নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পচে যায়,বেচেঁ থাকলে বদলায়,কারণে অকারণে বদলায়।

দুঃখ ভরা এজীবনে সুখের ছোঁয়া পাইনি।

রশিদ সভাপতি মুমুরদিয়া

রশিদ সভাপতি মুমুরদিয়া › বিস্তারিত পোস্টঃ

সফল হতে হলে ঝুঁকি নিতে হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

জীবনের গতিপথে অনেক ঝুকি রয়েছে। যেগুলো অতিক্রম করে সামনের দিকে এগুতে হয়। নিজের একান্ত মনের কথা বা মনভাব কারও কাছে প্রকাশ করলে ঝুঁকি নিজের আসল চরিত্র প্রকাশের্। নিজের স্বপ্ন চিন্তা, পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা যদি জানানো হয় তাহলে ঝুঁকি থাকে সেগুলো কেউ হরণ করার। আশা থাকলে ঝুঁকি থাকে হতাশার। ভালোবাসলে ঝুঁকি থাকে প্রতিদানে ভালোবাসা না পাওয়ার। মরনই একমাত্র ঝুঁকি জীবনের জন্য।চেষ্টা করতে গেলে ঝুকি থাকে ব্যর্থ হওয়ার। কিন্তু ঝুকিত নিতেই হবে।জীবনের সবচেয়ে বড় বিপদ হলো ঝুঁকি না নেওয়া। যে মানুষ ঝুঁকি নেয়না তার অস্তিত্বই নেই। তারা হয়তো দুঃখ এবং যন্ত্রনাকে এড়িয়ে যেতে পারে , কিন্তু তারা কিছু শেখে না,অনুভব করেনা, পরিবর্তন করেনা,উন্নত হয়না,ভালোবাসার এবং ভালোবাসা পাওয়ার মন থাকেনা এবং শেষ পর্যন্ত বাচেনা।এই নেতিবাচক মনভাব তাদের শিখলে বেধেঁ রাখে। ধীরে ধীরে স্বাধীনতা হারিয়ে তারা নি:স্ব হয়ে যায়। যারা ঝুঁকি নেয় তারাই মুক্ত ,তারাই সফল। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে ঝুঁকি নিয়ে সফল হয়েছে। প্রতিস্ঠিত করেছে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। এই দু:সময়ে কিছু মানুষ নামে নরপশুরা বাংলার মাটিতে থেকে বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে হাত মিলিয়েছিল পাকিস্তানের সাথে। গণহত্তা, নারী নির্যাতন, লুন্ঠনসহ আরও অনেক জঘন্য অপরাধ করেছিল এই রাজাকাররা। কিভাবে তারা স্বাধীনতার পর ৪৩বছর বাংলার মাটিতে স্বাধীনভাবে বাস করে, কেন তাদের শাস্তি হয় না। এই কলংকের বুঝা আর কতদিন বয়ে বেড়াবে জাতি। বাংলাদেশের মানুষ কঠিন দুঃসময়ের মধ্যদিয়া দিন যাপন করছে। কোথাও শান্তি নাই বাংলার মাটিতে। ধর্মপ্রাণ মানুষের উপর চলছে অমানবিক নির্যাতন। দিন দিন দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে।বাংলাদেশের প্রতিটি দরকার নৈতিক দায়িত্ব দেশের এই সংকটময় মুহূর্থে ঐক্যবদ্ব হয়ে ১৯৭১ এর লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: আমার নতুন পোষ্ট প্রকাশ হচ্ছে না কেন।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

আমি তুমি আমরা বলেছেন: আপনার ব্লগে প্রথম প্লাস দিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলাম B-)) B-)) B-))

৩| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: ধন্যবাদ ইতিহাসের পাতায় নামটা লিখে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.