নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয়, বিবেককে প্রাধন্য দাও।।।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত

If u want to know anything about me, just ask।

আওরঙ্গজেব চৌধুরী রিফাত › বিস্তারিত পোস্টঃ

নিজের স্রষ্টার সাথে কথা বলুন, জিতে নিন অফুরন্ত পুরষ্কার! আর ইন্সট্যান্ট অফার মানসিক প্রশান্তি তো আছেই!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নামাজ যে কত মজার জিনিস, স্রষ্টার সাথে কথা বলার অনুভুতি যে কত বিস্ময়কর, কত প্রশান্তির সেটা যদি আমরা বুঝতাম!
আমরা রাফাউল ইয়াদাইনের হদীস নিয়ে মাথা ঘামাই, আমীন বলা নিয়ে তর্ক করি, সুরা ফাতিহা পড়া নিয়ে ঝগড়া করি।
অথচ নামাজের প্রকৃত সুন্নত যে আল্লাহর সাথে কথা বলা, নিজের সব চাওয়া, সব কষ্ট আল্লাহর সাথে শেয়ার করা, সব অন্যায় অকপটে আল্লাহর কাছে স্বীকার করে নেয়া সেটা আমরা জানিই না।
নামাজে আল্লাহর সামনে নিজেকে খুলে দিন। মনের সব কথা পরম করুণাময় আল্লাহর কাছে বলুন।
আপনার পাপবোধ আপনাকে আল্লাহর সাথে ফ্রি হতে দেয় না। আপনার অপরাধবোধ আপনাকে আল্লাহর সামনে হীনমন্য করে রাখে।
এত হীনমন্যতার কিছু নেই। আল্লাহ সবই জানেন। তিনি আপনার মনকে যেমন দেখেন, আপনার ভবিষ্যত ও তিনি দেখেন। তিনি জানেন আপনার অবচেতন মন এই মুহুর্তে কি চাইছে। তিনি শুধু অপেক্ষা করেন কখন আপনি তার কাছে মুখ ফুটে চাইবেন।
আল্লাহর রাসুল (সা) আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে নামাজে আল্লাহর সাথে কথা বলতে হয়। কিভাবে চাইতে হয়। কত সহজে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ে তোলা যায়।
জানতে চাইলে দেখুন,
https://youtu.be/OLhhFzXL4Tc

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.