নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
আমি প্রেমে পড়েছি একজন বোকা মানুষের,
যে কিছুই বোঝে না শুধু আমাকে বোঝে,
আমি যা বোঝাই তাই-ই সে বোঝে,
আমার সত্যই যার কাছে সত্য আমি মিথ্যে বলে সবই যেন তার কাছে মিথ্যে।
আমার অভিমানে তার চোখ ঘোলা হয়ে যায় আমার খুশিতে তার মুখে হাসি।
আমি প্রেমে পড়েছি সেই মানুষটার যার কাছে আমিই তার পৃথিবীর সব সুখ, যে প্রতি মুহুর্ত আমাকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন সাজায়, সেই মানুষটা এতোই বোকা আমার সামান্য অসুস্থতায় তার চোখের ঘুম উড়ে যায়।
আমি প্রেমে পড়েছি সেই বোকা মানুষের যার কাছে আমার সকল ভুলের ক্ষমা আছে, যার কাছে জন্মদিন ভুলে গেলেও সামান্য ব্যপার।
আমার প্রেমে পড়া মানুষটির চাহিদা অল্প কোথাও বেড়াতে গেলে দশটাকার বাদামই তার খোড়াক, সামান্য কিছু দিয়েই তাকে খুশি করা যায় হোক সেটা দুইটাকা দামের চকলেট কিংবা বিশটাকা দামের গোল্ডেন রিং। আমার গিফট করা অল্পদামি জিনিটটিও তার কাছে লাখ টাকার সামিল এতোই বোকা সে।
সে আর কেউ নয়, তুমি আমার সেই কল্পকন্যা।
Dh Tuhin
21.01.2203. 12.17AM
২| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬
ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ❤️
৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: গুড, এমন বোকাইতো প্রয়োজন। যে আমাকে বোঝে ...