| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-রেজওয়ানুল হাসান
ল্যাম্পপোষ্টের আলোয় পুড়তে শিখে
সূর্যের আলোয় দাড়াতে চোখ বুঝে আসে
তালাবন্ধ করে রাখি ঢুকতে দিব না মনের দরজায়
অঙ্গের কাঁপন অনুভব করি শরীরে যেভাবে তুমি কাঁপ
প্রতিটি কম্পন জ্বালা ধরায় ধমনী শিরায়
থামাতে পারেনি কেউ তারপরেও কেন ছুটে চলা
বিষবৃক্ষ পাতা মেলে নিঃশ্বাসে জ্বালাতে চায় পরিবেশ
তোমার ভালবাসা মধ্যস্থকারী কে হবে
কার মাধ্যম দিয়ে তুমি আমার হবে
হলুদ রং মেখে শরীরে ডুব দেবে
কালো নয়ন খুলে রাখব তোমার জন্য
ধ্যনীর ধ্যনভাঙ্গাবে খুশীতে গ্রহন করব
স্থীর করে রাখব সেল কোষ দূরন্ত আত্মা মেশাবো
চঞ্চল তোমাতে নৃত্যের মুদ্রায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধ্যনীর ধ্যনভাঙ্গাবে খুশীতে গ্রহন করব

স্থীর করে রাখব সেল কোষ দূরন্ত আত্মা মেশাবো
চঞ্চল তোমাতে নৃত্যের মুদ্রায়।
বেশ ভাল লেগেছে।