নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো পোলা আছিলাম, এখন আপাদমস্তক ভন্ড!

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

রাশেদ

এখনো ছাত্র। থাকি এক দ্বীপের কোনায়। কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই। আর মাঝে মাঝে গান আর হাবিজাবি পোস্টাই।

রাশেদ › বিস্তারিত পোস্টঃ

শতাব্দি--নচিকেতা

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৬

যদি কখনো ফিরে আসো

দেখবে তেমনি আমি আছি দাঁড়িয়ে

সেই গান গেয়ে যা দিয়েছো আমায় তুমি

সেই গান গাই

সস্তা সিগারেট খাই

ধুলো ছুঁয়ে যায় এই শরীর

তোমার লাল মারুতি দুর্বার গতি

ফুটপাতে স্থবির আমি



তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ

তোমার মুখ দেখি পোস্টারে

কি ভালোবাসো কখন হাসো

সব বিক্রি হয় বাজারে



তবুও এই সস্তা জামার নীচে

আজও এই হৃদয়ে জাগে

হয়ত খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে

দশ দশটা বছর আগে



না না দশক ধরে নয়

শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ



যখন তুমি ষোলো অথবা সতেরো

একসাথে গিয়েছি সিনেমায়

এখন কোথায় সেদিন

শুধুই বুকে নিকোটিন

তোমায় দেখি রূপোলি পর্দায়



প্রথম যেদিন তোমায় শুনিয়েছি গান

তোমার দুটো চোখে ছিল প্রেরণা

এখন প্রতি সন্ধ্যায় গলা কত গান গায়

তবু মন বলে ভালো লাগে না

যখন তোমার ছিল আকাশ

তখন তুমি চাইলে খাঁচা

এখন সোনার খাঁচায় খেলনা পাখি সেজে

রাত্রিদিন সুতোয় নাচা



তবুও এই সস্তা জামার নীচে

আজও এ হৃদয় ভাবে

ভাঙ্গবে খাঁচা এক না একদিন

সত্যি ভালোবাসার অভাবে



না না দশক ধরে নয়

শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ





অডিও লিঙ্ক



আর্টিস্টঃ নচিকেতা

অ্যালবামঃ চলে যাব তোকে নিয়ে

মন্তব্য ৭৩ টি রেটিং +১৩/-১

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৯

মানুষ বলেছেন: ৫০০০ গান ডাউনলোড করতে দিছি। পোলাপাইন কতো গান পোষ্টাও এইবার দেখবো

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০

রাশেদ বলেছেন: হায় হায়! কও কি! :|

২| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩১

হমপগ্র বলেছেন: হা হা মানু!


ধন্যবাদ রাশু।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০

রাশেদ বলেছেন: ওয়েল্কাম।

৩| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৩৯

রন্টি চৌধুরী বলেছেন: মানুষ ক্ষ্যাপছে...হাহ হা...

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০

রাশেদ বলেছেন: খবর আছে আমাগো। :)

৪| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪০

রন্টি চৌধুরী বলেছেন: গানটা আমার কাছে এখানে ছিল না, ধন্যবাদ রাশেদ।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৩

রাশেদ বলেছেন: :) ওয়েল্কাম।

৫| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪২

জেনারেল বলেছেন: ভালা গান দিছ, ড়াষু

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৪

রাশেদ বলেছেন: আরে বস। থ্যাঙ্কু। :)

৬| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৪

রাশেদ বলেছেন: কয়েকটা লাইনে সমস্যা আছে, বুঝতেছি না। কেউ হেল্প করেন।


বিমা কই!!

৭| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৫

রন্টি চৌধুরী বলেছেন: রাত্রি দিন ____ না চাও (?)...এখানে হবে রাত্রিদিন সুতোয় নাচা।
নিশ্চয় সত্যি ভালোবাসাও পাবে....এখানে হবে সত্যি ভালোবাসার অভাবে।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৬

রাশেদ বলেছেন: মেলা থ্যাঙ্কস আপ্নারে। :)

৮| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৭

রন্টি চৌধুরী বলেছেন: সম্ভবত নানা দশক ধরে রয় ...হবে

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৮

রাশেদ বলেছেন: বুঝতেছি না। তাই হবে মনে হচ্ছে।

৯| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৯

রাতিফ বলেছেন: রাশেদ ভাই, গানটা জোস.......রাশেদ ভাই, দেখছেন.......আপনার

পোস্টে মাইনাস দিয়া গেসে...আমার পোস্টেও দিছে..আমার সব

পোস্টেই দিয়া গেছে.......এবার বলেন.......কেমনটা লাগে?

