নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আমায় স্পর্শ করবে

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

দিন দিন আমার পৃথিবীটা ছোট হয়ে আসছে।
হচ্ছে কোলাহল মুক্ত, আর কমে আসছে লোকালয়।
কমে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন।

আর কিছুদিন পরেই নিঃসঙ্গতা আমাকে আকড়ে ধরবে
কুড়ে কুড়ে ছোট করে দেবে আমায় আয়ু রেখা।
আমি হবো মৃত্যু পথযাত্রী সেজন।

তারপর আর হবেনা নতুন কথামালার সৃজন
হবেনা আর কোন স্বপ্নের বিসর্জন কিংবা বাহ বাহ অর্জন।
বৃষ্টির স্পর্শ থেকে নিজেকে আড়াল করতে পালাতে হবেনা অট্টালিকার পরে
বৃষ্টি আমায় স্পর্শ করবে কাদা মাখা করবে ছোট্ট সারে তিন হাত মাঠির ঘরে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: সবাইকেই একদিন সেই মাটির ঘরে চলে যেতে হবে | কেউ রবেনা অনন্তকাল দালান বাড়িতে

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: সবাই যায়না মাটির ঘরে।

সব মৃত্যু সমান নয়।

মৃত্যু কয়েক প্রকার হয় যেমন
অপমৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু সাভাবিক মৃত্যু।
বলতে পারেন কোনটা বেশী ব্যদনাদায়ক।

২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: জীবন প্রবাহ এমনি........
ভালো থাকুন ভাই ।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

নুর ইসলাম রফিক বলেছেন: জীবন মানেই মিশ্রণ।
রঙের মিশ্রন মানুষের মিশ্রন কতো কিছুর মিশ্রন।

যখন এই মিশ্রন আলাদা আলাদা হয়ে যায় তখন আর জীবনটা জীবন থাকেনা।
তখন আর জীবনের মাঝে জীবনের অস্তিত্ব খোঁজে পাওয়া যায়ানা।
অস্তিত্ব বিহীন জীবন হয়না।

৩| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন বয়েই যাবে
থেমে রাখা যাবে না
সবাইকেই যেতে হবে

ভাল থাকুক সবাই যতটুকু পৃথিবীর আলোয় আছে।

সুন্দর

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

নুর ইসলাম রফিক বলেছেন: এই দেহহীন জীবন কখনো পৃথিবীতে থাকবেনা, থাকতে পারেনা।
পৃথিবীর আলো ভুগ করার ক্ষমতা সবার হয়না।
কেউ কেউ ইচ্ছে করেই পৃথিবীর আলো নিবিয়ে দেয় বা কেড়ে নেয়।
তাই সবাই ভাল থকাওতে পারেনা এই পৃথিবীর মায়াবী আলোয়।

৪| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

মিজান ইবনে হাবিব বলেছেন: প‌ৃথিবী আমাদের আসল ঠিকানা নয়

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯

নুর ইসলাম রফিক বলেছেন: তবে কেন নকলকে ছেড়ে যাওয়ার এতো ভয় বলবেন কি?

৫| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সিগনেচার নসিব বলেছেন: পোস্টে ভাল লাগা

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: বিরক্ত লাগাটাও প্রকাশ করবেন প্রয়োজনে।

৬| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

সিগনেচার নসিব বলেছেন: বিরক্ত লাগার মত পোস্ট করুন নিশ্চয় করব।
শুভেচ্ছা নিবেন আন্তরিক

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.