![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোগো ভোট দিয়া কি লাভ ভায়া? মোগো ভোটে সরকার অয়। ভোটের আগে মোগোরে তাগোর দরকার অয়। ভোটের পরে তাগোরে মোদের দরকার অয়। ভোটের আগে বুকে আলগায়া ধরে। ভোট গেলে কে কার খবর রাখে কে মরে কে বাচে। হেইবার তো ভোটও দিবার পারি নাই। মনে অইছিল সরকার হওনের লাইগগা ভোটের কোন দরকার নাই। হেউবার কোন্তু মোরা কাউরে ভোট দেই নাই। না না না দেই নাই না। দিতে পারি নাই। তয় কি হইছে? এমপি মন্তি কি পাই নাই। মোরা ভোট না দিয়াই এমপি মন্তি পাইছি। তাই মনে অয় অহন আর ভোটের কোন দাম নাই। তয় হেইবার কিন্তু সরকার পারথি গোর লাভ হইছিল। নির্বাচনে কোন খরচ লাগে নাই। মোগোর ভোটের আয়োজন করতে সরকারের কতো খরচ পাতি লাগে। তার চাইতে বেশি খরচ পাতি লাগে তাগো যারা ভোটে খারায়। এইবার ও কি সরকার আর পারথি গো ভোটের বেলা খরচ পাতি লাগবোনা নাকি? না লাগলে তো ভালাই অইবো মনে অয়। এতো টাকা খরচ কইরা নির্বাচনের দরকার কি? এমপি মন্তিরা তো কইতাছে হেরাই আবার নির্বাচবে জিততা সরকারে আইবো। হেরাই যদি আবার সরকারে আইবো তয় আর নির্বাচন কইরা টাকা নষ্ট করার দরকারডা কি? আমি মুর্খু অইয়া এইডা বুঝি হেরা কেন যে বুঝেনা?
©somewhere in net ltd.