নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

কল্পকন্যা

২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৩

আমি প্রেমে পড়েছি একজন বোকা মানুষের,
যে কিছুই বোঝে না শুধু আমাকে বোঝে,
আমি যা বোঝাই তাই-ই সে বোঝে,
আমার সত্যই যার কাছে সত্য আমি মিথ্যে বলে সবই যেন তার কাছে মিথ্যে।
আমার অভিমানে তার চোখ ঘোলা হয়ে যায় আমার খুশিতে তার মুখে হাসি।
আমি প্রেমে পড়েছি সেই মানুষটার যার কাছে আমিই তার পৃথিবীর সব সুখ, যে প্রতি মুহুর্ত আমাকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন সাজায়, সেই মানুষটা এতোই বোকা আমার সামান্য অসুস্থতায় তার চোখের ঘুম উড়ে যায়।
আমি প্রেমে পড়েছি সেই বোকা মানুষের যার কাছে আমার সকল ভুলের ক্ষমা আছে, যার কাছে জন্মদিন ভুলে গেলেও সামান্য ব্যপার।
আমার প্রেমে পড়া মানুষটির চাহিদা অল্প কোথাও বেড়াতে গেলে দশটাকার বাদামই তার খোড়াক, সামান্য কিছু দিয়েই তাকে খুশি করা যায় হোক সেটা দুইটাকা দামের চকলেট কিংবা বিশটাকা দামের গোল্ডেন রিং। আমার গিফট করা অল্পদামি জিনিটটিও তার কাছে লাখ টাকার সামিল এতোই বোকা সে।
সে আর কেউ নয়, তুমি আমার সেই কল্পকন্যা।

Dh Tuhin
21.01.2203. 12.17AM

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: গুড, এমন বোকাইতো প্রয়োজন। যে আমাকে বোঝে ...

২| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ❤️

৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.