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫০

রাশেদ বলেছেন: হা হা! আমার পোস্টে মাইনাস অন্য কারনে পাই। তোমার কারনের সাথে মিল্বে না। :)

১০| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৯

আকাশচুরি বলেছেন: মনটা উদাস হইলোরে ভাই!! +

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫১

রাশেদ বলেছেন: :(

১১| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫০

মানুষ বলেছেন:
না না, দশক ধরে নয়,
শতাব্দী ("ধরে" কথাটা এইখানে উহ্য রাখা হইছে সূর ঠিক রাখার জন্য) আই লাভ ইউ।

শতাব্দী কারও নাম না। শতক বছরের ভালবাসার কথা কইতেছে গাতক

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩

রাশেদ বলেছেন: হা হা! এইটা তো বুঝি নাই। আমি মাইয়ার নাম মনে কর্তাম। হা হা!

থ্যাঙ্কু থ্যাঙ্কু। :)

১২| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫০

রোডায়া বলেছেন: রাশেদের দিন শ্যাষ! ৫০০০ গান একবারে পোষ্টাইলে কি হইব ভাইবা বড়ই আনন্দ পাইতাছি, হা হা হা৷

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩

রাশেদ বলেছেন: আমি শেষ, বিমা শেষ, রন্টি ভাইও শেষ! উনি কেবল শুরু করছিল। হি হি!

১৩| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫২

কাল্‌বেলা বলেছেন:
শুন্তেছি.........

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৩

রাশেদ বলেছেন: হোকে! :)

১৪| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৬

রাতিফ বলেছেন: হুমমমম।

১৫| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৭

রন্টি চৌধুরী বলেছেন: শুরুতেই শেষ হল যাত্রা জাতীয় একটা গান খুজছি পোষ্ট করার জন্য..কারও কাছে আছে নাকি?B-)

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৯

রাশেদ বলেছেন: হা হা! তোমার হলো শুরু আমার হলো সারা! B-)

১৬| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:০১

রন্টি চৌধুরী বলেছেন: গুড। আসছে এই গান।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:০২

রাশেদ বলেছেন: হা হা!

১৭| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৮

মো: রাশেদ-উজ-জামান বলেছেন: গানটা যদি আমায় ইমেইল করতেন....
[email protected]

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৮

রাশেদ বলেছেন: ওকে।

১৮| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:০৯

মো: রাশেদ-উজ-জামান বলেছেন: প্রিয় পোষ্টে রাখলাম

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:১১

রাশেদ বলেছেন: পাঠাইছি। মেইল চেক দিয়েন।

১৯| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৪

রন্টি চৌধুরী বলেছেন: এসে গেছে

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৭

রাশেদ বলেছেন: =p~

২০| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৪

তামিম ইরফান বলেছেন: আগেই কইছিলাম বালিকারে ছ্যাকা দিয়েন না;)এহন খাড়ায় খাড়ায় সস্তা সিগারেট খান:)

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৬

রাশেদ বলেছেন: আমি সস্তা সিরগেট খাই না! :-P

বেন্সন খাই একেক্টার দাম দেশি টাকায় ২০ টাকা উরপে পড়ে! :D :D

২১| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৬

তামিম ইরফান বলেছেন: গানটা ভালু আছে।:)মেলা দিন পরে শুনলাম।

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৬

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

২২| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩০

তামিম ইরফান বলেছেন: বালিকার জন্য সিগারেট খাইয়া জীবন ধ্বংস কইরেন না ড়াশু ভাই।জীবনে আরও ঘাট
আসবো।আর যদি লাগে কন ৫-৬ টা ঘাট যোগাড় কইরা দেই:P।আমি আবার মেলা ঘাট চিনি;)

