নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

পেছনে দাড়িয়ে থাকা লোকগুলোর কাজ কী?

২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৪



হাসপাতালের বার্ন ইউনিটের সংবাদ সম্মেলনের ছবি। ওরা অবশ্যই ওখানকার দায়িত্বপ্রাপ্ত কেউ। এমন ইমার্জেন্সিতে নিশ্চয়ই তাদের ব্যস্ত থাকবার কথা। সংবাদ সম্মেলনটিতে কথাতো আর সবাইকে বলতে হচ্ছেনা – কথাতো বলছেন একজন। তাহলে সবাই মিলে ওখানে কী করছে ওরা? তাদের ডিউটি টা কে করছে? মেডিকেল এপ্রোন পরা যে দু-একজন দেখা যাচ্ছে তাদেরই বা ওখানে উপস্থিত থাকতে হবে কেনো? আর সংবাদ সম্মেলন করা হয় ঠিক কোন তথ্যটা ভেলিডেট করার জন্য—এই তথ্যগুলো ডিজিটাল নোটিশবোর্ডে দিয়ে দিলে কী হয় (এয়ারপোর্টের ফ্লাইট নোটিশের মত)?

ছবি সুত্র: দৈনিক প্রথমআলো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৯

কাঁউটাল বলেছেন:

২| ২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:১৬

সেজুতি_শিপু বলেছেন: উহা প্রটোকল । উহা বাস্তবতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.