![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘড়ির কাটা ঘুরছে।
সময় গড়িয়ে যাচ্ছে।
মাহমুদুর রহমান মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
আওয়ামী সরকারের ঝুকি বাড়ছে।
ফিরোজা মাহমুদ জানিয়েছেন ডিবি হাজতে নেয়ার প্রথম দিকে অর্থাৎ ১১ এপৃলে তার স্বামীর ওজন ছিল ৭১ কেজি। এই লেখার দিনে তার ওজন হয়েছে ৫৪ কেজি। অর্থাৎ, তার ওজন প্রায় ২৪ শতাংশ কমে গিয়েছে। তিনি এখন স্টারভেশন মোডে আছেন। এটা খুবই বিপজ্জনক। শুধু দৈহিক নয়, কোনো মানসিক বৈকল্যেরও শিকার হতে পারেন মাহমুদ।
আজ থেকে বহু যুগ আগে বৃটিশ সরকার এই ধরনের ঝুকি না নিয়ে গান্ধীকে জেল মুক্তি দিয়েছিল। বাংলাদেশ সরকারও এখন সেটা করতে পারে।
মাহমুদকে চোখ বাধা অবস্থায় টর্চার করা হয়েছিল। কারা চোখ বেধেছিল, কারা টর্চার করেছিল এ সব নামই এখন অনুমিত এবং আলোচিত হচ্ছে। এরা ভবিষ্যতে মারাত্মক বিপদে পড়বে।
কোনো বাহিনীর কর্মচারি, কোনো মন্ত্রী বা উপদেষ্টা যদি বলেন তারা “ওপরের নির্দেশে†টর্চার করেছেন তাহলেও তাদের বিপদ হবে। একটা সময় আসে যখন মানুষকে তার বিবেক দ্বারা চালিত হতে হয়। তখনই তার মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হয়- পশুত্ব দূর হয়। ভবিষ্যতে মাহমুদকে যদি আবার টর্চার করতে বলা হয় তাহলে নির্দেশ দাতার বিরুদ্ধে অবশ্যই বিদ্রোহ করতে হবে। ঠিক তেমনই, মাহমুদের চিকিৎসায় যদি বিন্দুমাত্র অবহেলা অথবা গাফিলতি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভবিষ্যতে বিপদে পড়বেন। বিশেষত এই লেখাটি পড়ার পর তারা জানবেন অনশন ধর্মঘটে মানুষের আকস্মিক মৃত্যু ঘটতে পারে।
সুতরাং এই লেখাটিকে আইন বিভাগ, পুলিশ ও অন্যান্য বাহিনী এবং মন্ত্রী-উপদেষ্টারা যদি অতি সময়োচিত সতর্কবানী রূপে গ্রহণ করেন তাহলে সবার মঙ্গল হবে। আশা করা যায় সরকার অবিলম্বে তৎপর হবে।
ঘড়ির কাটা ঘুরছে।
সম্পূর্ণ লেখাটি পড়ুন নিচের লিংকে
facebook.com/ShafikRehmanPresents
২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
শিপন মোল্লা বলেছেন: মাহমুদকে চোখ বাধা অবস্থায় টর্চার করা হয়েছিল। কারা চোখ বেধেছিল, কারা টর্চার করেছিল এ সব নামই এখন অনুমিত এবং আলোচিত হচ্ছে। এরা ভবিষ্যতে মারাত্মক বিপদে পড়বে।
হ পরবেই তো।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রোপিকে মানুষটার অবচেতন ছায়া ফেলে!!!!
পিচ্চি পোলার প্রোপিকটাও তার কুৎসিত কদাকার কলংকীত মনেরই প্রতিচ্ছবি মাত্র!!!!!!!!!!!!!
##এই সময় মাহমুদুর রহমানের এই উদ্যোগ মনে হয় ভুল হচ্ছে! কারণ সুস্থ দেশে সুস্থ মানুষের কাছে মানবিকতার আবেদন করা যায়-
রং হেডেড, স্বৈরাচারীর কাছে এইরকম সুশীলীয় আন্দোলন হালে পানি পাবে না- কুকুরের জন্য যেমন মুগর চাই তাদের জন্য চাই দাতভাঙ্গা জবাব; চাই শক্ত প্রতিরোধ আন্দোলন।
দেশের স্বার্থে মানুষের স্বার্থে।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
এন ইউ এমিল বলেছেন: ওনার পাশের কোরআন শরিফটা কেন?
