![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল মানে ফেলা আসা সকলের আকাশের একটা নাম
নীল মানে ভালোবাসার গভীরে লুকানো একটা রঙ
নীল একটা চেনা চেনা কবেকার নীলিমার অন্যনাম
নীল একটা নাল।
লাল একটা মোজা পড়ে ছেলেটা রেলিঃয়ে দুলে যায়
লাল মানে ছেলেবেলার সূয টা ড্রয়িঙের খাতায়
কি করা যায়।
সবুজ মানে গাছের পাতা বেরে যায় সবুজের সভায়
গাছ পোতা হয়নি বলে শহরে সবুজের অভাব
সবুজ রঙের মনটা ছিল আমারও কি যে হল কোথায়
কোথায়।
ভয় মানে কালো কালো ছায়াটা দেওয়ালে রাত্তিরে
চোখটা বুঝে ফেলতে হবে নইলে ভয় যাবে বেরে
ভয় একটা ছিল যা ছেলেবেলার মিথ্যা বলার গেছে
আজ হারিয়ে।
হাসি মানে মজা পেলে হাসতে চাও হেসে যাও আজীবন
একটু হাসির জন্য আমি কাদি আজ বাচতে চাই তোমার মতন
একটু হাসব তোমার সাথে বোলে তাই লিখে যাই একটা গান
আর একটা গান।
নীল একটা নাম।
©somewhere in net ltd.