![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনের মতো রাতে পায়ে হেটে বাড়ি ফিরছি। ফুটপাতে ১০ -৩০ টাকার মধ্যে শীতের কাপড় বিক্রী হচ্ছে। প্রতিদিনই ঐ দিকে আমি উঁকি দিয়ে যাই। কেন প্রতিদিন উঁকি দেই সেটা না হয় পরে বলি।আগে গত কালের একটা ঘঠনা বলি। তো কাপড়ের দোকান গুলিতে দেখলাম কোন ক্রেতা নেই। কারন শীতটা খুব কম। তারপর আবার প্রতিদিন এই অল্পদামে শীতের কাপড় বিক্রী হয় বলে প্রায় সবাই শীতের কাপড় কিনে নিয়েছেন। তাই আর এসব দোকানে এখন আর ক্রেতার তেমন ভীড় পরেনা। যাই হোক গতকাল উঁকি দিয়ে দেখি একজন বৃদ্ধা মহিলা একটা শীতের কাপড় কিনে নিয়ে দোকানি বাচ্চা ছেলেটাকে এক টাকার ৫ টা কয়েন দিচ্ছেন। ছেলেটা টাকা নিচ্ছেনা।কারণ জামাটার দাম ৩০ টাকা। আমি বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে তাকে চিনতে পারলাম। সে একজন ভিক্ষুক। সেও আমাকে চিনতে পারলো। সে রাস্তায় এবং মার্কেটে ভিক্ষা করে। আমি মহিলার সাথে কুশল বিনিময় মূলক কথা বলে তাকে বললাম ছেলেটা এখানে চাকরি করে। তার মালিক রাতে কাপড়ের সংখ্যা গুণে তার থেকে পাই পাই হিসেব করে নেবে। ছেলেটি আমার সাথে তাল মিলিয়ে বললো কম পড়লে আমার আজকের বেতন থেকে কেটে নেবে। বৃদ্ধা মহিলাটি তবুও ছেলেটিকে জোরাজোরি করছিল ৫ টাকায় শীতের জামাটি দিয়ে দিতে। ছেলেটি কোন ক্রমেই দিতে চাচ্ছিলনা। বৃদ্ধা মহিলাটি কাপড় না নিয়ে যাচ্ছিলনা। আমি সেই সুযোগটি কাজে লাগিয়ে দিলাম। বৃদ্ধা মহিলাটিকে ৫ টাকা তার কাছে রেখে দিয়ে শীতের কাপড়টি নিয়ে চলে যেতে বললাম। মহিলাটি পাওয়ার আনন্দে হাসি মুখে চলে গেল। বাচ্চা ছেলেটি আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। বৃদ্ধাকে আটকানো কিংবা আমাকে কিছু বলার সাহস সে পেলনা। আমি ছেলেটির অসহায়ত্ব ও ভিতরের ক্রুদ রাগ অনুভব করতে করতে ছেলেটিকে বললাম ভিক্ষুক মানুষ ত্রিশ টাকা কি ভাবে দেবে সে তোমাকে। ছেলেটি কোন উত্তর দিলনা। গোপন ক্রুদ আর রাগে জ্বলতে থাকল। আমি পকেটে হাত দিয়ে মানিব্যাগের অল্প কিছু টাকা থেকে ত্রিশ টাকা বের করে ছেলেটির হাতে তুলে দিতেই ছেলেটির মুখ দেখে মনে হল ছেলেটি মনে হয় স্বর্গ পেয়ে গেছে হাতে। আমায় তখন উপহার দিল একটা নিখাদ স্বর্গীয় মিষ্টি হাঁসি। বৃদ্ধা মহিলার পাওয়ার আনন্দ আর ছেলেটির স্বর্গীয় হাসি উপহার নিয়ে আমি আবার পায়ে হাটতে লাগলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। অহে কেন প্রতিদিন ঐখানে উঁকি দেই নিশ্চই বুঝে নিয়েছেন। জি ঠিক ধরেছেন এমন সুযোগ আর উপহার পাওয়ার লোভেই প্রতিদিন ঐ ফুটপাতের শীতের কাপড়ের দোকান গুলিতে উঁকি দেই। দোয়া করবেন লোভটা যেন দিন দিন আরো বৃদ্ধি পায়। এই লোভের জন্যই আমার মা প্রায়ই আমকে গালি দেয় হাতিমতাই বলে। দোয়া করবেন এমন গালি যেন দিন দিন আরো বৃদ্ধি পায়।
০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।
এমন মন্তব্য সম্ভবত ফেইসবুকে শোয়া পায়।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
ভালো কাজ করেছেন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব চাঁদগাজী।
