নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://imbangalee.blogspot.com

রায়হান(তন্ময়)

তেমন কিছুই বলার নেই। একজন নিঃসঙ্গ মানুষ। যে মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না।

রায়হান(তন্ময়) › বিস্তারিত পোস্টঃ

রুই মাছের ডিম রান্নার রেসিপি দিয়ে সাহায্য করবেন কেউ?

২৮ শে মে, ২০০৯ রাত ৯:৪৯

অনেক দিন পর ব্লগ লিখছি। ফ্রিজে অনেকখানি রুই মাছের ডিম আছে। কিন্তু আগেও রান্না করে দেখেছি মাছের গন্ধ পুরোপুরি যায়না। কোন ব্লগার বোন বা ভাই কি সাহায্য করবেন?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০০৯ রাত ৯:৫৮

অনিন্দ্য রহমান বলেছেন: রসুন দেন।

২৮ শে মে, ২০০৯ রাত ১০:০৬

রায়হান(তন্ময়) বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে মে, ২০০৯ রাত ১০:০২

কিউরিয়াস বলেছেন: Click This Link

এই রেসিপিটা বেশ ভালো--আমি করলাম গত সপ্তাহে, কার্পের ডিম দিয়ে। আর মাছের/মাছের ডিমের গন্ধ দূর করার জন্য জিরা হল বেস্ট।

২৮ শে মে, ২০০৯ রাত ১০:০৫

রায়হান(তন্ময়) বলেছেন: ধন্যবাদ কিউরিয়াস।

৩| ২৮ শে মে, ২০০৯ রাত ১০:৫০

বিপ্লব কান্তি বলেছেন: কিউরিয়াসের লিংকটা কাজে লাগবে।

২৮ শে মে, ২০০৯ রাত ১১:০১

রায়হান(তন্ময়) বলেছেন: হুম.....রান্না প্রায় শেষ। তবে কিউরিয়াসের লিংকটার সব উপাদান আমার কাছে ছিলো না। কেমন হয় কে জানে। :)

৪| ২৮ শে মে, ২০০৯ রাত ১১:২৯

শূন্য আরণ্যক বলেছেন: পোচ করে ফেলেন :)

২৯ শে মে, ২০০৯ রাত ১২:৫৩

রায়হান(তন্ময়) বলেছেন: হা হা হা ..... করা গেলে কর্তাম। :)

৫| ২৮ শে মে, ২০০৯ রাত ১১:২৯

সামছা আকিদা জাহান বলেছেন: আমি এখুনি রান্না করে এলাম। যে ভাবে করেছি বলছি।
প্রথামে একটু বেশি পিয়াঁজ কুচি করে নিবেন।
ফ্রাই পেনে বেশ তেল দিবেন। মাছের ডিমে তেল বেশি দিতে হয়।

পিয়াজ কুচি ও কাচা মরিচ হাল্কা লাল লাল করে ভেজে এর মধ্যে আদা পেস্ট২চা চামুচ, রশুন পেস্ট ১ চা চামুচ, জিরা গুরা ২চা চামুচ ও পরিমান মত লবন হলুদ দিয়ে নারাচাড়া করে সামান্য পানি দেন। মশল্লা কসানো হলে ডিমটুকু ঢেলে দিয়ে শুধু ভাজুন। নাড়াচাড়া করতে করতেই মাছের ডিম সিদ্ধ হয়ে যাবে। এবার আধা কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ডিমটা ঢেকে দিন। এক্তু পরে ঢাকনা খুলে নাড়া চাড়া করে শুধু ভাজুন। তেল বের হয়ে এলে নামিয়ে রাখুন।

এখানে মনে রাখবেন একটা মাছের সম্পূর্ন ডিম রান্না করতে গেলে আপনাকে ২৫০গ্রাম তেল দিতে হবে। আর পিয়াজ ও দিতে হবে ২৫০গ্রাম এর মত।

২৯ শে মে, ২০০৯ রাত ১২:৫৫

রায়হান(তন্ময়) বলেছেন: পিয়াজ ২৫০ গ্রাম এর বেশিই দিছি। কিন্তু এত তেল দেইনাই।
ধন্যবাদ আপনাকে কষ্ট করে লেখার জন্য।

৬| ২৯ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

-রোমেল- বলেছেন: @সামছা আকিদা জাহান

২৫০গ্রাম তেল দিয়ে যদি একটা মাছের সম্পূর্ন ডিম রান্না করতে হয় তাহলে তো হার্টের অবস্থা কেরোসিন হয়ে যাওয়ার কথা !!! প্লীজ তেল কম খেয়ে সুস্থ থাকুন ।

২৯ শে মে, ২০০৯ রাত ১২:৫৬

রায়হান(তন্ময়) বলেছেন: হুমমমমমমম.....

৭| ২৯ শে মে, ২০০৯ রাত ৯:২৯

একজন সুখীমানুষ বলেছেন: দেখি খেয়ে কেমন রেধেছিস।

০১ লা জুন, ২০০৯ দুপুর ১:২১

রায়হান(তন্ময়) বলেছেন: হুমম....তু্‌ই তো অনেক খাইছোস। কিমুন লাগলো জানাইলি না তো।

৮| ০১ লা জুন, ২০০৯ রাত ৯:২১

একজন সুখীমানুষ বলেছেন: বেশি ভালো না। চলে আর কি?

০৩ রা জুন, ২০০৯ রাত ১০:১৭

রায়হান(তন্ময়) বলেছেন: গরররররররররর........আইজ খাইচি তোরে..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.