নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

টিভি নিউজ রিপোর্টাররা এভাবে কথা বলে কেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

“হ্যা নিশু আপনি দেখতে পাচ্ছেন ইয়ে....ইয়ে.....এ্যা.......এ্যা......এ্যা......। একটু আগেই আমরা জানতে পেরেছি.....উ......উ......উ.....উমম.....উমউম। আসলে বিষয়টি হলো .....ইয়ে....বা......বা.......আব্বা.....আব্বা......।”

আচ্ছা; এসব আ....উ....ইয়ে....বা.....আব্বা.....আব্বা ছাড়া কি স্পষ্ট ভাষায় কথা বলা যায়না।

অধিকাংশ টিভি নিউজ রিপোর্টারদের একই দশা। যা মনযোগ বিঘ্নিত তো করেই, বিরক্তিরও উদ্রেক করে। আগে থেকে ভালো ভাবে প্রস্তুতি নিয়ে কি তারা কথা বলতে পারেনা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: টকশোর ব্যাপারে কি অভিমত।
সেগুলা তো আরও অখাদ্য। X( X(

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

আদম_ বলেছেন: খালি কি অখাদ্য!! একেবারে হাগু মার্কা কথাবার্তা। দিনের পর দিন এক কথাই তারা বলে চলেছেন। ঠকশো আলারা আমাদের চেয়ে কোন অংশেই বেশি বুঝেনা। ঠকশো নিপাত যাক।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এ্যাঁ, ইয়ে ইয়ে, যেমনটি বলছিলাম, যেমনটি বলছিলেন ইত্যাদি পৈাণঃপূণিক বলার বাতিক থাকলে সে প্রেজেন্টার হিসেবে প্রথমেই বাতিল হওয়ার কথা।

এখানেও কি মামা খালুর তদবিরের ব্যাপার আছে নাকিরে ভাই ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

আদম_ বলেছেন: আর বইলেন না!! মামু খালু না থাকলে কি আর এই অপদার্থগুলা টিভি তে চেহারা দেখাইতে পারে। বিটিভির কারও কারও তো নূন্যতম কোয়ালিটি নাই। জঘন্য।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: মাঝে মধ্যে এক কথাই ঘুরায়া ১০ বার বলে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

আদম_ বলেছেন: চের্মেনর কাছে বিচার দিলাম। টাকা দিয়া ডিশ লাইন নিছি কি এক কথা ১০ বার শুনার জন্য।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

হেডস্যার বলেছেন:
এইভাবে না বললে লাইভ মনে হয় না তো তাই ! ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৮

আদম_ বলেছেন: ছাত্রগুলারে তো মানুষ করতে পারলেন না । গাধাগুলা কাউকে আই লাভ ইউ বলতে গেলে তো দম আটকে মারা যাবে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওইদিন বৈশাখী টিভিতে দেখি, উপস্থাপক বলছেন, রুবেল, আপনি আপনার লেখা স্ক্রিপ্ট না পড়ে আমার প্রশ্নের উত্তর দিন =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

আদম_ বলেছেন: কিল মি উইথ বটি, চাকু , খুন্তি.........

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

আদম_ বলেছেন: আ....উ....ইয়ে....বা.....আব্বা.....আব্বা

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

আদম_ বলেছেন: মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী
নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী
বিজন তরুন শাখে ডাকে ধীরে ধীরে
বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.