নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ছেলে মাওলানা কমারুল গাফ্ফার

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী !

রাতুলবিডি৫

দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !

রাতুলবিডি৫ › বিস্তারিত পোস্টঃ

একটি প্রতিরোধহীন ধর্ষণ , একটি প্রতিযোগিতা বিহীণ নির্বাচণ আর ধর্ষকের অতৃপ্তি !

০২ রা মে, ২০১৫ সকাল ১১:৩৯

বৈধ যৌন মিলনের অনেক সুযোগ থাকার পরও জেল-জরিমানার ঝুকি নিয়ে অনেকেই ধর্ষণ করে । পত্র পত্রিকায় প্রতিনিয়তই এর খবর আমরা পাই । এর একটা বড় অংশ থাকে প্রেমে প্রত্যাক্ষান । ব্যর্থ প্রেমিক(!) ধর্ষণের মাধ্যমে প্রতিশোধ নিয়ে নিজের বীরত্ব-শ্রেষ্ঠত্ব- মহত্ব(!) ইত্যাদী প্রকাশ করেছে, নিজের মর্যাদা(!) প্রতিষ্ঠা করেছে। অন্য ভাবে দেখলে প্রেমিকা এই মহান প্রেমিককে প্রত্যাক্ষান করে তার যে পরিমান মর্যাদা হানি করেছে সেটাকে সমতবিধানের আশায় বীর প্রেমিক তার বীরত্ব স্হাপণ করেছেন । অথবা সন্মানিত প্রেমিককে প্রত্যাক্ষাণ করে প্রেমিকা যে অমার্যণীয় অপরাধ ঘটিয়েছে তার শাস্তি স্বরূপ তাকে অপদস্ত করে কিঞ্চিত প্রায়শ্চিত্ত ঘটানো হয়েছে । ইত্যাদী আরো কিছু ....



রাষ্ট্র ধর্ম ইসলাম সমৃদ্ধ আমাদের দেশে পতিতা বৃত্তি আইনত বৈধ । যৌন খাহেশ সম্পাদনের জন্য যৌন পল্লী ছারাও বিভিন্ন হোটেল - গেষ্ট হাউজ কত কি আছে ! মূল কথা জেল - হাজতের হুমকি মাথায় নিয়ে ধর্ষণের মত একটা ঝুকিপূর্ণ কাজ মানুষ শুধু মাত্র যৌন খিদা মিটাবার জন্যই করে - এটা মনে করা যৌক্তিক মনে হয় না । বরং এতে আপন বীরত্ব-মহত্ব-সক্ষমতা(!) জাহির , প্রতিপক্ষকে অপদস্ত করা , ভিকটিমের দূর্দশা দর্ষণের বিকৃত আনন্দ লাভ , সর্বোপরি একটা 'জয়ী' হওয়ার ব্যাপার থেকে যায়। সমস্যা হচ্ছে ধর্ষতা যদি কোন প্রতিরোধ না করে তবে যৌন মিলনে সক্ষম হলেও ধর্ষক ভিকটিমের অসহায়ত্ব দর্ষনের আনন্দ থেকে বঞ্চিত হয়ে যায় !সব প্রতিরোধ গুড়িয়ে দিয়ে নিপীড়ণের মাঝে বীরত্ব প্রকাশের যে অপার আনন্দ তা আর থাকে না ।



এবারের সুস্হ ও দর্ণীয় নির্বাচনে আমরা সেরকম একটা ধর্ষণের দৃশ্য মিস করলাম। নির্বাচণের ধর্ষণ দৃশ্যে অশায় বিরোধী দলের কাতরানোর দৃশ্যে কোটি কোটি বাংগালী প্রাণ ভরে উপোভোগ করা থেকে বঞ্চিত হল - বি এন পির দুরভিশন্ধিতে !