দোয়া করবেন সর্বদা যেন করে যেতে পারি।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
আবদুল মমিন বলেছেন: আমায় তখন উপহার দিল একটা নিখাদ স্বর্গীয় মিষ্টি হাঁসি। বৃদ্ধা মহিলার পাওয়ার আনন্দ আর ছেলেটির স্বর্গীয় হাসি উপহার নিয়ে আমি আবার পায়ে হাটতে লাগলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।[/sb
এই লাইনটি পড়তে গিয়ে কেমন যানি চোখ দুটি ভিজে আসলো , আল্লাহ আপনার দান কবুল করুন আমাদের কেও তাওফিক দান করুন । আমীন ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
নুর ইসলাম রফিক বলেছেন: আমার কর্ম আর লিখনি আপনার চোখ জলে ভিজেছে জেনে আমি নিজেকে স্বার্থক মনে করছি।
এবার আপনিও অন্যের চোখ জলে ভিজাবেন এমটাই প্রত্যাশা করছি।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লেগেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।
এবার আপনিও ভাল লাগাবেন আমাদেরকে এমনটা আশা করছি আপনার থকে।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।
দ্বাবদ্ধতা থেকে আপনাকেও এগিয়ে আসতে হবে।
শুভ কামনা আপনার জন্য রইলো।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
আখেনাটেন বলেছেন: মানুষ মানুষের জন্য...
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: মানুষ মানুষের জন্য... সাবাই বিশ্বাসী।
নিজের টাকা অন্যের জন্... এমনটায় কেউ বিশ্বাসী নয় কেন?
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
কানিজ রিনা বলেছেন: মনের প্রশান্তিই সর্ব সাধন,নিষ্ঠাই মানুষ গুরু
হতে পারে। ভিক্ষকের খুশি ক্রেতার হাসি
আপনার মনের প্রশান্তি। ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০
নুর ইসলাম রফিক বলেছেন: ভূগ বিলাসিতায় নয়, ত্যাগেই সুখ প্রমাণিত বহুকাল ধরে।
আমি সেই সুখরই কাঙ্গাল।
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি এর পুরস্কার ইনশাআল্লাহ পাবেন...
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
নুর ইসলাম রফিক বলেছেন: পেয়েই তো গেছি। আর কি চাই?
বৃদ্ধা মহিলার পাওয়ার আনন্দ আর ছেলেটির স্বর্গীয় হাসি উপহার পাওয়ার চেয়ে আর বড় পাওয়া কি আর থাকতে পারে পৃথিবীতে?
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
তূর্য হাসান বলেছেন: এ জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। অনেক ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: এ জন্যই মানুষ সৃষ্টির সেরা জীব।
মানুষ এ সেরাত্ব ধরে বা ঠিকিয়ে রাখতে পারলো কিনা সেটাই বড় প্রশ্ন?
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২
তারছেড়া লিমন বলেছেন: অনেক অনেক ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার ও ভাল থাকা হোক।
অন্যকেও ভাল রাখার চেষ্টা চলুক আপনার মাধ্যমে।
অনেক অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:![](http://s3.amazonaws.com/somewherein/pictures/nilakash2021/nilakash2021-1483622578-7b645f1_xlarge.jpg)