নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

কুরআনের মিথ্যা প্রমাণের পরীক্ষা (পোস্ট নং-১)

০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪

কুরআনে বলা আছে সূরা লাহাব
"অচিরেই সে শিখাবিশিষ্ট (জাহান্নামের) আগুনে প্রবেশ করবে"
তার মানে আবু লাহাব নবীজির চাচা কখনো ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাব মৃত্যুর ১০ বছর আগে। এই ১০ বছরে আবু লাহাব ইসলাম গ্রহণ করলে কুরান মিথ্যা হয়ে যেত অথচ তার অনেক বন্ধুরা এই ১০ বছরে ইসলাম গ্রহণ করেছিল। এই সময় মহানবী তাকে নিয়মিত ইসলাম গ্রহণের জন্য আহবান করতো। আবু লাহাব শুধু বল্লেই হতো, আমি মুসলিম, তাহলে কুরআন মিথ্যা হয়ে যেত। এবং কি সে যদি ইসলাম ধর্ম পালন না করে মিথ্যা বলতো, তাও কুরআন মিথ্যা হয়ে যেত। কারণ কুরআন রচয়িতা স্বয়ং আল্লাহ, তিনি জানেন আবু লাহাব কখনও ইসলাম গ্রহন করবে না।

সূরা বাকারা, আয়াত ৯৪, ৯৫ এবং ৯৬।
ইহুদিদের একটি দল ছিল যারা মুসলিমদের সাথে তর্ক করে বলেছিল " তারাই আল্লাহর প্রিয়, জান্নাতের অধিকারী কেবল তারাই, অন্যরা হবে জাহান্নামী। তখন আল্লাহ বলছিলো " যদি তারা নিশ্চিত করে বলে তারাই আল্লাহর প্রিয়, জান্নাতের অধিকারী কেবল তারাই, অন্যরা হবে জাহান্নামী, তাহলে তাদের বলো মৃত্যু কামনা করতে"। এই আয়াতে আরও বলা আছে "তারা কখনো মৃত্যু কামনা করবে না, তাদের যদি হাজার বছরও বাঁচতে দেয়া হয়। কুরআনকে ভুল প্রমাণ করার জন্য একটি মাত্র কথা ইহুদিদের বল্লেই হতো, আমি মরতেই চাই ব্যাস তাহলে কুরআন ভুল প্রমাণ হয়ে যেত। একদম সহজ ছিল। মরার দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে। কেবল ৩ টি শব্দ, আমি মরতে চাই বল্লেই কুরআন ভুল প্রমাণ হয়ে যেত

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সব জেনে শুনে এমন সুরা নাযিল করেছেন

২| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: এখন আসল সমস্যা হলো করোনা।

৩| ০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৫

মেরিনার বলেছেন: Maa Shaa Allah! Short but precise!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.