![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
ছুঁয়ে ছুঁয়ে কবি গেছে ফিরে
নিরিবিলি হাঁটা পথ ধরে,
গায়ে জড়িয়ে বিষণ্ণ চাদর
ভুলে সব পাপের আদর।
অতীতেরা দু'চোখে নামে
দহন জমায় নীল খামে,
স্তব্ধ অস্থির ধূসর অতীত
কবির চামড়ায় তীব্র শীত।
সীমানার অনেক বাইরে মানসী
ঝরা পাতার মতো সন্যাসী,
অবাক অন্ধকারে শ্রাবণের ঢল
কবির ফুলস্কেপ কাগজে সমুদ্রজল।
কবির নির্ঘুম রাত শুনশান
চিবিয়ে ছিঁড়েছে আঙিনা উঠান,
স্বপ্নখোর পাখিদের ডানায় ক্লান্তি
মুছে গেছে তেপান্তরের গভীর করোটি।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: শেষ প্যারায় ছন্দ নেই কেন?
দারুণ। +।
১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১
রাজসোহান বলেছেন: কি জানি ভাই। একটানে লিখিতো। বুঝি না খুব।
আপনার ফেসবুক আইডি আছে?
৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে ++
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সুমন কর বলেছেন: হুম, আমি ফেসবুকে Suman Kar নামেই আছি। ব্লগের অনেকে আছে।
ভালো থাকুন।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০
রাজসোহান বলেছেন: এই নামে ১০/১২টা আইডি পাইলাম।
আপনি এখানে মেইল দিয়েন [email protected]
৫| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
কল্লোল পথিক বলেছেন:
বেশ!
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: মেইল করেছি।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৭
রাজসোহান বলেছেন: পেয়েছি!
৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৪
ইমন তোফাজ্জল বলেছেন: কবির নির্ঘুম রাত শুনশান
চিবিয়ে ছিঁড়েছে আঙিনা উঠান,
স্বপ্নখোর পাখিদের ডানায় ক্লান্তি
মুছে গেছে তেপান্তরের গভীর করোটি।
++++++++++
২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর