন নতুন নিক নিয়ে যে পরিমাণ যন্ত্রণা কড়েছে সবাইকে এর সাথে তুলনা হতে পারে কেবল গতমাসের গভীররাতের ল্যাদানো সাংঘাতিক ছাগলের/ছাগলগুলোর। হাউকাউ পোস্ট, মগজহীন ব্লগারের পোস্ট, এগুলা সমালোচনা? এগুলা মেধার (!) পরিচয় ব্লগার হিসাবে? মামুন রশীদ সাহেবের ধারেকাছের মাপের ব্লগারও এই আবালটা জীবনে কোনদিন হতে পারবে না। ব্লগে আসেই কেবল ভ্যানভ্যান করার জন্য।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:০২
নুর ইসলাম রফিক বলেছেন: কবি এখানে নিরব।
৩৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৪৫
পাহাড়ি গাংচিল বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: আমার বিবেচনায় ব্লগের সেরা মন্তব্যকারীর একজন জনাব চাঁদগাজী । উনি সোজাসুজি কথা বলেন । কোন ভন্ডামি নেই উনার মধ্যে । যদিও উনি মাঝে মাঝে প্রচন্ড কড়াভাবে মন্তব্য করেন, অনেকের সহ্য নাও হতে পারে । তবে আমার মত সাধারণ ব্লগারেরা উনার কাছ থেকে অনেককিছু শিখতে পারে ।
আমার হোগা সুদ্ধা হাসে
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: আমি অন্ধ কিচ্ছু দেখতে পাইনি এই মন্তব্যের শেষ অংশে।
৩৫| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
@দিমিত্র ,
গালাগালি ব্যতিত আর কোন অবদান আছে আপনার?
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: দিমিত্র বলেছেন:
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
তাই আমি উনার মন্তব্য দেখতে পাইনি।
৩৬| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪১
দিমিত্র বলেছেন: মানুষ কে বিরক্ত করা বাদে তোমার কি অবদান আছে বেজন্মা বুড়ো ভাম ?
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৬
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব দিমিত্র আসুন হিংসেকে ভালবাসা দিয়ে জয় করে নেই।
আমার পাড়াতো ১৫, ২০ টা বাচ্ছা আছে। কেউ পাপ্পা কেউ বাবা কেউ আব্বু, কেই মামা বলে আমায় ডাকে।
আমি ঘুম থেকে উঠার পর থেকে আমার কর্মস্থলে আসার আগ পর্যন্ত ওরা আমায় ইচ্ছে মতো বিরক্ত করে ও জ্বালায়।
আবার রাতে বাসায় ফেরার পরেও বিরক্ত করে ও জ্বালায়। ছুটির দিনতো বুঝতেই পারছেন আমার কি অবস্থা হয়।
সম্ভবত এতো এই বিরক্ত আর জ্বালানোর কারনেই তাদের প্রতি আমার এই ভালবাসার জন্য।
তাই তো বিয়ের আগেই বৌবীহীন জীবনে কত্তগুলি সন্তানের পিতা হয়ে গেলাম।
যদিও জন্মদাতা নয়।
৩৭| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৩
লাল আমস্ট্রং বলেছেন: আপনার মত নিল্লজ্জ আসলেই যে কম তার প্রমাণ এই পোস্টে আপনার বারবার ল্যাদানো সারমর্মহীন বক্তব্যগুলো।
বাংলাদেশের চায়ের দোকানগুলাতে কিছু আকাইম্যা লোক আছে সারা দিন সারবত্তাহীন গেজায়, এদের সাথে আপনার পার্থক্যটা কোন জায়গায় জানেন? হেরা ব্লগে আইসা এই আকাইম্যা ফিরিস্তি ল্যাদায় না, আপনি ল্যাদান। রাজনীতি আপনি ছাড়া আর কেউ বুঝেনা? পোস্ট করছেন ৫/৬শ, খুঁজলে দেখা যাইব, অন্তত তিন/চার রকমের কথা লেখছেন, বুঝাই যায় হয় টাল হয়া লেখছেন আর নাইলে মনে যা আসছে আইসা লেইখা ফালাইছেন।
একটা কথা ঠিকই বলসেন, ব্লগ শিক্ষিত লোকের জায়গা। কথাটা চিন্তা কইড়া দেইখেন নিজের জন্যও।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আমি কিন্তু শিক্ষিত নই তাই অপমান বোধ করছি।
৩৮| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫১
লাল আমস্ট্রং বলেছেন: দুচারজন মোসাহেবও জুটছে দেখসি বলদগাজীর সমালোচনা কারে বলে সেইটা জানেন চাটুকাররা?
৩৯| ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭
লাল আমস্ট্রং বলেছেন: মামুন রসিদের মাপের একটা পোস্ট পারলে লেইখা দেখান। দেখি আপনার হেডেম@ চাদগাজি
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:২১
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব চাদগাজি আশা রাখি আপনার ছুড়ে দেওয়া চেলেঞ্জ গ্রহন করবেন।
৪০| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৯
উপকূলের বেদুঈন বলেছেন: এইখানে পোস্ট দেওয়া হইছে মামুন ভাই আর সুরঞ্জনা আপুর ফিরে আষা নিয়া, এইখানেও আবালটা আইসা ল্যাদায় যে মামুন ভাই হেরে পুত্তমবার ব্যান খাওয়াছিল। সবখানেই এরকম আবালের মত ল্যাদায়, এইটাই নাকি মেধাবি ব্লগার এই ব্লগের।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: আমি নিরোপায় এই যুদ্ধের ময়দানে।
যদিও এই যুদ্ধের ডাক আমি দেইনি।
ডাক ফিয়েছি ফিরে আসার।
ঘটনমূলক সমালোচনা মেনে নেওয়া যায়।
সবার কাছ থেকে ভাষার সৎ ব্যবহার আশা করছি।
৪১| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:০৩
লাল আমস্ট্রং বলেছেন: @লেখক: আমি আপনাকে কিছু বলিনি, আমি শিক্ষিতের ব্যাপারটা ডাবল স্ট্যান্ডার্ড দেখানো হিপোক্রেট চাদগাজিকে বলসি। ভুল না বোঝার অনুরোধ থাকল।
০৫ ই মে, ২০১৬ দুপুর ২:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক দিয়ে আমি যে বড়ই দুর্বল।
৪২| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩০
চলতি নিয়ম বলেছেন: কারন টা কি এবার বুঝতে পারছেন ?
০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫
নুর ইসলাম রফিক বলেছেন: কিসের কারন জনাব চলতি নিয়ম ?
৪৩| ০৫ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
চলতি নিয়ম বলেছেন: আপনার এই পোস্টের কারন ।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৩
নুর ইসলাম রফিক বলেছেন: না এখনো জানা জায়নী পুরাপুরি।
তবে আংশিক জানান দিয়েছেন অনেকেই।
৪৪| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আহমেদ জী এস বলেছেন: নুর ইসলাম রফিক ,
যা ই ঘটে থাকুক না কেন , আপনার এই পোষ্ট আর সবার মন্তব্য; বিশেষ করে যে দুজনের কথা বলেছেন তাদের আড়ালে থাকা মুখখানি হঠাৎ আলোর ঝলকানির মতো দেখা দিয়ে যাওয়াতে এটাই প্রমান হলো যে ---
সামুর সবাই এখনও একসুতোয় গাঁথা আছে ।
মামুন রশিদ এর অভাব অনুভব করেছি সবসময়ই তাঁর প্রাঞ্জলতা আর সহমর্মিতার বাড়িয়ে দেয়া হাতদুটির কথা ভেবে । আর সুরঞ্জনা র সাথে তেমন ব্লগীয় পরিচয় না থাকলেও ব্লগে তাঁর দীপ্ত ও আন্তরিক পদচারণার ধারনা আছে ।
০৫ ই মে, ২০১৬ রাত ৮:০০
নুর ইসলাম রফিক বলেছেন: এই পোষ্টের মন্তব্য গুলিতে দেখলে যে কেউ বুঝে নিতে পারবেন যে হয়তো এটা ব্লগারদের মিলন মেলা।
প্রিয় ব্লগারদের পদচারনায় এই আজ সামু পূর্ণ প্রানবন্ত বলে আমার মনে হচ্ছে।
আপনি সহ সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
৪৫| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: এই পোষ্টের মন্তব্য গুলিতে দেখলে যে কেউ বুঝে নিতে পারবেন যে হয়তো এটা ব্লগারদের মিলন মেলা।
প্রিয় ব্লগারদের পদচারনায় এই আজ সামু পূর্ণ প্রানবন্ত বলে আমার মনে হচ্ছে।
আপনি সহ সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
৪৬| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
@ চলতি নিয়ম ,
আপনি সাড়ে ৪ বছরে ২টি পোস্ট দিয়েছেন, ২৫ জন মন্তব্য করেছেন; এখন আপনি আমার ব্যাপারে অভিযোগ করছেন; আপনার কাছে কেমন লাগছে? আমার প্রশ্ন , আপনিও কি ব্লগার?
অনেকই জেলাস হয়ে বারবার আমার ব্যান চেয়েছেন, পেয়েছেন; উনাদের বেশীর ভাগই ব্লগে নেই; আপনিও না থাকার মতো; আমি আছি সব সময়।
০৫ ই মে, ২০১৬ রাত ৯:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: আমরা সম্ভবত একটা কথা বুলে গেছি-
"ক্ষমাই মহৎ গুন"
"ধৈর্যই শক্তি"।
৪৭| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
@আদিল নওয়াজেশ ,
৩ সপ্তাহে ১টি মন্তব্য করেছেন, কোন পোস্ট নেই!
আমি আপনার অভিযোগের উত্তর দিচ্ছি, হয়তো এটাই আপনার জীবনের একমাত্র উল্লেখযোগ্য ঘটনা!
০৫ ই মে, ২০১৬ রাত ৯:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আপনার কাছে অনুরুধ এই বিতর্কের সমাপ্তি ঘটান।
আপনার আমাদের শিক্ষক সরূপ আমরা আপনাদের কাছ থেকে সু-শিক্ষা নিতে ইচ্ছুক।
আপনারা আমাদের গড়ে তুলুন সু-নাগরিক হিসেবে।
৪৮| ০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
@লাল আমস্ট্রং ,
ব্লগ ব্লগারদের জন্য, আপনার জন্য তো এখানে কিছু নেই!
মামুন রশিদ লেখক, গল্প লেখেন, মনে হয়; আমি গল্প লিখি না; আমি চলমান ঘটনাগুলোকে বিশ্লেষণ করি; আম আর আপেলের তুলনা করা কারা করেন, আপনি তাদের বুঝার কথা!
আমি কখনো কোন ব্লগারের ব্যান চাইনি, কমেন্ট ব্যান করিনি, কমেন্ট মুছিনি। আমাকে সামুতে ব্যান করেছে ৬ বার, আমি ব্লগিং করছি।
০৫ ই মে, ২০১৬ রাত ৯:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: আচ্ছা আপনারা প্রবীণরা যদি এভাবে ঝগড়া করেন তবে আমরা নবীনরা কি করবো?
তবে কি আমরাও আপনাদের কাছ থেকে ঝগড়া শিখবো।
তারপর নবীন হয়েও প্রবীণদের সাথে বেয়াদপের মতো ঝগড়া করবো।
না আমি এমটা হতে চাইনা, আমি মানুষ হতে চাই।
দু-পা দু-হাত ওয়ালা মানুষ নয়, আবেগ বিবেক মনুশত্ববোধের মানুষ হতে চাই।
প্লীজ আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলুন আপনারা প্রবীণরা।
৪৯| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
@লেখক,
স্যরি, আপনার লেখায় অকারণে কিছু অসুন্দর আলাপ হলো; তবে, এটা কমে আসবে সময়ের সাথে; ভালো থাকুন; আপনার পোস্টে সাড়া দিয়ে ২ জন পরিচিত ব্লগার নিজেদের উপস্হিতি জানিয়েছেন, এটা বড় ব্যাপার।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমার এই স্বার্থকতার মধ্য আপনাএর এই বাক যুদ্ধ মেনে নিতে আমার কষ্ট হচ্ছে যে।
৫০| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
@আদিল নওয়াজেশ ,
এই পোস্টা একজন ব্লগারের, আপনি কেহ নন, আপনার কোন পরিচয় নেই!