দেহ পাবে শয়তান মজা পাবে না । জয় বাংলা !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:৩৩

কাউন্টার নিশাচর বলেছেন: সিটি নির্বাচনে 'অমানুষরা'ই বিএনপি
প্রার্থীকে ভোট দেবে।হাসিনার এ মন্তব্যের পর,নির্বাচনের ফলাফল জানার পর একটি পোষ্ট দেব বলে চিন্তা করেছিলাম কিন্তু ব্যাস্ততার কারণে দেওয়া হয়নি তাই আজ দিলাম।
আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ভারসাম্য দেখানোর হিসাব মতে চট্রগ্রাম, ঢাকা (উত্তর ও দক্ষিনে) ভোট দিয়েছেন যথাক্রমে ভোটারদের ৪৭.৮৯%,৩৭.২৯% ও ৪৮.৪%; যা সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের অনেক অনেক কম। ধন্যবাদ ভোটারদের
একটি উল্লেখযোগ্য অংশকে, যারা
নির্বাচনে ভোট দিতে যাননি। মনে করি
তাঁরা সঠিক সদ্ধান্তই নিয়েছেন।
প্রাপ্ত ভোটের হিসেব অনুযায়ী চট্রগ্রাম,
ঢাকা (উত্তর ও দক্ষিনে) হাসিনা লীগের
প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ৫৪.৭%, ৫৭.৬% এবং ৫৯.১%; আর বিএনপি’র প্রার্থীরা পেয়েছেন যথাক্রমে ৪০.০%, ৩৭.২% এবং ৪৮.৪%।
যদি সুষ্ঠু হত, তাহলে বিএনপি’র
প্রার্থীদের ভোটের পরিমান আরো কত বাড়ত আল্লাহ ভালো জানেন।
হাসিনার মন্তব্য অনুযায়ী ভোট দাতাদের মধ্যে চট্রগ্রামে ন্যূনতম ৪০% এবং ঢাকা (উত্তরও দক্ষিনে) যথাক্রমে ৩৭ ও ৪৯% অধিবাসি'অমানুষ'। এ সংখ্যক 'অমানুষ' নিয়ে হাসিনা কি
করবে বা তাদেরকে নিয়ে পরিকল্পনা কি তা জানতে খুব ইচ্ছে করে।ইতিহাসের বই পড়ে জেনেছি
১৯৭৩/৪ এ যখন শেখ মুজিবের জনপ্রিয়তা যখন আকাশচুম্বি ছিল,সে নির্বাচনে বরিশালে মরহুম মেজর জলিলের ভোট বাক্স ছিনতাই করে
হেলিকপ্টারে ঢাকা নিয়ে এসেছিল কারা?
আর কেন্দ্র দখল আর জালভোটের হিসাব নাইবা দিলাম।
হোটেল শেরাটনের সামনে দাহ্য পদার্থ
ঢেলে আগুন লাগিয়ে ১৩ জনকে জীবন্ত দগ্ধ করেছিল কারা? পেট্রলবোমা মেরে
বিএনপির ৯১ দিনের অবরোধ ও হরতালের সময় ১১৭ জনকে অগ্নিদগ্ধ করে কি শুধু বিএনপির
লোকজনই মেরেছিল?আর ১৯৯১ হতে আজ পর্যন্ত আগুন দিয়ে, গুম আর খুনের মাধ্যমে কত নিরীহ,নিরপরাধ লোককে হত্যা করেছিল কি শুধু
একটি দল?
আমি বলতে চাই, বিএনপি’র প্রার্থীদেরকে ভোটদাতারা যদি 'অমানুষ' হয়; তাহলে হাসিনার প্রার্থীদেরকে ভোটদাতারা
সন্ত্রাসী, দুর্বত্ত আর জানোয়ার।তাহলে
দাঁড়াল, আমরা 'অমানুষ', সন্ত্রাসী, দুর্বত্ত আর জানোয়ারদের সঙ্গে বসবাস করছি।

০২ রা মে, ২০১৫ দুপুর ১২:৫৯

রাতুলবিডি৫ বলেছেন: আপনার মন্তব্যের জবাব নীচে ..
আমরা আগে শুনতাম " মানুষ না আওয়ামী লীগ?"

২| ০২ রা মে, ২০১৫ দুপুর ১২:৫৮

রাতুলবিডি৫ বলেছেন: ভোট দাতাদের মধ্যে চট্রগ্রামে ন্যূনতম ৪০% এবং ঢাকা (উত্তরও দক্ষিনে) যথাক্রমে ৩৭ ও ৪৯% অধিবাসি'অমানুষ'। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.