![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আধারী, আলেয়ায় বসবাস
আশার মৃত্যুতে, আশাহীন নিরাশ।
আধারের পাখির গান শুনা হয়
হয়না কভু দেখা, সে পাখি।
না আমি অন্ধ নই, ঠিক আছি, ঠিক আছে আমার আখি।
কে যেন কবে বলেছিল মনান্ধ তুমি
দেখনা তুমি প্রণয় বিচরণ।
সেদিনের পর থেকে আর হয়নি,
মায়ার জালের আবরণ।
আধারে ফুল ফুটে, আধারে যায় ঝরে
আধারীর চক্ষু নচেৎ নাহি কারে।
বৃহৎ আধারে আধারী জীবন
হয়না যে তার রোদেলা দুপুরের প্রয়োজন।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব ধুব্রক আলো।
ভাল থাকা হোক।
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম ভাল
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০
নুর ইসলাম রফিক বলেছেন: প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব দেবজ্যোতিকাজল ।
ভাল থাকা হোক।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
নুর ইসলাম রফিক বলেছেন: প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব শাহরিয়ার কবীর ।
ভাল থাকা হোক।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, শেষের লাইনগুলো বেশি ভালো ছিলো