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
মাসরুর প্রধান বলেছেন: মাহমুদুর এই লোকটার বিপক্ষের লোকরাও চায় তার মৃত্যূ।
পক্ষের লোকেরাও চায় সে মরলে আন্দোলনের ইস্যু তৈরী হবে।
এত লোক মৃত্যূ চাইলে আল্লাহ্ হয়তো তাকে উঠিয়ে নিয়ে যাবে।
কিন্তু বোকাটা বুঝলো না স্বার্থ বাদী লোকদের আন্দোলনের ইস্যু দিয়ে যাবে সে তার জীবনে- মরনেও।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: এখনো অনেকেই আছে যারা মাহমুদুর রহমানকে নিয়া তোষামোদী করে আবার নিজেকে নিরপেক্ষ দাবী করে, এখনো অনেকেই আছে মাহমুদুর রহমানকে নিয়ে লিখে আবার শুরুতে বলে নেয় 'আমাকে হয়তো এখন ছাগু বলবেন কিন্তু...'
আরে ব্যাটা তোরে হয়তো ছাগু ক্যান, তুই তো একটা ছাগুই.... মাহমুদুর রহমানের ভন্ডামী যাদের চোখে পড়ে না, এখনো মাহমুদুর রহমানকে বীরপুরুষ মনে করে তারা ছাগু হবে না তো আর কে হবে...
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
ডাস্টবিনের ময়লা বলেছেন: এক কুলাঙ্গার মরবে,
একটা দেশ বাচঁবে ।
মাচুদা, কন্টিনিউ ইউর অনশন
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
মুহাম্মদ ফয়সল বলেছেন: দুরে গিয়া মর!
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ক্লিকবাজ বলেছেন: এইটাতো মাত্র BAL এর টেস্ট, BAL পরীক্ষা কৈরা দেখতেছে মাহমুদুররে নিয়া বর্তমান পরিস্থিতি কোন দিকে যায়। এইটাতে কোন রকম উৎরাইতে পারলে নেক্সট প্রজেক্ট দিগন্ত সহ বিএনপি মনা মিডিয়াগুলি।
মাহমুদুর মরলেতো BAL এর দূর্নীতি, অপকর্মের বিরুদ্ধে কথা বলার লোক একজন কমবে। বাকশাল আইতে আর দেরী নাই।
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
রমনা টেক বলেছেন: মরলে আচার অনুষ্ঠান যেন পাকিস্তানে হয়।
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
জাতির চাচা বলেছেন: উপরের কিছু কমেন্ট দেখলেই বোঝা যায় শাহবাগী মানসিকতা কত জঘন্য!!
১২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
পিচ্চি পোলা বলেছেন: এইমাত্র শুনলাম নরাধম কুলঙ্গারটা নাকি অনশন ভঙ্গ করেছে
১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
এই আমি সেই আমি বলেছেন: অনশনে মরার আগে কাবাঘর নিয়ে ভণ্ডামি করার জন্য ওরে দোররা মারা উচিত
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
পিচ্চি পোলা বলেছেন: কারো মৃত্যু কামনা করা অনুচিত। কিন্তু দেশের স্বার্থে কখনো কিছু ব্যত্যয় নিতে হয়। বাংলাদেশ নামক দেশটির কলঙ্কিত বোঝা এই কুলঙ্গার যত দ্রুত দেশ থেকে চিরবিদায় হয় ততই মঙ্গল। এই দেশের প্রতি হয়তো রাব্বুল আলামীনের সুনজর পড়েছে তাই তিনি এই কুলঙ্গারটিকে অনশনে উব্ধুদ্ধ করে তাকে নিজেই মরতে বলেছেন। কিন্তু শয়তানের মনে কি ফন্দি আছে কি জানি! মরার আগে যদি অনশন ভেঙ্গে ফেলে তো সব মাটি!!!!