![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইবার ঈদে নাটকে দেখলাম সিলেটিদের অপমান করার হিড়িক পরে গেছে।"মানি ইজ নো প্রবলেম" নাটকে মোশাররফ করিমকে দিয়ে যেভাবে লন্ডন প্রবাসী সিলেটিদের উপস্থাপন করা হয়েছে তা সত্যই দুঃখজনক।আরেক নাটকে দেখলাম গরুর নাম রাখছে "সালমান শাহ"।"সিলেটি কন্যার বিবাহ" নাটকে জোর করিয়ে সিলেটি ভাষাকে বের করাটাকে আমার কাছে অপচেষ্টাই মনে হয়েছে।লোক হাসানোর জন্য সিলটি কিংবা সিলটি ভাষা না। যারা এইসব নাটক করেন কিংবা নাটকের সাথে জড়িত তাদেরকে অনুরোধ করবো সিলেট নিয়ে বিস্তারিত পড়াশোনা করুন।সিলেটের ইতিহাস,ঐতিহ্য এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের সমন্ধে ভালো করে জানুন।প্রিয় বাংলাদেশে সিলেট বিভাগের অবদান কতটুকু তা জানুন। মজা দেখাতে গিয়ে কাউকে কিংবা কোন গোষ্ঠীকে অপমান করার কোন অধিকার আপনাদের নেই।নিজের সৃষ্টিশীলতাকে বিকৃত না করে,ভালো কাজে লাগান।আল্লাহ আপনাদের হেদায়ত করুন,আপনাদের জন্য সমবেদনা।
সম্পাদক
ডেইলি হবিগঞ্জ ডটকম
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
নীড়হারা পাখী (রাসেল) বলেছেন: কাউকে বিকৃত করে এটা কোন ধরনের মজা ?
২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
কাউসার রানা বলেছেন: বরিশাল/নোয়াখালী/রাজশাহী/পুরান ঢাকা এদেরটা করলে মজা আর সিলেটি করলে অপমান তাই না
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
নীড়হারা পাখী (রাসেল) বলেছেন: কাউকে বিকৃত করে এটা কোন ধরনের মজা ?
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
নীড়হারা পাখী (রাসেল) বলেছেন: আর এইখানে এইটা বলাও হয় নাই যে অরা করলে মজা মানুষের ঐতিহ্য নিয়ে এটা আপনাদের কিসের মজা ভাই জান @ কাউসার রানা
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭
িটউব লাইট বলেছেন: সিলেট সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পবিত্র আঞ্চল। আমার জেলা সিলেট নয় তবুও এই এলাকাটা আমার অনেক পছন্দের।
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আরেক নাটকে দেখলাম গরুর নাম রাখছে "সালমান শাহ
এটা দু:খ জনক।
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ভুল্কিস বলেছেন: জাতি হিসেবে আরা বরাবরৈ নাঁকুচা জাতি
(বুঝলে ভালু, না বুঝলে আরো ভালু)
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
িনজা০০৭ বলেছেন: কাউসার রানা বলেছেন: বরিশাল/নোয়াখালী/রাজশাহী/পুরান ঢাকা এদেরটা করলে মজা আর সিলেটি করলে অপমান তাই না
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
নাজির বলেছেন: বেশ কয়েকদিন থেকে দেখতেছি বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বিকৃত করে বিভিন্ন অঞ্চলকে হেয় প্রতিপন্ন করে হাস্যকর সব নাটক বানানো হচ্ছে। যা সত্যিই দুঃখজনক। আমাদের গর্ব যে আমরা আমাদের দেশে বিভিন্ন ভাষার, বিভিন্ন কালচালের মানুষজন মিলে মিশে বাস করছি। কিছু মাথামোটা নাট্যকার বিভিন্নরকমের ফালতু ধরনের নাটক বানিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষ জনকে অপমান করতেছে। কিন্তু কেউ এর প্রতিবাদ না করায় তারা উৎসাহ পেয়ে গেছে। আর কেউ প্রতিবাদ না করলেও আশা করি সিলেট থেকে এর যথাযথ জবাব পাবে এবং প্রতিকারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আচ্ছা ঐসব নাট্যকারদের বিরুদ্ধে আইনত কোন ব্যবস্থা নেয়া যায় কিনা দয়া করে জানাবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
সোহানী বলেছেন: একটু মজা করলো আর কি... যে মজা সবসময় নোয়াখালী/ বরিশাল/চিটাগাং এ সাথে করে আর কি.............