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩২

রাশেদ বলেছেন: নিজের ঘাটের ধাক্কা সামলাও আগে গোলাবি হনুমান! :P

এক ঘাটের ধাক্কার চোটে যেইসব কোবতে লেখতেছো কি আর কমু। :D

২৩| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৮

তামিম ইরফান বলেছেন: বালিকার চুল আউলা ঝাউলা কেন;-*,চুল ধইরা টান মারছিলেন নাকি;-/।আহারে বেচারী বালিকা;(। নারী নির্যাতনকারী ড়াশু ভাইয়ের কঠোর শাস্তি চাইB-)

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪১

রাশেদ বলেছেন: হায় বালিকা! তুমি কুতায়! =p~

যা বেটা!! নয়া কোবতে লেখো। :P

২৪| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪১

তামিম ইরফান বলেছেন: বালিকার চুল আউলা ঝাউলা কেন:-* ,চুল ধইরা টান মারছিলেন নাকি:-/ :-/ ।আহারে বেচারী বালিকা:(( । নারী নির্যাতনকারী ড়াশু ভাইয়ের কঠোর শাস্তি চাই B-)পাষন্ড X((

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪২

রাশেদ বলেছেন: ছবিতে তো মাইয়াডা কান্তাছে!! পোলাডার অবস্থা দেইক্কা! :D :D

২৫| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩

তামিম ইরফান বলেছেন: না না দশক ধরে নয়
শতাব্দী, আই লাভ ইউ আই মিস ইউ

বালিকারে ছ্যাকা মাইরা এহন কয় আলাবু ভন্ড আর কারে কয় X(( :-/

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৪

রাশেদ বলেছেন: মানুর কমেন্ট দেখো!! :p

এইডা মাইয়ারে কয়া হয় নাই নাকি। :D

২৬| ২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৬

সারওয়ারচৌধুরী বলেছেন:




হুমম +

২৩ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৬

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

২৭| ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:০০

তামিম ইরফান বলেছেন: লেখক বলেছেন: ছবিতে তো মাইয়াডা কান্তাছে!! পোলাডার অবস্থা দেইক্ক।

আমারা ড়াশু ভাইয়ের এই কমেন্ট পড়ে বুঝতে পারি যে কঠোর শাস্তির ভয়ে লেখক ঘটনার মোড় অন্যদিকে প্রবাহিত করার অপচেষ্টা করিতেছেন
কিনতু সচেতন পাঠক মাত্রই বুঝতে পারবেন যে এখানে ছবির বালিকাটি তার নিজের হ্রদয়েরঅব্যক্ত যন্ত্রনায় অশ্রুপাত করছে।যার বহিঃপ্রকাশ ঘটেছে উপরোক্ত ছবিটির মাধ্যমে।ছবিটিতে আমরা দেখতে পাই,বালিকাটি ফুটন্ত গোলাপ হাতে একটি কবরের সামনে দাড়িয়ে আছে।এখানে কবর,গোলাপ,ও মেঘাচ্ছন্ন আকাশ রুপক হিসেবে ব্যবহ্রত হয়েছে।এখানে লাল গোলাপ বালিকাটির বুকের কষ্টের রক্তক্ষরন বোঝাচ্ছে,মেঘাচ্ছন্ন আকাশ এখানে বালিকার কষ্ট ও আবেগকে প্রকাশ করছে এবং কবর দ্বারা বালিকা যে ড়াশু ভাইয়ের অকথ্য নির্যাতনে মৃত্যর মুখোমুখি তাই বোঝাচ্ছে।এমতাবস্থায় সচেতন পাঠ মাত্রই বালিকার ব্যাথায় ব্যাথিত হবেন এবং মানুষরুপী ভন্ড,কাপুরুষ ড়াশু ভাইয়ের প্রতি তাদের ঘৃণা উগরে দিবেন। =p~ =p~ B-)

২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৯

রাশেদ বলেছেন: হতভাগা গোলাবি হনুমান!! এইকানে বিশ্লেষন না কইরা নয়া কোবতে দাও, পড়ি।

বিষলেষন জব্বর হইছে! B-)

এই কমেন্ট লেক্তে কতক্ষন লাগাইছো!! এতক্ষনে কোবতের ৫ লাইন লেইখা লাইতে পারতা! :-P

২৮| ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৪

রন্টি চৌধুরী বলেছেন: আরও একটি সম্ভাব্য ধারনা হল-----বালিকা হয়ত তার সদ্য মরহুমা বান্ধবীর কব্বরের পাশে গিয়ে বলতে চাচ্ছে ....সখীরে... যদি তোর কাহিনী থেকে শিক্ষা নিতাম!!! তুই তো ড়াষুর রূপ বুঝতে না পেরে অত্যাচারে অত্যাচারে মারাই গেলি...ক্যান যে আমিও ওই ব্যাটার ফাদে পড়লাম...

