নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝরাতের অমানিশা

......

তথই

এখনও স্বপ্ন দেখি একটু অন্য ভাবে

তথই › বিস্তারিত পোস্টঃ

বি.এন.পির সরকার পতনের আন্দোলন --- বাস্তবতার নিরিখে কিছু কথা

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

একটি যুদ্ধ বা আন্দোলনের সফলতা অনেকাংশে এর নেতা বা সেনাপতির উপর নির্ভরশীল । নবাব সিরাজুদ্দউলা যেখানে শত্রুপক্ষের কয়েকগুন সৈন্য নিয়েও পরাজিত হন সেখানে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) অনেক ছোট সৈন্য দল নিয়েও দুই লক্ষাধিক কাফের দলকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন, এর একটাই কারণ বিচক্ষণতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ।অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রী বেশি বাড়াবাড়ি করলে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে ২০০৬ এর মত। আমার মতে সে সম্ভাবনা এখন সুদূর পরাহত কারণ খালেদা জিয়া তেমন যাচাই-বাছাই না করে মইনকে সেনাপ্রধান করেছিলেন ফলাফল তিনি কড়ায়গণ্ডায় পেয়েছিলেন। এখানে শেখ হাসিনা অনেক আগে থেকেই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে তাঁর অত্যন্ত আস্থাভাজন ও অনেকক্ষেত্রে নিজ আত্মীয়কে বসিয়েছেন (এর কিছু নিদর্শন রানা প্লাজা উদ্ধার অভিযানের সময় আমরা দেখেছি কিভাবে জিওসি সরকারের গুণকীর্তন ও তৈলমর্দনে ব্যস্ত ছিলেন) যার ফলে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সম্ভাবনা নেই বললেই চলে।আর আমি যা খবর পেলাম প্রশাসনে তিনি চার স্তরবিশিষ্ট দলীয়করণ করেছেন যাতে ২৫-২৭ বা যেই তারিখই আসুক না কেন তারা অনুগত থাকবেই।১৯৯৬ সালে একবার একদলীয় নির্বাচন হয়েছিল বাধা দিতে পারে নাই বিরোধীদল , ২০০৬ সালেও প্রায় হয়ে গিয়েছিল শুধু আর্মি বাগড়া দেয় তাতে, তাই নাটকীয় কিছু না ঘটলে ২০১৪ সালেও একদলীয় নির্বাচন হবে তাতে বিরোধী শক্তি কোন বাধা দিতে পারবে না।তবে পরিশেষে একটা কথা বলতে চাই একটি সরকার উন্নয়ন করে জনপ্রিয় হতে পারে না জনপ্রিয় হয় সুশাসনের মাধ্যমে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

ডাঃ নাসির বলেছেন: তত্ত্বাবধধায়ক সরকারের মজা খালেদা জিয়া ছাড়তে পারছে না কারণ পাকিস্তান জিন্দাবাদ বুলি শেখা মানুষ সহজে কি আর ভুলতে পারে।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

তথই বলেছেন: হা হা ভালই স্ববিরোধী কথা বলতে পারেন আপনি তত্ত্বাবধায়ক কাদের আন্দোলনের ফসল আশা করি মনে আছে আপনার

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০১

রসায়ন বলেছেন: কি কৈতে চাইলেন বস ??!
পোস্ট পৈরা কনফিউজড হৈয়া গেলাম :|

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৫

দূর আকাশের নীল তারা বলেছেন: ১৯৯৬এ খালেদা বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। সেই খালেদার মুখেই আজ তত্তাবধায়কের কথা।
১৯৯৬এ হাসিনা তত্তাবধায়কের দাবীতে বিারমহীন হরতাল দিয়েছিল। সেই হাসিনাই আজ তত্তাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করল।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে দেখলে দু'জনেই আসলে বিশ্বাসের যোগ্যতা হারিয়েছেন। তারপরও দু'জনের সমর্থনে আমরা নিজের জান কোরবান করে দেই। কত বোকা বাঙালী জাতি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৬

হাতীর ডিম বলেছেন: ভাই কি বলছেন নিজে বুঝতে পারছেন তো???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.