| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় দুই বছর আগে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলো ইমরুলের প্রতি আমার রাগের মাত্রা কতটুকু!! খুব করে বলেছিলাম আমি ম্যানেজমেন্ট টিমে থাকলে কায়েসকে আজীবন নিষিদ্ধ করতাম।
কদিন আগে স্যার মোশাররফ হোসেনকে নিয়ে অনেক ট্রল করেছি!! কিন্তু আমি জানতাম না যে বাপেরও বাপ আছেন আর তিনি প্রফেসর তানবীর হায়দার।
মুশফিককে নিয়ে কথা বলেছিল বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞগণ!! বলেছিলাম তামিম, মাশরাফি, সাকিব, মুশফিক এদের জায়গা কাউকে দেওয়া যাবেনা কখনো।
সাকিব খেলা পারেনা বলেছিল অনেকে!! আরেকজন সাকিব এনে দেখাতে বলেছিলাম কিছু বলেনি তারা।
মাহমুদুল্লাহ নিয়ে ট্রল করে অনেকে!! মাঠে এসে দেখান ক্ষমতা।
তাসকিন নিয়ে অনেক গর্ব কিছু মানুষের!! আমার তাসকিনের খেলা ভালো লাগেনি কোনোকালে, কেন তা সবাই জানে।
বিসিবি, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়? কতজনকেই তো দেন সুযোগ!! বেশিনা এক ম্যাচ খেলবো শুধু পরে আমিও একটু পপুলার হলাম নাহয়।
এতদিন চুপ ছিলাম!! আজ মাথা গরম।
©somewhere in net ltd.