৫১| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৩
পাহাড়ি গাংচিল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
@ চলতি নিয়ম ,
আপনি সাড়ে ৪ বছরে ২টি পোস্ট দিয়েছেন, ২৫ জন মন্তব্য করেছেন; এখন আপনি আমার ব্যাপারে অভিযোগ করছেন; আপনার কাছে কেমন লাগছে? আমার প্রশ্ন , আপনিও কি ব্লগার?
অনেকই জেলাস হয়ে বারবার আমার ব্যান চেয়েছেন, পেয়েছেন; উনাদের বেশীর ভাগই ব্লগে নেই; আপনিও না থাকার মতো; আমি আছি সব সময়।
তোমার মত বালপাকনা আচোদারে জেলাস ফিল করার মত লোক এই ব্লগে এখনও আসে নাই, ব্লগের অবস্হা এখনও এত খারাপ হয় নাই।
সবারই ব্যক্তিগত জীবন আছে, সবারই কাজ আছে, তোমার মত বাল ফালানির মন্তব্য আর সোগার পোস্ট লেখার সময় সবার হয় না। এখনও অনেক ব্লগার আছে যারা অনেক যত্ন নিয়া অনেক ভাল পোস্ট লেখে, তোমার মত মনে যা আসে সেটাই এসে ল্যাদায়া ভাবে না মুই কি হনু রে।
৫২| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৭
পাহাড়ি গাংচিল বলেছেন: মামুন রশিদ শুধু গল্প না অনেক কিছু লেখছেন এবং মামুন ভাইকে কেউ কখনও ছাগু ছাড়া কারও সাথে রাগতে দেখে নাই এই ব্লগে। মামুন ভাইয়ের মত ঠান্ডা হাসিখুশি মানুষও তোমার মত পেটখারাপ ছাগলের লাদিতে অতিস্ট হয়া তোমারে ল্যাদানি বন্ধ করতে বইলা পোস্ট দিছিল, সে তোমার ব্যান চায়া পোস্ট দেয় নাই, আমার পরিষ্কার মনে আছে। হাউকাউ পোস্ট, মগজহীন, এইগুলা কমেন্ট? ফাতড়ামির জায়গা পাও না? ব্লগ তোমার বাপের কিনা যে যারে যা মন চায় বইলা আসবা? তুমি কোন চেটের বাল যে তোমারে তোয়াজ কইরা ব্লগিং করতে হইব? @ চাদগাজি আচোদা
৫৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
মামুন চাচ্চু সেলেব্রিটিদের সাথে ছবি তুলতে বিজি
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: জি ঠিক বলেছেন আমি দেখেছি উনার কয়েকটা ছবি সেলিব্রেইটদের সাথে।
৫৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:১২
পাহাড়ি গাংচিল বলেছেন: বাংলাদেশের একটা ব্লগে একটা লোক ছয়বার ব্যান খাইতে পারে, কেবলমাত্র যদি সে ছাগু হয় অথবা মানসিক বিকারগ্রস্হ হয়। তুমি অনেক জায়গায় দাবি করছ যে তুমি মুক্তিযু্দ্ধ করছ। তাইলে তুমি কোন প্রজাতির সেইটা বুইঝা নেওয়ার ভার তোমার উপরেই ছাইড়া দিলাম।
ব্লগার শায়মারে কখনও দেখি নাই কাউরে খারাপ কিছু বলতে। উনিও তোমারে কি কইছে একবার পইড়া দেখতে পার। @ মানসিক রুগী চাদগাজি
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: জনাব চাঁদগাজী যদি সত্যি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন।
তবে উনাকে আমাদের সম্মান সূচক ভাষা ব্যবহার উচিত।
তবে আমি আপনাদের এই নোংরা ভাষা ব্যবহারে ব্যতীত।
নিশ্চয়ই ব্যতিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়?
