![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় পার্টির বড় দুর্বলতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নিজেই। যতোদিন এরশাদ এই দলের প্রধানের দ্বায়িত্বে থাকবেন, ততোদিন জাতীয় পার্টি হাটু ভাঙ্গা দল হয়েই ঠিকে থাকবে। সোজা হয়ে দাড়াতে পারবেনা। এরশাদের পরবর্তিতে জাতীয় পার্টির কি হবে, সেই সময়ের দল প্রধানের উপর নির্ভর করবে। যদিও জাতীয় পার্টি বর্তমান সমসাময়িক সময়ে প্রচুর সম্ভাবনার দল ছিল।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১২
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার মন্তব্য ঠিক বুঝে উঠতে পারলামনা জনাব চাঁদগাজী।
আমি স্বীকার করছি বুঝতে না পারাটা আমার অজ্ঞতা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮
কালীদাস বলেছেন: ফাকিস্তান ফেরত এই মহান বীর সেনা জিয়া হত্যাকান্ডের বিচার এত দ্রুত শেষ করলেন কিভাবে? আর সব দোষী খালি মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যেই পেলেন কিভাবে? উনার ফুলের ন্যায় মহান চরিত্রের ব্যাপারে প্রশ্ন তুলে বেয়াদবি করলাম না। উনাকে দেশের সবাই স্বৈরাচার বলে কেন? ডা. মিলনকে কি সিআইএর এজেন্টরা মেরে গিয়েছিল?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: এই প্রশ্নের উত্তর গুলির মধ্যেও উনার দুর্বতা লুকিয়ে রয়েছে। এতো এতো দুর্বলতা বহন করা দল প্রধানের দ্বারা দল কোন সুফল বা সফলতা অর্জন করতে পারবেনা কোনদিন?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: জাতীয় পার্টি হলো ডিগবাজি দেওয়ার দল।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
বাংলার মেলা বলেছেন: বেহায়া এরশাদ যতদিন বেঁচে আছেন, ততদিনই জাতীয় পার্টি টিকে আছে। এরশাদ মারা যাওয়া মাত্রই দেবর ভাবী লাশ নিয়ে টানাহেঁচড়া শুরু করে দিবে। মাঝখান থেকে মশিউর রহমান রাঙা এসে হুমকী দেবে 'পার্টি আমার টাকায় চলে, তাই এই পার্টি এখন আমার'
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
রায়হান চৌঃ বলেছেন: আহ্হারে........
রাজনৈতিক দলগুলো যদি ভিনদেশী ডগ বেল্ট খুলে একটা বাংলাদেশি বেল্ট লাগাইত....
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী দল করলে, সেটা শক্তই হয়; আপনার বসবাস কেন্টনমেন্টের পাশে?