![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের সীঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পিছলে পড়া একজন স্বপ্নচারী। স্বপ্নের পথে নই এখন বাস্তবতাই লক্ষ্য
ও ভাই যাবেন?? এক'শ দিলে হবে। সময় আপনার ইচ্ছে..
কি?
আরে ভাইকি বাচ্চা ছেলে? বুঝেননা কিছু? আরে ভাই আমার লগে শুয়বেন, এক'শ টাকা আর সময় আপনার যতক্ষণ লাগে...
না! আমি এরকম মানুষ নই...
কত দেখলাম এমন... ভদ্দর লোক। শুয়ে বুঝছি কেমন ভদ্দর লোক..!!
.
কথা গুলো রুবিনা বেগম নামের চাঁদ পুরের এক ২৩ বছর বয়সি মেয়ের। যার ক্ষুদার্থ চেহারা আর কঠোরতার পিছনে এক অসহায়ত্বের গল্প লুকানো। শহরটাকে তার খুব ভালো করে চেনা। কথায় আছে রাতের বেশ্যা জানে এই শহরটা কেমন..!!
.
মেয়েটার চেহারায় বলে দিচ্ছে তার অসহায়ত্বের গল্প। আপনারা যারা শহরে থাকেন দেখবেন, সিনেমা হলের সামনে রেল লাইন ওভার ব্রিজের উপরে এরকম অসংখ্য সমাজ আক্ষায়িত নামের বেশ্যাদের দেখতে পাবেন। এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম একটি বাক্য বেশ্যা..!!
.
ও হ্যাঁ.... খুব জানার ইচ্ছে মেয়েটার সর্ম্পকে। মেয়েটি আমার প্রিয় শহরের একটি খুব পরিচিত বস্তিতে থাকে। বিয়ে হয়েছে দেড় বছর। বড় দুমদাম করে বিয়েটি হয়েছে গ্রামের বাড়ীতে, স্বামী শহরে থাকে বলে তার সাথে সূখের রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রুবিনার শহর যাত্রা..!!
.
কথায় আছেনা !! প্রকৃতি মাঝে মাঝে কষাই লাথ্থি মারে। রুবিনার ক্ষেত্রেও ঠিক তেমন। যে ঘরটায় থাকে তার ভাড়া ৪হাজার, যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছে সে একজন নেশা খোর। নেশা করে রাতে এসে মারে। রোজগার করেনা। আর নেশার টাকা গুলো রুবিনাকেই দিতে হয়..!!
.
ওহ্ একটা কথাতো বলা হয়নি রুবিনা ১বছরের একটা মেয়েও আছে, নাম শেলি খুব সুন্দর না নামটা?? মেয়েটার হাঁসি দেখলে দুনিয়ার সব কষ্ট গুলো যেনো নিমিষেয় হাওয়া হয়ে যায়। একদম পুতুলের মতো মেয়েটা তার। বস্তির একটা খালার কাছে রাতের বেলা মেয়ে রেখে রুবিনা তৈরি করে প্রতিদিনকার রাতের শহরের রূপকে..!!
.
সাদা কালো পোষাকের আড়ালে কিছু বিবস্র মানুষকে রুবিনা প্রতিদিন আবিষ্কার করে। রাতে বেশ্যা জানে হে শহর তুমি কেমন? পতিতা, বেশ্যা এই শব্দ গুলো যেনো কেবল মানুষের অস্তিত্বে ঠিক ঝাপসা বর্ণের কিছু প্রতিচ্ছবি। যে শব্দ গুলো শুনলে সমাজের দাঁতের গোড়ায় বোমি এসে জমা হয়..!!
.
কিন্তু কখনো একটি বার তাদের এই পথ আর বেশ্যার শব্দদের আড়ালে গিয়ে এই সমাজ তাদের দেখেনা। বেশ্যার কোনো জাত হয়না। এরা নাকি মায়ের জাতের বাহিরে। তবে একজন রুবিনারা জানে সাদা কালো ফ্রেমে চশমাওয়ালা ভদ্দর লোকের বিবস্র কুকুরের চেহারা। এই অন্ধ মাতাল সমাজ সেটা দেখেনা..!!
.
পরিশেষে বলবো... কেউ বেশ্যা হয়ে জন্ম নেইনা। বেশ্যা এই মাতাল সমাজ আর কিছু ভদ্দর লোকেরা তৈরি করে। নিজেদের চাহিদার অপর প্রান্তে যে মানুষ গুলো অসহায়ত্ব বিক্রি করে খায় তারা বেশ্যা। যারা সন্তানের মুখে দু'চামচ দুধ তুলে দেবার জন্য নিজের শরীরকে কালো চশমার আড়ালে হিংস লোভি চোখের হাতে তুলে দেই তারা বেশ্যা..?? ভদ্দর লোকরা নীতি বেছে খায় আর কেউ শরীর বেছে পার্থক্যটা শুধু এখানেই !!
.
প্রশ্ন..... আমরা কি? উত্তর হবে? জাতি তুমি বেশ্যা তৈরি করো কিন্তু বেশ্যা শব্দ শুনলে নাক চিটকাও... আসলে তুমি কি..??
