নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনু+অ

19

মনু+অ › বিস্তারিত পোস্টঃ

গোয়েন্দা গুগল

১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২

আপনি যদি একটা এন্ড্রয়েটের মালিক হন আর তাতে যদি লোকেশন ট্রাকার চালু করা থাকে তাহলে গুগল মামা গোয়েন্দার মভ আপনার

লোকেশন সেখান থেকে নিয়মিত ট্রাক

করতে থাকে। যার ইতিহাস

আপনি দেখতে পারেন



https://maps.google.com/locationhistory



এখান থেকে।

নিরাপত্তা হীনতায় ভুগতেছেন ?কোন

বাহিনী নিয়োগ দিব আপনার জন্য

সেনাবাহিনী, রেব, বিজিবি না যৌথ

বাহিনী ?

নিজে বিপদের দিকে হাঁটা আরাম্ভ

করলে কোন

বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে

না।

কিন্তু অনলাইনে যখন আছেন আর

মামা আপনার

সাথে আছে তো চিন্তা কিসের ।মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে।

আপনি হাটছেন, না দৌড়াইতেছেন

, না বসে আছেন গুগল মামার কাছে তথ্য

আছে। শুধু মামারে গিয়া বলেন

মাম্মা আমার গত এক

মাসে কি কি সিকিউরিটি ও

প্রাইভেসি জনিত

সমস্যা আছে আমারে একটু জানাও।

সাথে সাথে পেয়ে যাবেন আপনার কোথায়

কি সমস্যা আছে। তবে মামারে ইমেইল

এড্রেসটা দিয়ে আসলে মামা এটা

প্রত্যেক মাসের রির্পোট আপনার

যাদুর ঝুলিতে পৌছে দিবো। আপনার

রিপোর্ট এর জন্য ক্লিক করুন



https://www.google.com/settings/dashboard



জীবনটা অনলাইন নির্ভর হয়ে গেছে।

বাইরের সাথে যোগাযোগ কম। তাই

হয়তো আপনার আশে পাশের লোকজন

আপনাকে ব্যাপক ভাল, শান্ত শিষ্ট

আরো নানা উপাধিতে ভূষিত করছে।

চলুন দেখে আসি গুগল মামা আপনার

ক্যারেক্টার কে কিভাবে সার্টিফাইড

করে।

দেখবেন না কি?

দেখতে চাইলে গুতা মারুন এই লিঙ্ক এ



https://www.google.com/history/



আপনার তথ্য নিরাপদে আছে তো ?

আপনাকে না জানিয়ে কেউ আপনার

তথ্য ব্যবহার

করছে কি যা আপনি গুগল মামার

কাছে জমা রেখছেন। না এ

হতে পারে না। তার পরও নিশ্চিত

হতে একবার ঘুরে আসতে পারেন এই লিঙ্ক এ



Click This Link



এখানে আপনি পাবেন কোন কোন

এ্যাপস বা এক্সটেনশন আপনার গুগল

তথ্য ব্যবহার করছে। আবার

চাইলে আপানি কোন এ্যাপস

বা এক্সটেনশক কে নিষিদ্ধ

করে দিতে পারেন আপনার গুগল তথ্য

ব্যবহার থেকে।

আপনার তথ্য ব্যাংক

কত রঙ্গ জানোরে মনু কত রঙ্গ জানো।

গুগল মামার কাছে যত তথ্য

আপনি জমা দিছেন যেনে শুনে বা নিজের

অজান্তে সকল তথ্য

চাইলে আপনি আবার এক্সপোর্ট

করতে পারবেন এই লিঙ্ক থেকে



https://www.google.com/takeout



বাহ ভাল তো ভাল না।

কিছু বলব না শুধু

লিঙ্কটা থেকে অতি বিশুদ্ধ

লোকরা একটু ঘুরে আসুন



Click This Link



ঘাপলা থাকলে থাক :-P । গুগলের এই নজরদারি আর ভালো লাগে

নাহ ।ভাবছিলাম একটু হেপি হমু তা আর পারলাম কৈ ?

আজ আর লিখলাম না। নতুন তো।

আপনাদের উৎসাহ পেলে আবার কোন

নতুন বিষয় নিয়া লিখব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.