| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক ইনবক্সে একটি মেয়ের সাথে কথা বলছি। স্বভাবতই
হাই হুই হয়ার পর উনি বল্লেন
what's about your gf
আমি:gf, সেতো অনেক আগে মারা গেছে।
মেয়ে:ইস আপনার gf থাকলে খুশি হইতাম
আমি: খুশি হইতেন। আরে আমিতো অনেক
ফায়দা লুটতাম।
মেয়ে:what?তার মানে আপনি খারাপ লোক
আমি:এ কি বলেন আপনি। আমি কতটা ভালো মানুষ
তা আমার এলাকায় খোঁজ দ্যা সার্চ দিলেই বুজবেন
মেয়ে:আপনি মেয়ে না ছেলে?
আমি:ছি: ছি:। আমি একজন সুপুরুষ।
মেয়ে: তুমি সমকামী নওতো?
আমি: আশ্চর্য আপনি এইসব কথাবার্তা বলছেন কেন?
মেয়ে:one thing make me confused. আপনি gf
কে দিয়ে কি ফায়দা লুটতেন।
আমি:কেন, আমার মা আমার যে আবদার রাখতে একটু
সংকুচ করে তা আমার gf
বলে দিলে মাকে তা রাখতেই হত।
মেয়ে:আপনি পাগল নাকি?
আমি: পাগল নাকি। বলে কি? ম্যাডাম আপনার
মতিভ্রম ধরছে আমার মত হ্যান্ডসাম পুলার লগে চ্যাট
করতে পাইরা
মেয়ে:কি। খুব মাইন্ড করলাম।
আমি: আপনি আমার আপন কেউ নন। তাই
আমি আপনার রাগ কমাতে ইচ্ছুকও নয়।
এর আধা ঘন্টা পর মেয়ে রিপ্লাই দিলো
মেয়ে:আচ্ছা সত্যি বলুনতো আপনি gf
দিয়ে কি বুঝাতে চাচ্ছেন?
আমি:কেনো আপনি বুজেন নাই নাকি?
মেয়ে: না মানে, সামথিং গইং রং উইথ আস।
আমি:কিসের রং। লাল, নীল, বেগুনী।
মেয়ে:now i am dam serious. stop kissing থুক্কু
kidding with me?
আমি: আচ্ছা বলছি। শুনার জন্য
মেন্টালি রেডি হইয়া লও
মেয়ে: i am ready to listen. বাই
দ্যা ওয়ে আমি মেন্টালি খুবই শক্ত পোক্ত।
আমি: আমার কাছে gf মানে grand-father
মেয়ে:কি। ফাইজলামি পাইছেন, মেয়েদের
সাথে বেশি সময় কথা বলার জন্য এই ফন্দি করেছেন
আমি:আমি আগেই বলেছি,
আপনাকে মেন্টালি প্রস্তুত থাকতে। আর by the way
এখন আপনার শক্তো পুক্তো মগজটি এখন কুথায় গেলো?
মেয়ে: চুপ বেটা ফাজিল। আমি এখনই
তকে আনফ্রেন্ড করছি
আমি: বেয়াদপ মেয়ে একটা। বড় ভাইয়ের বয়সীদের
সাথে কিভাবে কথা বলতে হয় শিখছ নাই। এখনই
তরে ব্লক মারমু।।
আহ কি শান্তি লাগছে, ছুট
একটা ছ্যকা দিতে পারায়।
অই কে কই আসস আমারে এভারেস্ট দেখাই
দে একলাফে উটে যাব মনে হইতাছে।
©somewhere in net ltd.