৫৫| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
@পাহাড়ি গাংচিল ,
ব্লগার 'শায়মা' একজন ব্লগার হয়ে আমার ব্যান চেয়েছেন; এখান থেকে বুঝা দরকার যে, উনার নিশ্চয় অনেক সমস্যা আছে।
৫৬| ০৬ ই মে, ২০১৬ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
@পাহাড়ি গাংচিল , আদিল নওয়াজেশ ,
এটা একজন ব্লগারের পোস্ট; আমাকে গালি দিতে চাইলে নিজেরা পোস্ট দেন।
৫৭| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫
হাবশী গোলাম বলেছেন: গর্ধব কোথাকার তুই জানিস না কোন মন্তব্য রাখা লাগে আর কোন মন্তব্য ডিলিট করতে হয়? তোর কি মনে হয় মামুন রশীদ, সুরঞ্জনা এসে দেখবে না তাদের নিয়ে দেয়া পোস্টে মলের ছবি দেখা যাচ্ছে? তোর মল আর বাস্টার্ড শব্দ খুব প্রিয় হলে তোর পুরা ব্লগে মল ঢেলে দিয়ে যাব খাসি কোথাকার।
তুই তো বলদ তাই এই মন্তব্যও রেখে দিতে পারিস। বেজন্মা কোথাকার।
০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: কথাটা কাকে বলছেন?
৫৮| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫
চাদগাজি বলেছেন:
হাউকাউ পোস্ট।
মামুন রশিদ আমাকে ব্লগে দেখলেই হাউকাউ করতেন। উনি আমাকে জেলাস ফিল করতেন। মামুন রশিদের মগজ নেই বলে ব্লগ ছেড়ে গেছেন, উনি যে চলে যাবেন এটা আমি আগেই হাউকাউ করে বলেছিলাম।
৫৯| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৯
চাদগাজি বলেছেন:
@হাবশী গোলাম ,
এই পোস্টা একজন ব্লগারের, আপনি কেহ নন, আপনার কোন পরিচয় নেই!
৩টি মন্তব্য করেছেন, কোন পোস্ট নেই!
আমি আপনার অভিযোগের উত্তর দিচ্ছি, হয়তো এটাই আপনার জীবনের একমাত্র উল্লেখযোগ্য ঘটনা!
৬০| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫২
চাদগাজি বলেছেন:
@ ছাপোষা কেরানির পারসোনাল সেক্রেটারি ,
এই পোস্টা একজন ব্লগারের, আপনি কেহ নন, আপনার কোন পরিচয় নেই! আপনি ব্লগার হতে পারবেন না।
৬১| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:১২
চাদগাজি বলেছেন:
আপনারা কেউ চাঁদগাজী.র কথায় কান দেবেন না, সে আমার নিক হ্যাক করেছে। আমিই আসল চাদগাজী, জেনুইন চাদগাজী।
৬২| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৪৩
মামুন ইসলাম বলেছেন: কিছু মন্তব্য দেখে বুঝে উঠতে পারছি না কি বলবো ।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার মন্তব্য নয় পোস্টের ডীকে খেয়াল উচিত বলে আমার মনে হচ্ছে।
যদি জ্ঞান দিচ্ছি মনে করেন তবে ক্ষমা করবেন।
৬৩| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:১৮
আইএমওয়াচিং বলেছেন: ভয়ানক দক্ষযজ্ঞ লেগে গিয়েছে দেখা যাচ্ছে ।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: নুংরা বাকযুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে এই জায়গাটা।
৬৪| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৭
ডার্ক ম্যান বলেছেন: কিছু ব্লগারের ভাষা দেখে সেই পুরানো প্রবাদটা মনে পড়ে গেল ব্যবহারে বংশের পরিচয়য়।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:০১
নুর ইসলাম রফিক বলেছেন: আর "নিচ লোকের অস্ত্র গালি ও অশ্রিল বাক্য" কথাটা কি মনে পড়েনি ভাই।
৬৫| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১৯
পাজল্ড ডক বলেছেন: @ এতো কম আইকিউ ওয়ালা লোকজনও ব্লগিং করে!!!!