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১২
রাসেল মাহমুদ রাসু বলেছেন: বেশ্যার তৈরির কারখানা আমরা।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৩
রাসেল মাহমুদ রাসু বলেছেন: বেশ্যার তৈরির কারখানা আমরা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
জিল্লুর রহমান রিফাত বলেছেন: কেউ বেশ্যা হয়ে জন্ম
নেইনা। বেশ্যা এই মাতাল সমাজ আর কিছু
ভদ্দর লোকেরা তৈরি করে।
অপ্রিয় সত্য।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
জিল্লুর রহমান রিফাত বলেছেন: কেউ বেশ্যা হয়ে জন্ম
নেইনা। বেশ্যা এই মাতাল সমাজ আর কিছু
ভদ্দর লোকেরা তৈরি করে।
অপ্রিয় সত্য।
৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭
মোটরসাইকেল ভ্যালী বলেছেন: দু:খের গল্প
আমি নতুন, আমার ব্লগবাড়ীতে স্বাগতম
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫
রাসেল মাহমুদ রাসু বলেছেন: আপনাকেও স্বাগতম।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১৫
রাসেল মাহমুদ রাসু বলেছেন: আপনাকেও স্বাগতম।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত কষ্টই থাকুক এ পথে আসাটা কোন মতেই মানতে পারি না। তাই তাদের জন্য কোন সমবেদনা নেই...
৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০
কানিজ রিনা বলেছেন: বাংলাদেশের মেয়েদের মত সৌভাগ্য কমদেশের
মেয়েদেরই আছে। যেখানে গার্মেন্টস্ শ্রমিক
লক্ষ হাজার নারীরা কর্মকরে স্বামী ছেলেমেয়ে
মা বাবা ভাইবোনের সংশার চলছে দিব্যি।
সেখানে সহজ পদ্ধতি শরীর বেচে বেশী টাকা
উপার্জন করা। ইচ্ছা করলে ওরা যে কোনও
শ্রম দিয়ে আরও দুজনের পেট চালাতে পারে।
আগেও বলেছি বেশ্যার কোনও জেন্ডার নাই।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭
কানিজ রিনা বলেছেন: ওদের সুকৌশলে যেসব বেশ্যা পুরুষ চালায়
সে সব পুরুষ ওদের রাতের প্রেমিক, সকালে
কোটটাই পরা সাহেব। রাস্তার মেয়ে গুল
চালায় বস্তির বেটা বুড়োরা। আর সোসাইটির
মেয়েদের চালায় সোছাটিং বেটা ছেলা আর
বুড়ো ভাম। শুধু মাত্র বেশ্যা পুরুষের সুকৌশল
অতপর এসব ব্যবসার অনৈতিক সুচতুর রীতি।
অসংখ্য অভাবী নারী এই ট্রাফে পরে।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭
কানিজ রিনা বলেছেন: ওদের সুকৌশলে যেসব বেশ্যা পুরুষ চালায়
সে সব পুরুষ ওদের রাতের প্রেমিক, সকালে
কোটটাই পরা সাহেব। রাস্তার মেয়ে গুল
চালায় বস্তির বেটা বুড়োরা। আর সোসাইটির
মেয়েদের চালায় সোছাটিং বেটা ছেলা আর
বুড়ো ভাম। শুধু মাত্র বেশ্যা পুরুষের সুকৌশল
অতপর এসব ব্যবসার অনৈতিক সুচতুর রীতি।
অসংখ্য অভাবী নারী এই ট্রাফে পরে।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১১
কানিজ রিনা বলেছেন: এসব নারীরা একবার এই ট্রাফে পরলে আর
বেড় হয়ে মুখ খোলার ক্ষমতা থাকেনা।
বরন্চ বাধ্য হয়েই খদ্দের যোগার করার
নানান কৌসল অবলম্বন করে। ফেসবুক
খুললেই দেখা যায়। সুন্দরীদের পর্ন দেখিয়েই
ওদের কৌসলে কব্জা করা হয় তাই ওরা
কোনদিন আর মুখ খুলার সাহস পায়না
সমাজের ভয়ে।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪০
আলগা কপাল বলেছেন: NO COMMENT.
১১| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮
এইচ আর হাবিব বলেছেন: মানুষের বিবেক আর মনুষ্যত্বই পারে বেশ্যা নামটি চিরতরে এই সমাজের বেশ্যা সৃষ্টি লোভী লোকদের ক্ষীণ করতে।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
ভাবুক কবি বলেছেন: আমরাই আমাদের কর্মের গুণে বেশ্যা তৈরী করি কিন্তু এই বেশ্যার দুঃখগাঁথা গল্পের অংশীদার কেউ হইনা। অপ্রিয় কিছু সত্য কথন।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
ভাবুক কবি বলেছেন: আমরাই আমাদের কর্মের গুণে বেশ্যা তৈরী করি কিন্তু এই বেশ্যার দুঃখগাঁথা গল্পের অংশীদার কেউ হইনা। অপ্রিয় কিছু সত্য কথন।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০০
জিল্লুর রহমান রিফাত বলেছেন: কেউ বেশ্যা হয়ে জন্ম
নেইনা। বেশ্যা এই মাতাল সমাজ আর কিছু
ভদ্দর লোকেরা তৈরি করে।
অপ্রিয় সত্য।