নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

টেলিটক আমাদের ফোন, আসুন সবাই টেলিটক ব্যবহার করি। (আমার টেলিটক আন্দোলনের ২য় পোস্ট)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

রাষ্ট্রিয় মোবাইল ফোন অপারেটর টেলিটক। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের ভবিষ্যত সফলতা অনেকাংশেই নির্ভর করছে আমাদের, মানে জনগনের সিদ্ধান্তের উপর। আমরা সবাই যদি টেলিটক ব্যবহার করি অবশ্যই তা হবে দেশপ্রেমের একটা অনন্য উদাহরন।

কি ভাবছেন?
টেলিটক ব্যবহার করতে চান কিন্তু ইচ্ছা থাকলেও করতে পারছেন না কারন আপনার ফোন নম্বরটা বহু জায়গায় ছড়িয়ে গিয়েছে তাই। কোনো চিন্তা নাই আসছে ফেব্রুয়ারী থেকেই ফোন নম্বর পরিবর্তন না করেই থাকছে অপারেটর পরিবর্তনের সুযোগ। আর নতুন সিম কিনতে চাইলে আপনার সিদ্ধান্ত হওয়া উচিত অবশ্যই টেলিটক।

এ কথা সত্য, টেলিটকের সার্ভিসে কিছু সমস্যা আছে। তবে আশার কথা হলো, সরকার আন্তরিকভাবে তা সমাধানে কাজ করে যাচ্ছে (সুত্র: আজকের ডেইলি স্টার প্রত্রিকা)

সমস্যা যতই থাক, আমাদের দেশের কল্যাণে আমাদেরই এগিয়ে আসতে হবে। আসুন সবাই দেশের স্বার্থে টেলিটক ব্যবহার করি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

জামান শেখ বলেছেন: আমি একজন ইউজার, অনেক প্রবলেম আছে।
১। প্রচুর কল ড্রপ হয়
২। কলরেট অনেক কম হওয়া উচিত (মিনিট ১০ পয়সা), ট্যাক্স তো দিতে হয় না।
৩। ফোনে কাস্টমার কেয়ার সেবা বলতে কিছু নেই। সরাসরি শোরুমে যেতে হয়।
৪। নেটওয়ার্ক খুব খারাপ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২২

আদম_ বলেছেন: অনেক ধন্যবাদ স্যার আপনার মন্তব্যর জন্য। এসব সমস্যা এবং পরামর্শ শোনার জন্য মণ্ত্রী তারানা হালিম একটা ফেসবুক পেজ খুলেছেন, আশাকরি সেখানে আপনার মতামতগুলো আমরা দেখতে পাবো।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

রাঘব বোয়াল বলেছেন: দেশের টাকা দেশে রাখলেও জীবন যাত্রা সহজ হবেনা না রাখলেও একি রকম থাকবে। আপনিকি আমার সাথে একমত?

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

আদম_ বলেছেন: একমত্
তাহলে কি করলে জীবনযাত্রার মান পাল্টাবে?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: টেলিটকের নেটওয়ার্ক কভারেজ কতটা এলাকায় আছে সেটা নিয়েও আমি সন্দিহান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.