নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, মাতৃভাষা ও মাতৃভূমি

শুদ্ধ হোক তোমার মন,ইতিবাচক হোক তোমার দৃষ্টিভঙ্গি,প্রকাশ হোক তোমার কর্মে,চেতনায় ও মননে ।

রাসেল মাহমুদ মাসুম

আমি খুব সাধারণ একটি মানুষ।

রাসেল মাহমুদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

প্রতারণার রকমফের !!!

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আমরা যারা শহরে বাস করি সবাই কমবেশি বিভিন্ন সুপারশপ বা সুপারস্টোর যেমন- আগোরা(Agora),মীনা বাজার (Mina Bazar ), স্বপ্ন (Shawpno) . সাদ মুসা (Saad Musa City Center ) থেকে প্রায়শই কেনাকাটা করি।কিন্তু আমরা কি এই সব সুপারশপের চালাকি ধরতে পারি ? বিভিন্ন পত্রিকার পাতা জুড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে আমাদের আকৃষ্ট করে থাকে। হয়তো বুঝতে পারিনা, হয়তোবা বুঝেও গুরুত্ব দিই না।যার ফলে এইসব সুপারশপগুলো আমাদেরকে ঠকিয়ে অতি মুনাফা লুটছে। দেখবেন এই শপগুলো থেকে কিছু কিনলে তারা অস্বাভাবিক হারে ভ্যাট নেয়।অথচ বেশির ভাগ পণ্যর গায়ে লেখা থাকে ভ্যাটসহ সব্বোচ্চ খুচরা মূল্য । এরপরও এইসব সুপারশপগুলো ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ লুটে নেয়।আমার প্রশ্ন হচ্ছে ,একটি পণ্য কেনার জন্য কেন দুইবার ভ্যাট দিব ? অথচ আমরা যদি এই পণ্যটি পাড়ার কোন সাধারণ দোকান থেকে কিনতাম , তাহলে আমাদের দুইবার ভ্যাট দিতে হতনা।এমনই সর্বংসহা জাতি আমরা কেঊ কিছুই বলছে না এসব নিয়ে । মিডিয়া গুলোও এসব নিয়ে কোন রিপোর্ট করছে না ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: হু কখনো ভাবে দেখি নাই ।।

এমনই সর্বংসহা জাতি আমরা কেঊ কিছুই বলছে না এসব নিয়ে ।
এটাও সত্যি ...

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: আমরা আসলে যেন সবকিছুই মেনে নিচ্ছি নির্দ্বিধায় , যেন মেনে নিতে হয়। আমরা ব্লগাররা যদি একটি সাংস্কৃতিক পরিবর্তনের জন্য এগিয়ে যায় তাহলেই সমাজে পরিবর্তন আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.