![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাজারে একি নষ্টামি।………এড়িয়ে যাবেন না---প্রতিবাদ করুন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান
(রহ.) এর মাজার প্রাঙ্গনে প্রতিদিন
বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুশ
আসে তাদের মাজার জিয়ারতের উদ্দেশে অথচ
এসে যা দেখে যায় তা ইসলামের বা ইমানের
পুরুপুরি বিপরীত।
খাদিম নাম ধারী অর্থলোভী কিছু মানুশ
রুপি কুকুর-দের পাতানু ফাদে পরে হাজার
হাজার টাকা বিলিয়ে দেয় বাবার মাজারে।
অথচ প্রতি রাতেই সেই টাকা ভাগাভাগি হয়
তাদের মধ্যে। গরু, ছাগল, হাঁস, মুরগ, সবই
যায় এই ভণ্ড প্রতারক দের বাড়িতে।
মাজার প্রাঙ্গনে গাজা খুড়ের অভাব নেই।
জুয়া চলছে প্রকাশ্যে ।
হযরত শাহপরানের (রহ.) এর কবরের
উপরে হাজার হাজার টাকা মানুশ
ছুড়ে মারছে আর কিছুক্ষণ পরেই সেই
টাকা কুঁড়িয়ে থলে ভরতেছে খাদিম নামক
টাকা লোভী শয়তানের দল।
হাজার হাজার গুলাপজলের খালি বোতল
বস্তায় ভরা দেখে খবর
নিয়ে জানতে পারলাম এগুলা ১
টাকা করে বিক্রি করা হবে। যা পানি ও
সুগন্দি ভরে আবার আসবে বাবার মাজারে।
দামের ও হবে পরিবর্তন। ১ এর বদলে ১০।
হযরত শাহজালাল (রহ.) অথবা শাহপরান (রহ.)
তাদের কেউ মনে হয়না গান বাজনা পছন্দ
করতেন অথচ তাদের মাজারে পুরুষ ও
বেপর্দা-নারী-রা
যেভাবে একসাথে নাচানাচি করতেছে মনে হয়
তাদের জন্য মাজার গুলা যাত্রার স্টেজ।
আল্লাহ্ আমাদের হেফাজত করুন। আমাদের
সবার উচিত এই অন্যায়ের প্রতিবাদ করা।
সুত্র -
২| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৬
নীড়হারা পাখী (রাসেল) বলেছেন: আপনার কথা মানি কিন্তু মাজার থেকে খাদেম নামধারিদের টাকা পয়সা চুরি টাও কি ধর্মিয় কালচার এর মধ্যে পড়ে ??
৩| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৭
সচেতনহ্যাপী বলেছেন: সেই ৭৭সাল দেখে এসেছি ৮৬ পর্যন্ত। আজো পরিবর্তন হয় নাই। প্রতিটি মাজারেই থাকে গাজাখোরদের আড্ডা। এদের কাছে পবিত্রতার সংজ্ঞাই ভিন্ন।
৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৩:৪৩
এম এস নিলয় বলেছেন: সবজায়গাতেই ধান্ধা; বেশী অবাক হবার কিছু নাই।
৫| ২২ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১২
আবিরে রাঙ্গানো বলেছেন: মাজারে যেই থাকুক যাই করুক, মাজারে যেয়ে কোনো কিছু চাওয়া সবই জগন্য, সবই হারাম ওখানে সবাই মুর্খরা যায়। চালায়ও মুর্খরা। সরকারীভাবে এগুলো বন্ধ করা উচিত।
৬| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৪
মুঘল সম্রাট বলেছেন: জাপানে মাছ নাচতে পারে, চীনে হাতি সাইকেল চালায় আর বাংলাদেশে গাধারা দেশ চালায়।
আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই । মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।
৭| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২২
ঢাকাবাসী বলেছেন: এদেশে গাধাচুররা দেশ চালায়! আইনবিহীন দেশ বাংলাদেশ।
৮| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২২
কালপুরুষ০০৯ বলেছেন: ভাই মানুশ বানানটা ঠিক কইরা নেন।
৯| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সবার আগে মাজারটাইতো একটা ধান্ধা.... সেখানে খাদেমদের টাকা-পয়সা নেয়া ও নাচ-গান নিয়ে আর প্রশ্ন তুলে লাভ কি? আল্লাহ্র ইবাদত করতে মাজারে যাওয়া লাগবে কেন? একটা কবরের পাশে গিয়ে কোন লাভ আছে?
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
অবাক হওয়ার কিছু নেই।
ধর্মিয় কালচার একেক দেশে এক এক রকম। একএক অঞ্চলে দির্ঘ দিন ধরে বহুলভাবে প্রচলিত। এসব থাকবেই। এক গোষ্ঠির মতবাদ অন্য গোষ্ঠির উপর জোড় করে চাপিয়ে দেয়া যায় না।
কট্টরপন্থি ওহাবি, জামাতি-সায়েদিরা ওয়াজে উষ্কানি দিয়ে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়েছিল শাহাজালাল মাজারে, বিম্পি আমলে।