নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কোন পরিচয় নাই।

আমি রাছেল খান

বলার মত কিছু নেই

আমি রাছেল খান › বিস্তারিত পোস্টঃ

কুরআনের মিথ্যা প্রমাণের পরীক্ষা (পোস্ট নং-৪)

০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

সূরা মায়িদাহ, আয়াত ৮২
এখানে বলা আছে পৃথিবীতে ইহুদি এবং মূর্তি পূজারিরা মুসলমানদের অধিক শক্র হবে (সমষ্টিগত) খ্রিস্টানদের থেকেও।
এখন যদি ইহুদিরা সবাই মিলে বলে আমরা মুসলমানদের বন্ধু বা মুসলমানদের জন্য আমরা ভালো হয়ে গেছি তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে।
একদম ভালো হওয়ার দরকার নাই যদি খ্রিস্টান থেকে ভালো হয় তাহলেও কুরআন মিথ্যা হয়ে যাবে।
কিন্তু তারা তা করবে না।
করতে পারবে না কখনো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ১০০% ঠিক।

২| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

নতুন বলেছেন: কোরানে এমন কোন দাবী নাই যেটা প্রমান করা যাবে মিথ্যা। কারন যতই প্রমান নিয়ে কেউ আসুক তার পক্ষে এবং বিপক্ষে কোরানের ঐ দাবীকে বোঝানো যাবে।

কারন কোরানে সরাসরি না বলে ইংগিতে বলা হয়েছে এবং অনেক বড় অথে` বোঝানো হয়েছে তাই এই সব যুক্তি এক রকমের সময় নস্ট মাত্র।

কোরানে কিছু আয়াত আছে যাতে পৃথিবি সমতল বলে মনে হবে এবং অন্য আয়াতে ডিম্বাকৃতির বোঝানো হয়েছে।

মানুষ সৃস্টির প্রসংগে সুক্রানুর কথা বলা হয়েছে মেরুদন্ডের গোড়া বা ঐ রকমের কিছু একটা থেকে। সুক্রানু তৌরি হয় অন্ডকোষ থেকে কিন্তু ঐ আয়াতের ব্যক্ষায় ঘুরিয়ে পেচিয়ে প্রমান করা হয় যে ঐটাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.