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: আইকিউ কম নাই নেই কোনটা বলবেন আপনি?
৬৬| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৪
চাদগাজি বলেছেন:
@মামুন ইসলাম,
আপনার আফগানী মগজে ঘিলুর পরিমাণ কম। আপনি ব্লগার হতে পারবেন না।
ব্লগ শিক্ষত লোকজনের জায়গা তারা দেশকে আইটিতে এগিয়ে নিয়ে যাবে।
৬৭| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭
চাদগাজি বলেছেন:
@আইএমওয়াচিং ,
আপনি ৪মাসে মাত্র তিনবার পোস্ট করেছেন। আপনি অশিক্ষত অলস। আপনি ব্লগার হতে পারবেন না। আপনি শিঘ্রই ব্লগ ছেড়ে আফগানিস্তানে যু্দ্ধ করতে চলে যাবনে।
৬৮| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন:
আসলে প্রবীণদের নবীনদের সাথে কিভাবে আচরন করতে হয় সেটা কিন্তু নবীনরা প্রবীণদের শিখিয়ে দেননা।
কিন্তু নবীনরা প্রবীণদের সাথে কিভাবে আচরন করতে হয় সেটা কিন্তু প্রবীণরা নবীনদের শিখিয়ে দেন নিজেদের আচার ব্যবহারের মাধ্যমে।
আমরা কি এখানে সেটা শিখতে পারছি প্রশ্ন সকল ব্লগারদের।
৬৯| ০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫
লাল আমস্ট্রং বলেছেন:
-
পোস্ট ছিল কিসের জন্য আর গেল কোনদিকে। এই ইডিয়টটা সবখানে বামহাত ঢুকিয়ে পোস্টের পরিবেশই নষ্ট করে ফেলে। এটা নাকি আবার মেধাবি (!) ব্লগার।
১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৩
নুর ইসলাম রফিক বলেছেন: পোস্টের দিকে ফের ফিরে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
৭০| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন: এই লেখাটার মন্তব্য গুলি আমার লেখালেখির মানসিকতা নষ্ট করে দিয়েছে।
তাই তো এখন আর লেখা হয়না নতুন ব্লগ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: মামুন রশীদ ভাই শুধু একা আমার শ্রদ্ধেয় প্রিয় ব্লগার নয় শতশত নতুন পুরাতন ব্লগারের প্রিয় মানুষ। -- একদম ঠিক।
উনাকে খুব মিস করি। আমাকে শুরু থেকে যে সব ব্লগার উৎসাহ দিয়ে গেছেন, তার মধ্যে উনি নিয়মিত একজন। উনার গল্প খুব মিস করি। এখন তিনি নাই, উনার লেখাগুলোও সরিয়ে ফেলেছেন, দেখে খুব খারাপ লাগে। জানিনা কি কারণে উনি চলে গেছেন এবং কেন ফিরে আসছেন না? যতটুকু মনে পড়ে, উনি বলেছিলেন জঙ্গলে গিয়েও ব্লগিং করবেন, চাকরি বদল করবেন.....তাহলে কেন আমাদের মাঝে ফিরে আসছেন না !!!!!
আপনার পোস্ট পড়ে সব, মনে পড়ে যাচ্ছে। সব সময় মিস করি। ফিরে কি আসবেন ?? জানি না !!
বাকি দু'জনকে আমি কম পেয়েছি।
ভালো থাকুন।