| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদম_
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
অসভ্যদের পাসপোট ১০০ তম হয়েছে। এটা নিয়ে জংলীগুলোর কোন আকার-বিকার নাই; কোনো লাজ-লজ্জা নাই। অশিক্ষিগুলো ভাবছে রমজানের আগেই যে ফেয়ার ইলেকশন হবে তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে…..এরপর শুধু শান্তির সুবাতাস…এবং তরতর করে নয় বরং পাসপোট এক ঠেলায় ১০০ থেকে ১ এর ঘরে।
বলদগুলো বুঝেনা যে ওদের ইলেকশন ফেয়ার হোক আর আনফেয়ার হোক, ফলাফল একই- চেয়ার বসবে চোরেরা। ইলেকশন ফেয়ার হলেও হতে পারে, কিন্তু ফেয়ার লোক যে ওদের নাই সেটা বৃষ গুলোর মাথায় ঢোকেনা…কারণ বলদ ইজ বলদ।
নিরবোধগুলোর বড়-সাপেরা কখনই দেশে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে কোনো চিন্তা-ভাবনা করেনা, শ-খানেক লোক নিয়ে রাষ্টীয় সফরে যেতে তাদের বিবেকে বাধেনা। এতে ছাগল ছানাগুলোর কোনো অসুবিধা হয়না, ওরা ক্রিকেটে অথবা ফুটবলে আন্তজাতিক একটা ম্যাচ জিতলেই খুশি- যেন খেলায় জিতলেই ওদের পেট ভরবে।
মেরুদন্ডহীন অমানুষগুলো বড়-সাপদের খুব ভালোবাসে, ওদের সামনে কুজো হতে হতে মাটিতে গড়াগড়ি দিয়ে আনুগত্য প্রকাশ করতে পারলে নিজেকে ধন্য মনে করে।
দিন শেষে যারা পানতা ভাত আর মরিচেই সন্তুষ্ট তাদের আগারগাওয়ে কেকের দোকান করা ছাড়া আর কোনে গত্যন্তর নাই।
২|
১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গোঁড়ায় গলদ!
৩|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৬
খাঁজা বাবা বলেছেন: পলিটিকাল দল তো ভালোই না, নন পলিটিকাল লোক ও ভালো না।
তো ভালো কারা? আপনি বসবেন চেয়ারে? নাকি আবার হাসিনাকে আনার ধান্দা?
৪|
১৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: জুলাই সনদ হওয়ার ফলে জাতির কি কি উপকার হলো?
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
জেনারেশন একাত্তর বলেছেন:
এখন দেশে নাম জংগীদেশগুলোর লেভেলে চলে গেছে। অনেক জাতির খাতায় ইহা এখন জংগী দেশ।