![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী বা সন্তান প্রধানমন্ত্রী হোন।
যে দেশে প্রেসিডেন্টের সন্তান তার আসনে এমপি হোন।
যে দেশে সাবেক মন্ত্রির স্ত্রী বা সন্তান এমপি বা মন্ত্রী হন।
যে দেশে রাজনৈতিক বকলম, খ্যাতিমান শিল্পপতি, বিখ্যাত কোম্পানির মালিক, অমুক তমুক ব্যবসায়ী এমপি হোন।
যে দেশে সাবেক মেয়রের সন্তান মেয়র হোন।
সে দেশে কোন সাহসে আপনারা আপনাদের সাধারন বাবার সন্তান হয়ে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখেন?
আপনাদের কি এখনো বোঝতে পারছেন না যে আপনাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে মিথ্যে আদর্শ আর অপক্ষমতা নামক পদের দোহাই দিয়ে?
একদিন বুঝবেন, ঠিকি বুঝবেন। কিন্তু সেদিন আর সেই বুঝটাকে কাজে লাগাতে পারবেন না।
হ্যা অনেকেই রাজনিতি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছেন ঠিক। কিন্তু তারা কারা? নিশ্চই আপনাদের তা অজানা নয়। এরা হচ্ছেন তারা, যারা কোননা কোন খ্যাতিমান ক্ষমতাধর বাবার সন্তান, কিংবা ভাতিজা ভাগিনা অথবা অন্য কিছু। টেন্ডারবাজ, ক্ষমতা লোভি, বিক্ষাত তেলবাজ ইত্যাদি ইত্যাদি তাদের বৈশিষ্ট্য । বাকীটুকু আর আমার বলা লাগবেনা আপনাদের তৃনমূল রাজনৈক গুনেই বুঝে নিতে পারবেন আমি জানি। এটা যদি বুঝে নিতে পারেন তবে কেন আপনারা সাধারন বাবার সন্তান, ভাতিজা, ভাগিনারা বুঝতে পারছেন না আপনাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে।
প্রমান তো পাচ্ছেন বর্তমান নির্বাচন গুলি বিদ্রোহী প্রার্থী নামক পদ ও পদের ব্যক্তির রাজনৈতিক পদ ত্যাগের মাধ্যমে।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১
নুর ইসলাম রফিক বলেছেন: না আমি সবাইকে আহাম্মক মনে করিনা।
আমি অধিকাংসকে অতিরিক্ত চালাক মনে করি।
আর কিছু অংশকে লোভি মনে করি।
লোভটা কিন্তু একটার উপর নয় অসংখ কিছুর উপর যা আপনি নিজেই বুঝে নিতে পারচ্ছেন নিশ্চই।
২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০
শিখণ্ডী বলেছেন: এমন লোকের ছাগল মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: আপনি কি বুঝাচ্ছেন ঠিক বুঝে উঠতে পারিনি।
আরেকটু সহজ করে বললে হয়তো বুঝতে পারতাম।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সিস্টেমে সেই স্বপ্ন না দেখাই উত্তম...
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: না স্বপ্ন না দেখা উত্তম নয়। সিস্টেম পরিবর্তন করাই উত্তম।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: নুর ইসলাম রফিক ,
কোন সাহসে তৃণমূলের রাজনিতি করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন দেখি ?
বোকাদের যেমন আহাম্মকী সাহস থাকে তেমন সাহসে ...........................