২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৫

রাশেদ বলেছেন: হা হা! আপ্নিও যোগ দিলেন হনুমানটার সাথে! আমি এখন কই যাই! :|

রাশুর যদি এত ক্ষেমতা থাক্ত! হায়!

২৯| ২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৬

রন্টি চৌধুরী বলেছেন: ধুর আমি যোগ দিলাম কোথায়? সম্ভাব্য একটি যৌক্তিক ধারনার কথা বললাম।

২৪ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৭

রাশেদ বলেছেন: :-P

৩০| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৫০

আলী আরাফাত শান্ত বলেছেন: এই গানটা দুর্দান্ত এক গান।কলকাতার কোন ম্যাগাজিনে দেখছিলাম নয়িকা শতাব্দীর সাথে নাকি নচির সত্যিই প্রেম ছিলো!
গানটা আমি দিতাম সময় পাইলে!তার আগে তুমিই দিয়া দিলা। থ্যান্কু।

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৫৩

রাশেদ বলেছেন: হায় হায়! তোমার একটা পোস্ট কমাইয়া দিলাম। সরি। :(

থ্যাঙ্কু। হৈতারে।

৩১| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১১

বিষাক্ত মানুষ বলেছেন: হালার হালা ..... আমার ড্রাফটে ছিলো গানটা :)

আমার এত প্রিয় গানটা !!!! .... জোস

এখন কোথায় সেদিন
শুধুই বুকে নিকোটিন
...... আহা কি কথা !!!

(লিরিক ১০০% ঠিক আছে:))
(মানুরে সোলাইমানি বান মারুম নাকি চিন্তা কর্তাছি)

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৪

রাশেদ বলেছেন: হায় হায়! সরি, জানা ছিল না তুমি লেইখা রাখছো। সরি। :)

আমারো খুব প্রিয় গান।

হ, লিরিক্স পুরা জটিল, হেব্বি লাগে।

মানুরে সোলাইমানি বা যেই ব্যানই হউক, মারাডা জরুরি। :D :D

৩২| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৩

আলী আরাফাত শান্ত বলেছেন: লিরিক ঠিকাছে।

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৫

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

৩৩| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: গানের টাইটেল টা "শতাব্দি" সম্ভবত

রমজান কোন গান পোস্টাইলেই মাইনাস দিমু ভাবতাসি B-)

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২০

রাশেদ বলেছেন: তাতো জানি না। গুতাইতেছি এখন।


হা হা! ঠিক। আমাগো বিরুদ্ধে লাগ্লে খবর করুম। :D

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৬

রাশেদ বলেছেন: হ, তুমি ঠিক। শতাব্দি নাম।

৩৪| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৭

আলী আরাফাত শান্ত বলেছেন: মানু গান পোস্টাইলেই মাইনাস দিমু

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২৮

রাশেদ বলেছেন: হোকে। আমরাও আছি। :D

৩৫| ২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৩৪

তানজিলা হক বলেছেন: ডাউন লোড করতাছি:)

২৪ শে মার্চ, ২০০৮ সকাল ১০:৪০

রাশেদ বলেছেন: এই গান আগে শুনো নাই!! কও কি!! খালি পুরান বাংলা শুনো নাকি সারাদিন। :)

থ্যাঙ্কু, শুইনা দেখো। ভালো লাগবে। :)

৩৬| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৩

আহমাদ মুজতবা বলেছেন: মারহাবা মারহাবা

২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৭

রাশেদ বলেছেন: কেয়া হ্যা! লা জাওয়াব!

৩৭| ২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১০

রন্টি চৌধুরী বলেছেন: গুড গুড...শান্ত, বিমা সাথে আছে...মানু'র খবর আছে.....;)

২৬ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৪

রাশেদ বলেছেন: হা হা! মানুর এইলাইনে আস্তে দেখলেই দৌড়ানি দেয়া হইবেক! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.