![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিন্ট বই প্রকাশ অনেক টাকা পয়সার ব্যপার। যা সবার সামর্থন হয়না।
তারপর আবার প্রকাশদের নবীনদের বই ছাপাতে অনিহা এটা নবীন লেখদের জন্য তৃতীয় বিশ্ব যুদ্ধের মতো ব্যাপার।
যদি কোন ক্রমে বড় অংকের টাকা দিয়ে প্রকাশকদের হাতে পায়ে ধরে কোন রকম বই ছাপানো যায়, তবে বাধে আরেক বিপত্তি।
আর সেটা হলো বই বিক্রয়। প্রকাশকরা নতুন লেখদের বই বিক্রিতে মোটেও আগ্রহ বোধ করেনা। যেহেতু নতুন লেখদের বই ছাপাতে
প্রকাশকদের কোন পুজি লাগেনি সেহেতু বইটা চললে চলুক না চললে নাই গতিতেই প্রকাশরা বইটির হাত পা বেধে দেন।
আর লেখকের হাতে কয়েকশ বই ধরিয়ে দেন। তখন লেখক আর লেখক থাকেননা হয়ে জান বই বিক্রেতা। আর এই বই বিক্রি করতে গিয়ে লেখককে নিজেই নিজের ঢোল পিটাতে হয়। সত্যি অনেক লজ্জা জনক ব্যপারটা।
এর থেকে নবীন লেখকদের মুক্তি দিতে নাকি সম্প্রতি অনেক গুলি অনলাইন প্রকাশনী অনলাইনে বই প্রকাশ করছে। কিভাবে অনলাইনে বই প্রকাশ করা যায় বিজ্ঞরা জানালে হয়তো আমার মতো গরিব লেখকরা একটা বই প্রকাশ করতে পারবেন। তাতে নিজের ঢোল নিজে পেটাতে হবেনা নিরলজ্জের মতো। হতে হবেনা নিজের বইয়েই নিজেই বিক্রেতা।
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: লাইনে দাড়ান দেখি কি হয়।
আশা করি আমরা একটি নতুন পথের সন্ধান পাবো।
যে পথ হবে আমাদের স্বপ্নের পথ।
২| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
পবন সরকার বলেছেন: আমিও আগ্রহ নিয়ে দাঁড়ালাম।
২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:০১
নুর ইসলাম রফিক বলেছেন: আগ্রহীন সংখ্যা অনেক বাড়বে মনে হয়।
দেখা যা আমাদের আগ্রহের ইতি কারা ঘটান।
আমরা তাহাদের অপেক্ষায়।
৩| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭
বংশী নদীর পাড়ে বলেছেন: জনাব, সঠিক কথাটাই বলেছেন। একমত আপনার সাথে। আমার বেলায়ও তাই হয়েছে। এই প্রথমবার হাজার খানিক বই প্রকাশ করেছিলাম। কিন্তু বই বিক্রি নিয়ে প্রকাশক কথাই বলছেন না ববং আমার আলমারিতে শোভা পাচ্ছে সব গুলি বই। আরো দুটি বই-এর পাণ্ডলিপি তৈরি থাকলেও প্রকাশ করার ইচ্ছা হারিয়ে ফেলছি। কারন, আমার আলমারিতে যে আর জায়গা নাই। সুতরাং আমিও আপনাদের সাথে লাইনে দাড়ালাম এর থেকে উত্তরণের আশায়।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: আমার বাসায় আলমারী নাই ভাই এতো বই কই রাখবো।
বাসায় আবার পানীও উঠে তাই অনলাইনের যদি কিচ্ছু করা যাইতো।
যাই হোক লাইনে থাকুন দেখা যাক কি হয়?
যদিও সম্ভাবনার আশা নাই আর মনে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: কৌতূহলী!