![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির এই পৃথিবীতে মাটির মানুষ নাইরে ভাই
মাটির মানুষের ভিতর পাথর খুজে পাই !!
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!
মরা মানুষের লাশের উপর টাকা ফেলে শতক হাজার
সেই মানুষটা মরা আগে খিদার জ্বালায় চাইছিল নোট বিশ টাকার।
জিন্ধা কালে খাওয়ার লাগি দেয় নাই কেউ বিশটা টাকা
মরার পড়ে লাশের উপর পড়ে থাকে হাজার হাজার লক্ষ টাকা !!
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!
কুকুর এখন খিদার কালে খুরমা পোলাও মাংশ খায়
পথের শিশু পথের ধারে ডাস্টবিনে আজ খাবার কুড়ায়।
মানুষে ভিতর আজ আর মনুষ্যত্ব নাইরে ভাই
বোকা প্রেমিক মাতাল পশুর মাঝেই আজ মনুষ্যত্ব খুজে বেড়ায়।
অন্ন ভুখার কান্দনে আর গলে নারে মাটির মন
মনটা এখন মাটির নাইরে, হয়ে গেছে পাথর কখন !!
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০১
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।
ক্ষমা করবেন আমি বাহ বাহ কুড়াতে আসিনি
বর্তমান মানবিকতার পরিবর্তন ঘঠাতে এসেছি।
২| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩
নুর ইসলাম রফিক বলেছেন: তাই বলে কি আমরা শেষ?
নিশ্চই শেষ নয়।
একটু বেকে গেছি মাত্র
নিশ্চই একদিন আবার সোজা হয়ে দাড়াতে পারবো।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
নোমান প্রধান বলেছেন: বাহ