নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে উপভোগ করতে শেখো, জীবন অনেক সুন্দর।

আরিফুল ইসলাম রাজিব

একজন নিরপেক্ষিক ভবঘুরে

আরিফুল ইসলাম রাজিব › বিস্তারিত পোস্টঃ

জীবন সুন্দর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

জীবনটা টেস্ট খেলার মত যেখানে আপনি এগারো নাম্বারে নামা অসহায় ব্যাটসম্যান আর সৃষ্টিকর্তা টপ নাম্বার ওয়ান বোলার। খেলাটা জমজমাট করতে তিনি ডিফিকাল্ট সব ডেলিভারী দিবেন যেখানে আপনি মুখ থুবরে পড়তে বাধ্য কারণ তিনি সর্বেসর্বা। আপনারো উচিৎ সব ডেলিভারীকে কাটিয়ে ওঠা। বড় কথা গ্যালারীতে থাকা দর্শকদের দেখাতে যদি খেলতে চান তবে খেলবেন, পারবেনও তবে বেশিক্ষণ না। আর যদি নিজের জন্য খেলেন তাহলে তো আরো ভালো, সমস্যায় পড়বেন তবে একটা কথা ঠিক কি জানেন এক ওভারে কখনো ছয়টা বল ভালো হয়না দুই-একটা লুজও হয়। ঠিক ওগুলোকে যদি কাটিয়ে তুলতে পারেন তবে খেলা চলবে। অপেক্ষা করুন যতক্ষণনা বোলার খুশি হয়। সর্বশেষে একটা কথা বোলার খুশি তো আপনার ভাগ্যটা অনেক ভালো।
Life is beautiful, like you’ll never know !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.