নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ছেলে মাওলানা কমারুল গাফ্ফার

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী !

রাতুলবিডি৫

দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !

রাতুলবিডি৫ › বিস্তারিত পোস্টঃ

একই দিনে রোজা -ঈদের বিষয়টা কি ধর্ম -অধর্মের ? না শিক্ষা ও মূর্খতার ?

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৯

একই দিনে যারা রোজা ঈদের কথা বলেন : তাদের দাবী কয়েক রকম

১. পৃথিবীর যে কোন জায়গায় চাদ দেখা গেলেই হবে ।
২. সৌদী আরবে চাদ দেখা গেলেই হবে ।

প্রথম দাবীটার ক্ষেত্র আসা যাক । পৃথিবীর টাইম জোন হিসাবে ২৪ টি, বাস্তবে আরো বেশী ।



ফিজি/নিউজিল্যান্ডের প্রায় ৬ঘন্টা পর বাংলাদেশে সন্ধা হয়, ৯ ঘন্টা পর সৌদীতে, ১২ ঘন্টা পর বৃটেনে! ফিজির মানুষ রোজা রাখবে না রাখবেনা এই অপেক্ষায় সারা রাত পার করে দিতে হবে ! তারাবী - সেহেরী কেমনে হবে ? আর আলাস্কায় সন্ধা হয় নিউজীল্যান্ডের প্রায় ২৪ ঘন্টা পর ! আলাস্কার ঈদের চাদের অপেক্ষায় যদি ফিজি বাসী থাকে তবে পরের দিন ও শেষ । সেই দিনটা কি রোজার নিয়তে থাকবে ? নিয়তে ফিজি বাসী দিন পার করার পর আলাস্কা থেকে ঈদের ছাদের খোজ পেলে ? একই দিনে কিভাবে ঈদ করা সম্ভব ?



সারা পৃথিবীতে তাই একইদিনে ঈদ আদৌ বাস্তব সম্মত না । এখন আসুন সৌদীর সাথে মিলিয়ে ঈদ করা :



মনে করোন সৌদীতে ঈদের চাদ দেখা গেল না , সৌদীবাসী রোজা রাখল । ১০ ঘন্টা পর ক্যালিফোর্নিয়ায় চাদ উঠল । তবে কি ঈদের চাদ দেখেও ক্যালেবাসী সৌদীর সাথে মিলিয়ে রোজা রাখবে ? নিজের চোখে দেখা ঈদের চাদকে অস্বীকার করবে ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:

@ রাতুলবিডি৫ :


আমি অবশ্যই নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখে সাওম ও ঈদ পালনের পক্ষে।


তবে কিছুদিন আগে চাঁদের ব্যাপারে ভিন্নমতের এক লোকের সাথে দেখা হলো।
সে আমাকে নিচের সাইটটি দেখতে বলেছিলো।

সাইটির লিন্কে ক্লিক করুন।



আর উক্ত সাইটে তাদের একটি বইও রয়েছে,
যার নাম- "ইসলামে নতুন চাঁদের বিধান ও এ সম্পর্কীত বিতর্ক নিরসন"

বইটি পেতে এই খানে ক্লিক করুন।



বইটি এখন পর্যন্ত আমার সম্পূর্ণ পড়া হয়নি।

তবে আপনি যদি আগে থেকে পড়ে থাকেন, তবে ভিন্ন কথা।

আর যদি না পড়ে থাকেন, তবে বইটি পড়ে এর পরিপ্রেক্ষিতে যথাযথ উত্তর তৈরি করে একটি মেগা পোস্ট দিলে খুশি হবো।


এই কমেন্টে উল্লেখিত সাইটির লিন্ক এবং বইটি ডাউলোড করার পরে আপনি ইচ্ছে করলে কমেন্টি মুছে ফেলতে পারেন।


আপনার মেইল এড্রেস জানা থাকলে ওই লিন্কগুলি আমি এই খানে দিতাম না।
সরাসরি মেইলেই এই কমেন্ট করে ফেলতাম।

ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

মাঘের নীল আকাশ বলেছেন: এগুলো কিছু অতিধার্মিকের প্রসব করা কুচিন্তা!

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

মাঘের নীল আকাশ বলেছেন: চাঁদ দেখে রোজা রাখা এবং ঈদ করার বিধান কুরআনেই আছে...এইখানে কোন দেশে কে কি করল দেখার কোন অবকাশ নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.